প্রকাশিত হল BSSEI-এর অফলাইন মক টেস্টের Answer Key

প্রকাশিত হল BSSEI-এর অফলাইন মক টেস্টের Answer Key

সামনেই WB SET পরীক্ষা। মনে একরাশ দুশ্চিন্তা পরীক্ষা কেমন হবে, নিজের প্রস্তুতি অনুযায়ী প্রশ্ন আসবে তো? নিজের প্রস্তুতি কতটা দৃঢ় হয়েছে ? মাথার মধ্যে সারাক্ষণ ঘুরপাক এইসব কথা। তাই জন্যই BSSEI গত রবিবার ১.১২.২৪ তারিখে আয়োজন করেছিল একটি অফলাইন মক টেস্টের। যেখানে ছাত্রছাত্রীরা একেবারে প্রকৃত পরীক্ষার হলের থাকা পরিবেশের মধ্যে মক টেস্ট পরীক্ষা দিতে পেরেছিল।

WB SET পরীক্ষা

WB SET বা West Bengal State Eligibility Test হল রাজ্যস্তরের যোগ্যতা নির্ধারণের পরীক্ষা, যার দ্বারা পশ্চিমবঙ্গের সরকারী সাহায্যপ্রাপ্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা লেকচারশিপের জন্য প্রার্থী নির্বাচন করা হয়ে থাকে। পরীক্ষার্থীদের রাজ্যস্তরে স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট পরীক্ষায় বসতে হয়। পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের  এই পরীক্ষার আয়োজন করে থাকে।

পশ্চিমবঙ্গ রাজ্যস্তরের যোগ্যতা নির্ধারণ পরীক্ষা ( সহকারী অধ্যাপক পদের জন্য) বা WB SET, এই রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসাবে বিবেচিত হয়। এই পরীক্ষার জন্য প্রস্তুত প্রার্থীরা অবশ্যই অবগত যে যোগ্যতা অর্জনের পরে, তারা সহকারী অধ্যাপক হওয়ার জন্য যোগ্য হবেন।

যাইহোক, গুরুত্বপূর্ণ বিষয় এই যে, আলোচ্য পরীক্ষাটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) দ্বারা নির্ধারিত নির্দেশিকাকে অনুসরণ করে। তাই কেউ যদি UGC NET এর পাশাপাশি WB SET পরীক্ষার জন্যও প্রস্তুতি নিতে থাকেন, তাহলে দুটির মধ্যেই অনেক সাদৃশ্য খুঁজে পেতে পারেন। 

পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (WBCSC) পশ্চিমবঙ্গে অবস্থিত কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য WB SET পরীক্ষা পরিচালনা করে। 

এই বছরের WB SET পরীক্ষা

বর্তমান বছরে ২৬ তম  WB SET পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ১৫ ডিসেম্বর। গত ২০ নভেম্বর ২০২৪-এ এই পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। এখন শুধু পরীক্ষার হলে গিয়ে প্রশ্নপত্র পাওয়ার অপেক্ষা। তাই জন্য আশা করা যায় সকলেরই প্রস্তুতি প্রায় সম্পন্ন। কিন্তু প্রস্তুতি কতখানি জোরদার হয়েছে তা যাচাই করতে প্রয়োজন মক টেস্ট দেওয়া। 

মক টেস্ট দেওয়ার গুরুত্ব 

১) পরীক্ষা পদ্ধতির সঙ্গে পরিচিত হয়

যে কোনো বড়ো পরীক্ষার মক টেস্টগুলি একেবারে প্রকৃত পরীক্ষার অনুরূপে প্রস্তুত করা হয়। এই মক টেস্ট এখন অনলাইন কিংবা অফলাইনে যেখানেই বা যে মাধ্যমেই অনুষ্ঠিত হোক না কেন তাতে সম্পূর্ণ সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ হয়।  এই মক টেস্ট দেওয়ার মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের সুবিধা অসুবিধাগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারে।

২) সময়ের সঠিক ব্যবহার

পরীক্ষার স্থানে উপস্থিত হওয়ার সময় পরীক্ষার্থীদের মানসিক চাপে সময়ে কাজ করার গতি কমে যায়। সেক্ষেত্রে ভুল ভ্রান্তি সম্ভবনা অনেকটাই বেড়ে যায়। তাই মক টেস্ট দেওয়া  এই সকল সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে অনেকাংশেই সাহায্য করে। এটি পরীক্ষার্থী মধ্যে সময় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং তার সঠিক ব্যবহার করতে শেখায়। একটি নির্দিষ্ট ধরনের প্রশ্ন ঠিক  সম্পূর্ণ করতে কতটা সময়ে দরকার, সেই কৌশল আয়ত্ত করতে সাহায্য করে।

৩) গুরুত্বপূর্ণ সাজেশন

নিয়মিত মক টেস্টে অংশগ্রহণ করলে কোন কোন প্রশ্ন কতটা বেশি অধ্যয়ন করা ভালো, কোন কোন অংশ জরুরি,  কোন অঞ্চল থেকেই বা বেশি নম্বর ওঠে  সেই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা লাভ হয়। এই দ্বারা বারবার পাঠ অভ্যাস করার সুযোগ থাকে। এমন অনেক প্রশ্ন সাজেশনের মাধ্যমে  প্রস্তুত করা হয়, যা প্রকৃত পরীক্ষার সঙ্গে ৯০% মিল পাওয়া যায়। এর ফলে পরীক্ষায় যদি অনুরূপ প্রশ্নও থাকে, তা খুব সহজে সমাধান করা যায়।

৪) পরীক্ষার উপযুক্ত পরিবেশ 

মক টেস্টের সময় প্রকৃত পরীক্ষার পরিবেশ তৈরি করা হয়ে থাকে। বাড়িতে বসে বই পড়ে নিজে নিজে অভ্যাস করা আর মক টেস্ট দেওয়ার মধ্যে পার্থক্য আছে। বাড়িতে নিজে পড়ার সময় নির্দিষ্ট কোনো সময়ানুবর্তিতা থাকে না। আর তাই জন্য সব বিষয় সঠিক ভাবে আয়ত্ত করা যায় না। কিন্তু মক টেস্টের মাধ্যমে পরীক্ষার্থীদের পরীক্ষার ধরন ও পরিবেশ সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়া যায়। একটি মক টেস্ট তাই প্রকৃত পরীক্ষার উদ্বেগ এবং চাপ কমাতে পরীক্ষার্থীদের সাহায্য করে।

৫) ভীতি দূরীকরণ

এটি একেবারে প্রমাণিত সত্য যে, অনেক পরীক্ষার্থীই পরীক্ষার আগে ভীত হয়ে পড়ে। এটি হওয়ার মূল কারণ হল অনুশীলন ও আত্মবিশ্বাসের অভাব। কিন্তু নিয়মিত মক টেস্টে অংশ নিলে এই ভীতিভাব দূর হয়ে যায়। এটি পরীক্ষার জন্য কৌশলগত পদ্ধতির বিকাশ করতে সাহায্য করে।

৬) প্রশ্ন উত্তর পর্যালোচনা

মক টেস্টের মাধ্যমে দক্ষতার বিশ্লেষণের জন্য প্রকৃত অন্তর্দৃষ্টির প্রয়োজন হয়। আগে বুঝতে হবে কোন প্রশ্নের উত্তর কতটা  সময়ের মধ্যে দিতে হবে। প্রশ্নগুলির উত্তর কতটা তাড়াতাড়ি দিলে পরীক্ষাটি সম্পন্ন করতে পারবে সেসব কিছুই শেখায়। 

৭) দুর্বলতা দূরীকরণ 

মক টেস্ট কোন বিভাগের জন্য কত বেশি অধ্যয়ন করতে হবে স্থির করে, সেটি  বুঝতে সাহায্য করে। যখন বেশ কয়েকটি মক টেস্ট দেওয়ায় হয়ে যায়, তখন পরীক্ষার্থীরা নিজেরাই বুঝতে পারে কোন বিভাগগুলি  ভালোভাবে তৈরি হয়েছে এবং কোন অংশ আরও ভালোভাবে তৈরি করতে হবে। আর কোন বিভাগগুলিতে কতখানি দুর্বলতা রয়ে গিয়েছে। এই মক টেস্ট সব টি বিভাগ সম্বন্ধে সুস্পষ্ট ধারণা প্রদান করে। একবার যদি কোন বিষয়ে, কতটা এবং কেন দুর্বলতা রয়েছে সেই ধারণাটি হয়ে যায় তাহলেই খুব সহজে দুর্বলতা কাটিয়ে সঠিক প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

আরও দেখুন-  নিশ্চিত করুন আপনার সফলতা বিগত পাঁচ বছরের PYQ প্যাক্টিস এর মাধ্যমে 

BSSEI আয়োজিত WB SET অফলাইন মক টেস্ট 

বাংলায় প্রথম বার BSSEI আয়োজন করেছিল WB SET অফলাইন মক টেস্টের।  WB SET-এর পরীক্ষাতে বসার আগে বাস্তব পরীক্ষার পরিবেশে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা লাভ করে শিক্ষার্থীরা এই পরীক্ষার মাধ্যমে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকার দ্বারা বাছাই করা সাজেশন ওয়াইজ প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়েছিল এই পরীক্ষাটি। এই পরীক্ষা পরীক্ষার্থীদের প্রকৃত পরীক্ষার পূর্বে যেমন এক্সাম ফিয়ারনেস কাটাতে সাহায্য করেছে, তেমনই নিজেদের দুর্বল এলাকা সম্পর্কে ভালোভাবে অবহিত হতে সহায়তা করেছে। মক টেস্ট পরীক্ষায় আগত বিভিন্ন সাজেস্টিভ প্রশ্ন অংশগ্রহণকারীদের কোন কোন অঞ্চল কতটা গুরুত্বপূর্ণ কিংবা কোন বিভাগটি আরও গুরুত্ব সহকারে পড়া দরকার সে সম্পর্কে একটি বিশদ ধারণা প্রদান করেছে।

তবে এইদিন শুধুমাত্র মক টেস্টেরই আয়োজন করা হয়নি, অভিজ্ঞ প্রশিক্ষকের সঙ্গে নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য একটি সেশনের ব্যবস্থাও করা হয়েছিল। এই লাইভ সেশনে বহু ছাত্রছাত্রী শেষ মুহূর্তে যে যে বিভিন্নধর্মী সমস্যার সম্মুখীন হচ্ছে তাই নিয়েই আলোচনা করেছে তাদের বিষয়ের অধ্যাপক, অধ্যাপিকার সঙ্গে।  

BSSEI আয়োজিত অফলাইন মক টেস্টের Answer Key

গত রবিবার অর্থাৎ ১ ডিসেম্বর ২০২৪ তারিখে পেপার ১ ও পেপার ২-এর সংস্কৃত, বাংলা, ইংরেজি, এডুকেশন, দর্শন, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ওপর যে পরীক্ষা নেওয়া হয়েছিল, তারই Answer Key প্রকাশিত হল আলোচ্য ব্লগে। নীচের দেওয়া আনসার কি থেকে নিজেদের বিষয়ের PDF টি ডাউনলোড করে জেনে নিন নিজের অর্জিত স্কোরটি।

WB SET Offline Mocktest Answer Key  (Organised by BSSEI)

General Paper

Sanskrit

Bengali

English

Education

History

Geography

Philosophy

Political Science

NET Paper 1 and Paper 2 Batch AD

Connect with Us