সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, ভাবছেন কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটি পড়বেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আপনার জন্য রয়েছে সঠিকভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার পথ নির্দেশনা। প্রথমে আপনি শুরু করতে পারেন Daily Current Affairs Questions দিয়ে। Daily Current Affairs Questions থেকে আপনি ধীরে ধীরে পেয়ে যাবেন Weekly Current Affairs Questions এবং তারপর Weekly Current Affairs Questions একত্রিত করে পেয়ে যাবেন Monthly Current Affairs Questions। প্রাথমিকভাবে Daily Current Affairs Questions আপনার সাফল্যের ভিত্তি প্রস্তুত করতে সাহায্য করবে। সাফল্য কখনো একদিনে আসে না। কঠিন অধ্যয়ন ও পরিশ্রমকে সঙ্গী করলে তবেই সফলতা ধরা দেবে। চলুন দেখে নেওয়া যাক আজকের Daily Current Affairs Questions-
১) Centre for Development of Telematics (C-DOT) Partners with IIT _______ and IIT _______ has developed Spectrum Efficiency Chip.
সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স (সি-ডট) আইআইটি _______ এবং আইআইটি _______ এর সাথে অংশীদাররা স্পেকট্রাম এফিসিয়েন্সি চিপ তৈরি করেছে।
a)Roorkee and Bombay
b)Mandi and Jammu
c)Kharagpur and Kanpur
d)Bombay and Jammu
উত্তর- b)Mandi and Jammu
২) Indichip Semiconductors to Establish India’s First Private Semiconductor Facility in _________.
ইন্ডিচিপ সেমিকন্ডাক্টররা _________ এ ভারতের প্রথম প্রাইভেট সেমিকন্ডাক্টর ফ্যাসিলিটি স্থাপন করবে।
a)Uttar Pradesh
b)Madhya Pradesh
c)Andhra Pradesh
d)Himachal Pradesh
উত্তর- c)Andhra Pradesh
৩) The _________ th Conference of Speakers and Presiding Officers of Parliaments of Commonwealth Countries (CSPOC) is set to be hosted in New Delhi.
কমনওয়েলথ দেশগুলির পার্লামেন্টের স্পিকার এবং প্রিজাইডিং অফিসারদের _________তম সম্মেলনটি নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে৷
a)27
b)28
c)29
d)30
উত্তর- b)28
৪) According to Tracxn’s Annual India Fintech Report 2024, India ranked ______ in Global Fintech Funding.
Tracxn–এর বার্ষিক ইন্ডিয়া ফিনটেক রিপোর্ট 2024 অনুসারে, ভারত গ্লোবাল ফিনটেক ফান্ডিং-এ ______-এ স্থান পেয়েছে।
a)4th
b)3rd
c)6th
d)5th
উত্তর- b)3rd
৫) India-Nepal IGC on Trade, Transit, and Cooperation to Combat Unauthorised Trade held in ________.
________ এ অনুষ্ঠিত অননুমোদিত বাণিজ্য মোকাবেলায় বাণিজ্য, ট্রানজিট এবং সহযোগিতার বিষয়ে ভারত-নেপাল IGC।
a)Nepal
b)Bhutan
c)Myanmar
d)Sri Lanka
উত্তর- a)Nepal
৬) Industrial Development Bank of India (IDBI) Bank launches ‘Chiranjeevi-Super Senior Citizen FD’. IDBI was established in __________.
ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (IDBI) ব্যাঙ্ক ‘চিরঞ্জীবী-সুপার সিনিয়র সিটিজেন এফডি’ চালু করেছে। IDBI প্রতিষ্ঠিত হয় __________ সালে।
a)1975
b)1960
c)1954
d)1964
উত্তর- d)1964
৭) Which of the following banks has launched 1st ‘Cybersecurity Hackathon 2024-25’ to combat malware threats?
নিচের কোন ব্যাঙ্ক ম্যালওয়্যার হুমকি মোকাবেলায় প্রথম ‘সাইবারসিকিউরিটি হ্যাকাথন 2024-25’ চালু করেছে?
a)State Bank of India
b)Punjab National Bank
c)Bandhan Bank
d)Bank of Baroda
উত্তর- b)Punjab National Bank
৮) Who has appointed as brand ambassador of PUMA India recently?
সম্প্রতি কে PUMA ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন?
a)Neeraj Chopra
b)Manu Bhaker
c)PV Sindhu
d)Avani Lekhara
উত্তর- c)PV Sindhu
৯) _____ launches ‘Shijian-25’ satellite to test orbital refueling in space.
_____ মহাকাশে অরবিটাল রিফুয়েলিং পরীক্ষা করার জন্য ‘Shijian-25′ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।
a)Russia
b)China
c)Japan
d)USA
উত্তর- b)China
১০) Who was honoured with the ‘Satyajit Ray Lifetime Achievement Award’ at the West Bengal Film Journalists’ Association (WBFJA) annual awards ceremony for her contribution to Indian cinema?
ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের জন্য ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (WBFJA) এর বার্ষিক পুরষ্কার অনুষ্ঠানে কে ‘সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দিয়ে সম্মানিত হয়েছিল?
a)Rituparna Sengupta
b)Aparna Sen
c)Srijit Mukherjee
d)Chandan Sen
উত্তর- b)Aparna Sen
প্রতিদিন সংগ্রহ করতে থাকুন Daily Current Affairs Questions। আপনার সফলতাকে নিশ্চিত করতে সঙ্গী হিসেবে বেছে নিন Daily Current Affairs Questions-কে। ছোটো ছোটো পদক্ষেপ ফেলুন এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে নিজের ভিত্তি প্রস্তুত করতে থাকুন Daily Current Affairs Questions-এর মাধ্যমে।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...