Daily Current Affairs Questions: 15th January 2025

Daily Current Affairs Questions: 15th January 2025

এখনকার দিনে যেকোনো সরকারি বেসরকারি পরীক্ষার জন্য, প্রার্থীদের অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের উপর দৃঢ় দখল থাকতে হবে, কারণ Daily Current Affairs Questions হল সিলেবাসের একটি অবিচ্ছেদ্য অংশ। সরকারি বেসরকারি পরীক্ষার প্রস্তুতির জন্য Daily Current Affairs Questions কেন গুরুত্বপূর্ণ তা এখানে কারণগুলি দেখে নিন:

বিশ্বকে জানা: Daily Current Affairs Questions বর্তমান বিষয়গুলির জাতীয় এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই বিশ্বের ঘটনাগুলিকে জানতে সাহায্য করে। তাই  প্রার্থীদের বিভিন্ন অঞ্চলের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির ওপর সুস্পষ্ট ধারণা থাকে।
প্রাসঙ্গিক এবং আপ-টু-ডেট : বর্তমানের অনেক পরীক্ষাই কারেন্ট অ্যাফেয়ার্স-ভিত্তিক পরীক্ষা। অতএব, প্রার্থীদের জন্য Daily Current Affairs Quiz-গুলি অপরিহার্য। এছাড়াও, যে প্রার্থীরা Daily Current Affairs Questions ঠিকমতো প্রস্তুত করে তারা সহজেই বিভিন্ন বিষয় সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে পারে, যার ফলে তাদের সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পায়। তাই Daily Current Affairs Questions-কে কখনই অবহেলা করা উচিত নয়। দেখে নিন ১৫ জানুয়ারি ২০২৫-এর কিছু গুরুত্বপূর্ণ Daily Current Affairs Quiz-

Prime Minister Modi will inaugurate the Sonamarg tunnel, which will increase connectivity to __________.

১) প্রধানমন্ত্রী মোদী সোনামার্গ টানেল উদ্বোধন করবেন, যা __________ এর সাথে সংযোগ বাড়াবে।

a)Himachal Pradesh

b)Sikkim

c)Ladakh

d)Jammu and Kashmir

উত্তর- c)Ladakh

২) Neeraj Chopra named world’s best male javelin thrower in 2024 by reputed U.S. track and field magazine. He won how many gold medals in 2024?

2024 সালে নীরজ চোপড়া নামকরা মার্কিন ট্র্যাক এবং ফিল্ড ম্যাগাজিন দ্বারা বিশ্বের সেরা পুরুষ জ্যাভলিন নিক্ষেপকারী হিসাবে মনোনীত হয়েছেন। 2024 সালে তিনি কতটি স্বর্ণপদক জিতেছিলেন?

a)3

b)2

c)6

d)5

উত্তর- b)2

৩) Shri Kiren Rijiju distributes prizes of _____ th National Youth Parliament Competition, 2023-2024 for Kendriya Vidyalayas.

শ্রী কিরেন রিজিজু কেন্দ্রীয় বিদ্যালয়গুলির জন্য _____ তম জাতীয় যুব সংসদ প্রতিযোগিতা, 2023-2024-এর পুরস্কার বিতরণ করছেন।

a)35

b)34

c)36

d)37

উত্তর- b)34

৪) __________ elected as BCCI secretary, Prabhtej Singh Bhatia as treasurer.

__________ বিসিসিআই সেক্রেটারি নির্বাচিত হয়েছেন, কোষাধ্যক্ষ হিসেবে প্রভতেজ সিং ভাটিয়া।

a)Debayan Dasgupta

b)Devjit Saikia

c)Aman Sharma

d)Biplab Bhunia

উত্তর- b)Devjit Saikia

৫) India to host ________ th CSPOC with focus on AI and social media.

ভারত এআই এবং সোশ্যাল মিডিয়ার উপর ফোকাস সহ ________তম CSPOC আয়োজন করবে।

a)25

b)28

c)26

d)29

উত্তর- b)28

আরও দেখুন- সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স 

৬) Union Minister Piyush Goyal launches Bharat Cleantech Manufacturing Platform in _________.

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল _________-এ ভারত ক্লিনটেক ম্যানুফ্যাকচারিং প্ল্যাটফর্ম চালু করেছেন৷

a)Kolkata

b)New Delhi

c)Jamnagar

d)Hyderabad

উত্তর- b)New Delhi

৭) Union Minister Ashwini Vaishnaw Launches One VEGA-based SoC & Two DIR V VEGA processor based Development Boards in ___________.

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ___________ এ একটি VEGA-ভিত্তিক SoC এবং দুটি DIR V VEGA প্রসেসর ভিত্তিক উন্নয়ন বোর্ড চালু করেছেন৷

a)Maharashtra

b)Gujarat

c)Uttar Pradesh

d)Mizoram

উত্তর- a)Maharashtra

৮) Centre for Development of Advanced Computing was established in _________.

সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং _________ এ প্রতিষ্ঠিত হয়েছিল।

a)1980

b)1988

c)1990

d)1996

উত্তর- b)1988

৯) IBBI Mandates eBKray Platform for Liquidation Asset Auctions. Insolvency and Bankruptcy Board of India (IBBI) was formed in ________.

IBBI লিকুইডেশন অ্যাসেট নিলামের জন্য eBKray প্ল্যাটফর্ম বাধ্যতামূলক করে। দেউলিয়া এবং দেউলিয়াত্ব বোর্ড অফ ইন্ডিয়া (IBBI) ________ এ গঠিত হয়েছিল।

a)2010

b)2016

c)2020

d)2005

উত্তর- b)2016

১০) Microsoft chairman and CEO Satya Nadella’s Visit to IndiaMicrosoft. When was Microsoft founded?

মাইক্রোসফটের চেয়ারম্যান এবং সিইও সত্য নাদেলার ইন্ডিয়ামাইক্রোসফট সফর। মাইক্রোসফট কবে প্রতিষ্ঠিত হয়?

a)1980

b)1975

c)1960

d)1995

উত্তর- b)1975

১১) Justin Trudeau Steps down as PM of Canada. What is the currency of Canada?

কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন জাস্টিন ট্রুডো। কানাডার মুদ্রা কি?

a)Canadian Rial

b)Canadian Dollar

c)Canadian Yen

d)Canadian Renminbi

উত্তর- b)Canadian Dollar

আজকের Daily Current Affairs Questions এখানেই শেষ হল। আগামীকাল আবারও কিছু গুরুত্বপূর্ণ Daily Current Affairs Questions প্রদান করা হবে এই ওয়েবসাইটে।

daily current affairs
daily current affairs questions
daily current affairs quiz
NET Paper 1 and Paper 2 Batch AD

Connect with Us