চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় প্রার্থীরা কোনোভাবেই বুঝতে পারে না Current Affairs কীভাবে পড়বে, কোথা থেকে শুরু করে কোথায় শেষ করবে ইত্যাদি। তারা বিভিন্ন জায়গা থেকে Daily Current Affair Quiz সংগ্রহ করার চেষ্টা করে, কিন্তু বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে তা সংগ্রহ করতে অনেক সময় লাগে। তাই BSSEI নিয়ে এসেছে Daily Current Affair Questions, যেখানে প্রতিদিনের গুরুত্বপূর্ণ Current Affairs প্রশ্ন-উত্তর আলোচনা করা হবে প্রার্থীদের জন্য। দেখে নিন আজ অর্থাৎ ৭ জানুয়ারির Daily Current Affair Quiz নিয়ে আলোচনা-
1) __________ begins its two-year tenure as non-permanent member of UNSC.
UNSC-এর অস্থায়ী সদস্য হিসেবে __________ তার দুই বছরের মেয়াদ শুরু করে।
a)Afghanistan
b)Pakistan
c)China
d)Nepal
2) Centre forms working group for base revision of WPI from 2011-12 to _________.
কেন্দ্র 2011-12 থেকে _________ থেকে WPI-এর ভিত্তি সংশোধনের জন্য ওয়ার্কিং গ্রুপ গঠন করে।
a)2021-22
b)2022-23
c)2023-24
d)2024-25
3) _________ launches in-flight Wi-Fi on domestic flights.
_________ অভ্যন্তরীণ ফ্লাইটে ইন-ফ্লাইট Wi-Fi চালু করে৷
a)Spice Jet
b)Air Asia
c)Air India
d)All of the above
4) Which state based start-up tests ultra-high-frequency communication tech on ISRO’s POEM-4?
কোন রাজ্য ভিত্তিক স্টার্ট-আপ ISRO-এর POEM-4-এ অতি-উচ্চ-ফ্রিকোয়েন্সি যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা করে?
a)Assam
b)Andhra Pradesh
c)Karnataka
d)Kerala
5) ______ sets new record with 152 IPR filings in 2024.
______ 2024 সালে 152টি আইপিআর ফাইলিংয়ের সাথে নতুন রেকর্ড স্থাপন করেছে।
a)IIT Kanpur
b)IIT Kharagpur
c)IISc Bangaluru
d)IIT Roorkee
6) Who will be honoured with the Padmapani Lifetime Achievement Award?
পদ্মপানি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কে সম্মানিত হবেন?
a)Sai Srivastav
b)Sai Paranjpe
c)Nirmala Garg
d)Nivedita Sensharma
7) According to the SBI research, Poverty below _____ %, extreme poverty rates minimal in India.
এসবিআই গবেষণা অনুসারে, দারিদ্র্য _____% এর নিচে, ভারতে চরম দারিদ্র্যের হার সর্বনিম্ন।
a)4
b)3
c)5
d)6
8) According to the NOMURA report, the Economy exhibiting resilience, and GDP is to grow at ________ in FY25.
RBI রিপোর্ট অনুসারে, অর্থনীতি স্থিতিস্থাপকতা প্রদর্শন করছে এবং GDP FY25-এ ________-এ বৃদ্ধি পাবে।
a)6.4%
b)6.5%
c)6.7%
d)6.6%
9) Who has taken charge as the Chairman and Managing Director of FCI recently?
সম্প্রতি FCI-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কে দায়িত্ব নিয়েছেন?
a)Shailesh Kumar
b)Vishal Kumar
c)Nirmalya Pandey
d)Ashutosh Agnihotri
10) Who has been appointed as the director general of DGCA?
DGCA-এর মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
a)Faiz Ahmed Kidwai
b)Md. Iqbaal
c)Kunal Goswami
d)Rajagopal Dhidwani
তাই প্রতিদিন ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে, চোখ রাখুন blog.bssei.in-এ। এই ব্লগ থেকে Daily Current Affair Questions সংগ্রহ করে প্রস্তুতি নিন আসন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য। দৈনিক এখান থেকে সংগ্রহ করুন Daily Current Affair Quiz, আর একটু একটু করে নিজের সাফল্যের পথকে মসৃণ করে তুলুন।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...