Daily Current Affairs Questions: 22rd January 2025

Daily Current Affairs Questions: 22rd January 2025

Current Affairs Ouestions হল যেকোনো Banking, SSC, UPSC, RRB ইত্যাদি সহ সমস্ত সরকারি প্রবেশিকা পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিভাগ। আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন সমস্ত প্রার্থীদের অবশ্যই Daily Current Affairs Questions-এর বিভাগের জন্য ভালোভাবে প্রস্তুত হতে হবে। আধুনিক যুগে Daily, Weekly, Monthly Current Affairs Questions-এর সঙ্গে জড়িত হওয়া ঘটনা গুলির সঙ্গে একজন শিক্ষার্থীকে ভালোভাবে অবহিত হতে হবে। Daily Current Affairs Questions  প্রার্থীদের জাতীয় ও জাগতিক বিষয় সম্পর্কিত জ্ঞান ও দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করে। এই সমস্ত প্রবেশিকা মূলক চাকরির পরীক্ষার জন্য Daily Current Affairs Questions-এর নিয়মিত আপডেট রাখা খুব জরুরি। চাকরি প্রার্থীদের সুবিধার্থে BSSEI থেকে রোজ আপডেট করা Daily Current Affairs Quiz। প্রতিদিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ Daily Current Affairs Quiz প্রদান করা হবে এই সেকশনে। দেখে নিন আজকের অর্থাৎ ২২ জানুয়ারির কিছু গুরুত্বপূর্ণ Daily Current Affairs Questions-

১) DPIIT has partnered with ________ to Bolster India’s Startup Ecosystem.

DPIIT বোলস্টার ইন্ডিয়ার স্টার্টআপ ইকোসিস্টেমে ________ এর সাথে অংশীদারিত্ব করেছে।

a)JW Marriot

b)ITC Ltd.

c)Hyatte Regency

d)All of the above

উত্তর- b)ITC Ltd.

২) C-DOT & ________ signed agreement to develop optical transceiver Chipset for High-Bandwidth 6G Wireless Links.

C-DOT এবং ________ উচ্চ-ব্যান্ডউইথ 6G ওয়্যারলেস লিঙ্কগুলির জন্য অপটিক্যাল ট্রান্সসিভার চিপসেট বিকাশের জন্য চুক্তি স্বাক্ষর করেছে।

a)IIT Madras

b)IISc Bangaluru

c)IIT Bombay

d)IIT Roorkee

উত্তর- c)IIT Bombay

৩) India’s 6th Astronomical Observatory & Eastern India’s 1st Inaugurated in _________.

ভারতের ৬ষ্ঠ অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি এবং ইস্টার্ন ইন্ডিয়ার ১ম উদ্বোধন _________ এ।

a)Gujarat

b)West Bengal

c)Bihar

d)Kerala

উত্তর- b)West Bengal

৪) World Economic Forum (WEF) Includes CEAT and HUL in the Global Lighthouse Network. When was founded in CEAT Limited?

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF) গ্লোবাল লাইটহাউস নেটওয়ার্কে CEAT এবং HUL অন্তর্ভুক্ত করে। CEAT লিমিটেড কবে প্রতিষ্ঠিত হয়?

a)1920

b)1924

c)1930

d)1936

উত্তর- b)1924

৫) Indian Navy participates in ______ th Edition of La Perouse 25 Multinational Naval Exercise.

ভারতীয় নৌবাহিনী লা পেরোস 25 বহুজাতিক নৌ অনুশীলনের ______ তম সংস্করণে অংশগ্রহণ করে।

a)4

b)5

c)7

d)9

উত্তর- b)5

৬) Power Finance Corporation (PFC) Sign 120 Billion JPY Loan Deal  with JBIC for RE Projects in India.  Where is the headquarter of Power Finance Corporation (PFC)?

পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন (PFC) ভারতে RE প্রকল্পের জন্য JBIC-এর সাথে 120 বিলিয়ন JPY ঋণ চুক্তি স্বাক্ষর করেছে।  পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন (PFC) এর সদর দপ্তর কোথায়?

a)Kolkata

b)New Delhi

c)Aizwal

d)Kohima

উত্তর- b)New Delhi

৭) According to World Bank, Indian Economy Expected to Grow by ___________% in Next Two Fiscal Year.

বিশ্বব্যাংকের মতে, আগামী দুই অর্থবছরে ভারতীয় অর্থনীতি ___________% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

a)6.3

b)6.7

c)6.9

d)6.1

উত্তর- b)6.7

৮) IREDA Partners with SJVN, GMR and NEA for _______ MW Upper Karnali Hydropower Project in Nepal.

নেপালে _______ মেগাওয়াট উচ্চ কর্নালি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য SJVN, GMR এবং NEA এর সাথে IREDA অংশীদার।

a)700

b)800

c)900

d)500

উত্তর- c)900

৯) _______ signs MoU with Iceland’s Verkis for Geothermal Energy Development.

_______ জিওথার্মাল এনার্জি ডেভেলপমেন্টের জন্য আইসল্যান্ডের ভার্কিসের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

a)Uttar Pradesh

b)Uttarakhand

c)Madhya Pradesh

d)Manipur

উত্তর- b)Uttarakhand

১০) _______ launches PRSC-EO1 Satellite for Pakistan’s Space Program.

_______ পাকিস্তানের মহাকাশ কর্মসূচির জন্য PRSC-EO1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।

a)USA

b)China

c)Russia

d)UK

উত্তর- b)China

প্রতিদিনের Daily Current Affairs Quiz সংগ্রহ করতে থাকুন। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য পূরণের সঙ্গী করুন Daily Current Affairs Questions-কে। Daily Current Affairs Questions আপনাকে সাফল্যের  শীর্ষে পৌঁছে দিতে পারে। তাই নিজেকে আপডেটেড রাখুন, Daily Current Affairs Questions সংগ্রহ করুন আজ থেকেই।

daily current affairs
daily current affairs questions
daily current affairs quiz
NET Paper 1 and Paper 2 Batch AD

Connect with Us