সরকারী এবং কিছু বেসরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত প্রার্থীরা অবগত যে Daily Current Affairs Questions সম্পর্কে আপডেটড থাকার জন্য বর্তমান বিষয়গুলিকে জানা কতটা গুরুত্বপূর্ণ। যারা UPSC, SSC, Banking, TET ইত্যাদি যে পরীক্ষার জন্যই অধ্যয়ন করুন না কেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য Daily Current Affairs Questions ফোকাস করলে জ্ঞান এবং কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে। সাম্প্রতিক ইভেন্ট অর্থাৎ Daily Current Affairs Questions সম্পর্কে সচেতন হলে আপনি আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে আরও ভালোভাবে প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং যদি ইন্টারভিউ হলে সেই সময় আপনার আত্মবিশ্বাস অনেকাংশেই বৃদ্ধি পাবে । এই ব্লগে, আমরা আজকের কিছু গুরুত্বপূর্ণ Daily Current Affairs Questions প্রদান করবো, যা আপনাকে প্রস্তুতির ক্ষেত্রে সহায়তা করবে একথা নিসচিতভাবে বলা যায়। দেখে নিন আজকের Daily Current Affairs Questions-
১) India’s FY25 Growth Forecast Cut to _____ % by IMF.
IMF দ্বারা ভারতের FY25 বৃদ্ধির পূর্বাভাস _____%-এ কেটেছে৷
a)6.4
b)6.5
c)6.6
d)6.7
উত্তর- b)6.5
২) Which state government launches ‘SHE COHORT 3.0’ initiative?
কোন রাজ্য সরকার ‘SHE COHORT 3.0′ উদ্যোগ চালু করেছে?
a)Haryana
b)Madhya Pradesh
c)Punjab
d)Gujarat
উত্তর- c)Punjab
৩) Union Minister Shri Manohar Lal Khattar launches the toolkit for ______ th edition of Swachh Survekshan.
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মনোহর লাল খট্টর স্বচ্ছ সার্ভেক্ষণের ______ তম সংস্করণের টুলকিট চালু করেছেন৷
a)7
b)8
c)9
d)10
উত্তর- c)9
৪) Thiruvalluvar Kudiyiruppu Model Village was inaugurated in _____ of Sri Lanka.
শ্রীলঙ্কার _____ এ থিরুভাল্লুভার কুদিয়িরুপ্পু মডেল ভিলেজ উদ্বোধন করা হয়েছিল।
a)Kandy
b)Jaffna
c)Kilinochchi
d)Ratnapura
উত্তর- c)Kilinochchi
৫) BMW India launches first locally produced EV at Rs _______.
BMW ইন্ডিয়া প্রথম স্থানীয়ভাবে উত্পাদিত ইভি লঞ্চ করেছে _______ টাকায়।
a)39 Lakhs
b)45 Lakhs
c)49 Lakhs
d)51 Lakhs
উত্তর- c)49 Lakhs
৬) Eco-sensitive zone was declared around Shikari Devi Wildlife Sanctuary, ________ villages to come under the purview.
শিকারী দেবী বন্যপ্রাণী অভয়ারণ্যের আশেপাশে পরিবেশ-সংবেদনশীল অঞ্চল ঘোষণা করা হয়েছিল, ________ গ্রামকে এর আওতায় আনা হবে।
a)65
b)43
c)49
d)36
উত্তর- b)43
৭) National Science Drama Festival 2024 – 25 is Set to Unfold at _________.
ন্যাশনাল সায়েন্স ড্রামা ফেস্টিভ্যাল 2024 – 25 _________ এ প্রকাশের জন্য সেট করা হয়েছে।
a)Puducherry
b)Delhi
c)Uttar Pradesh
d)Madhya Pradesh
উত্তর- b)Delhi
৮) Which university becomes the first private varsity to bag the MAKA Trophy?
কোন বিশ্ববিদ্যালয় MAKA ট্রফি জিতে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে?
a)Delhi
b)Amity
c)Chandigarh
d)Lovely Professional
উত্তর- c)Chandigarh
৯) Indian government appointed Gyanendra Pratap Singh, a _________-batch Indian Police Service (IPS) officer from the Assam-Meghalaya cadre, as the Director General (DG) of the Central Reserve Police Force (CRPF).
ভারত সরকার সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) মহাপরিচালক (DG) হিসাবে আসাম-মেঘালয় ক্যাডারের _________-ব্যাচের ভারতীয় পুলিশ সার্ভিস (IPS) অফিসার জ্ঞানেন্দ্র প্রতাপ সিংকে নিযুক্ত করেছে।
a)1996
b)1991
c)1993
d)1999
উত্তর- b)1991
১০) Odisha-Singapore MoU: Launch of FinTech Hub in ________.
ওড়িশা-সিঙ্গাপুর সমঝোতা স্মারক: ________-এ ফিনটেক হাবের সূচনা।
a)Cuttack
b)Bhubaneswar
c)Balasore
d)Bhadrak
উত্তর- b)Bhubaneswar
আজকের গুরুত্বপূর্ণ কিছু Daily Current Affairs Questions দেওয়া হল, নিজেদের সংগ্রহে এই প্রশ্নগুলি রেখে সেগুলি প্রতিদিন অন্তত একবার করে চোখ বোলান। এই Daily Current Affairs Quiz কিন্তু আপনার কাছে লড়াইয়ের একটি অস্ত্র হতে পারে। তাই প্রতিদিন সংগ্রহ করুন Daily Current Affairs Questions, আর নিজেকে আপডেটেড রাখতে থাকুন প্রতিনিয়ত।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...