Daily Current Affairs Questions: 16th January 2025

Daily Current Affairs Questions: 16th January 2025

খুব সহজে কম্পিটিটিভ পরীক্ষায় সফলতা পেতে চান? বিভিন্ন জিনিস পড়ছেন, প্রচুর পরিশ্রম করছেন কিন্তু সেই তুলনায় সাফল্য পাচ্ছেন না? আপনার অধ্যয়নের মধ্যে Daily Current Affairs Questions কোনোভাবে অবহেলা করছেন না তো? যদি তা করে থাকেন তাহলে আপনি খুব বড়ো ভুল করছেন। আপনার সাফল্যের মূল স্তম্ভ হতে পারে Daily Current Affairs Questions। এই সেকশনটিই আপনাদের সাফল্যের মূল চাবিকাঠি হতে পারে।  Daily Current Affairs Quiz-এর আপডেট রাখতে পারেন তাহলে নিশ্চয়ই আপনার জীবনে খুব তাড়াতাড়ি সাফল্য আসতে পারে। দেখে নিন আজকের অর্থাৎ ১৬ জানুয়ারি ২০২৫-এর কারেন্ট অ্যাফেয়ার্স-

১) Finance Secretary _________ took charge as Revenue Secretary.

অর্থ সচিব _________ রাজস্ব সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

a)Atul Mohanty

b)Tuhin Kant Pandey

c)Anup Kumar Singhal

d)Srijesh Tiwari

উত্তর- b)Tuhin Kant Pandey

২) Union Minister of Commerce & Industry Shri Piyush Goyal launches ________ th edition of National Programme for Organic Production.

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল জৈব উৎপাদনের জন্য জাতীয় কর্মসূচির ________তম সংস্করণ চালু করেছেন।

a)7

b)8

c)9

d)6

উত্তর- b)8

৩) Union Minister Nitin Gadkari unveils India’s first hydrogen-CNG vehicle in _________.

কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি _________ এ ভারতের প্রথম হাইড্রোজেন-সিএনজি যান উন্মোচন করেছেন।

a)Uttar Pradesh

b)Himachal Pradesh

c)Uttar Pradesh

d)Madhya Pradesh

উত্তর- d)Madhya Pradesh

৪) Union Home and Cooperation Minister Shri Amit Shah chaired the review meeting of Bureau of Police Research and Development (BPR&D) in __________.

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী শ্রী অমিত শাহ __________তে ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (BPR&D) এর পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন।

a)Delhi

b)Ladakh

c)Pondicherry

d)Gujarat

উত্তর- a)Delhi

৫) Jeddah: Barcelona thrashes Real Madrid 5-2 to win Spanish Super Cup for _________ th time.

জেদ্দা: বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছে _________ তম বারের জন্য।

a)14

b)15

c)19

d)16

উত্তর- b)15

৬) India’s GDP growth is projected to improve to ______ % in the fiscal year 2025 (FY25), according to a CRISIL Intelligence report.

একটি CRISIL ইন্টেলিজেন্স রিপোর্ট অনুসারে, ভারতের জিডিপি প্রবৃদ্ধি 2025 (FY25) অর্থবছরে ______%-এ উন্নতির জন্য অনুমান করা হয়েছে।

a)6.4

b)6.6

c)6.7

d)6.9

উত্তর- c)6.7

৭) Every year, _______ marks the observance of Armed Forces Veterans’ Day across India.

প্রতি বছর, _______ ভারত জুড়ে সশস্ত্র বাহিনী ভেটেরান্স দিবস পালন করে।

a)January 15

b)January 14

c)January 13

d)January 16

উত্তর- b)January 14

৮) The Indian Army Day will be celebrated on January 15 under the theme “Samarth Bharat, Saksham Sena” (Empowered India, Capable Army). What is the edition for this on 2025?

ভারতীয় সেনা দিবস 15 জানুয়ারী “সমর্থ ভারত, সাক্ষম সেনা” (ক্ষমতাপ্রাপ্ত ভারত, সক্ষম সেনা) থিমের অধীনে পালিত হবে। 2025 এ এটির জন্য সংস্করণ কত?

a)75

b)76

c)77

d)74

উত্তর- c)77

৯) The Ministry of Rural Development has sanctioned 56 new Watershed Development Projects under the Pradhan Mantri Krishi Sinchayee Yojana (PMKSY) at a total cost of ₹________ crore.

গ্রামীণ উন্নয়ন মন্ত্রক প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয় যোজনা (PMKSY) এর অধীনে মোট ₹________ কোটি টাকা ব্যয়ে 56টি নতুন ওয়াটারশেড উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে।

a)650

b)700

c)750

d)800

উত্তর- b)700

১০) Union Minister Shri ________ inaugurated the National Turmeric Board in New Delhi.

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ________ নতুন দিল্লিতে জাতীয় হলুদ বোর্ডের উদ্বোধন করেছেন।

a)Amit Shah

b)Dharmendra Pradhan

c)Piyush Goyel

d)Anurag Singh Thakur

উত্তর- c)Piyush Goyel

প্রতিদিন সংগ্রহ করতে থাকুন Daily Current Affairs Questions আর নিজের সাফল্যকে নিশ্চিত করুন খুব সহজেই।

daily current affairs
daily current affairs questions
daily current affairs quiz
NET Paper 1 and Paper 2 Batch AD

Connect with Us