পড়ুন ১২ মার্চ ২০২৫-এর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

পড়ুন ১২ মার্চ ২০২৫-এর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন অনেকের কাছেই ভীতিকর। এই কারণেই দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সকে খুব মনোযোগ সহকারে অধ্যয়ন করা দরকার। এই অধ্যয়ন দক্ষতাই পারে মানুষকে সফলতার শীর্ষে  পৌঁছে দিতে পারে। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে  দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কত সহজে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারে তা একজন চাকরি প্রার্থী খুব ভালো করেই জানে। পরীক্ষার  প্রস্তুতির জন্য প্রতিদিন দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স-এর আপডেট রাখতে হবে।

দেখে নিন আজকের অর্থাৎ ১২ মার্চ ২০২৫-এর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

১) Renowned Classical Singer Garimella Balakrishna Prasad passed away at the age of ______.

প্রখ্যাত ধ্রুপদী গায়ক গরিমেলা বালকৃষ্ণ প্রসাদ ______ বছর বয়সে মারা গেছেন।

a)80

b)76

c)70

d)86

উত্তর- b)76

২) Madhav National Park in Madhya Pradesh becomes India’s _______ th Tiger Reserve.

মধ্যপ্রদেশের মাধব জাতীয় উদ্যান ভারতের _______তম ব্যাঘ্র সংরক্ষণাগারে পরিণত হয়েছে।

a)56

b)57

c)58

d)59

উত্তর- c)58

৩) Justice __________ appointed as a new judge in the Supreme Court.

বিচারপতি ___________ সুপ্রিম কোর্টে একজন নতুন বিচারক হিসেবে নিযুক্ত।

a)Joymalya Bagchi

b)Dibyendu Barua

c)Indranil Ghatak

d)Sunirmal Sen

উত্তর- a)Joymalya Bagchi

৪) Ministry of Defence signs $_______ mn deal with Rosoboronexport for procurement of engines for T-72 Tanks for Indian Army.

ভারতীয় সেনাবাহিনীর জন্য T-72 ট্যাঙ্কের ইঞ্জিন ক্রয়ের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় রোসোবোরোনেক্সপোর্টের সাথে ______ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে।

a)240

b)245

c)248

d)251

উত্তর- c)248

৫) World Para Athletics Grand Prix 2025 to take place at ________.

ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স ২০২৫ ________-তে অনুষ্ঠিত হবে।

a)Ahmedabad

b)New Delhi

c)Kolkata

d)Aizwal

উত্তর- b)New Delhi 

 

                                           

 

৬) _________ launches ‘bob Global Women NRE & NRO Savings Account’ for Women NRIs.

_________ নারী এনআরআইদের জন্য ‘বব গ্লোবাল উইমেন এনআরই এবং এনআরও সেভিংস অ্যাকাউন্ট’ চালু করেছে।

a)Bandhan Bank

b)Bank of Baroda

c)ICICI Bank

d)State Bank of India

উত্তর- b)Bank of Baroda

৭) _________ launches collateral free digital SME loan for women entrepreneurs.

_________ মহিলা উদ্যোক্তাদের জন্য জামানতমুক্ত ডিজিটাল এসএমই ঋণ চালু করেছে।

a)NABARD

b)SBI

c)PNB

d)EXIM Bank

উত্তর- b)SBI

৮) India Clinches ‘2025 Asian Women’s Kabaddi Championship Title’ for the 5th time, by Defeating Iran. Asian Kabaddi Federation (AKF) was established in _______.

ভারত ইরানকে হারিয়ে পঞ্চমবারের মতো ‘২০২৫ এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ টাইটেল’ জিতেছে। এশিয়ান কাবাডি ফেডারেশন (AKF) প্রতিষ্ঠিত হয়েছিল _______ সালে।

a)1960

b)1978

c)1986

d)1993

উত্তর- b)1978

৯) Which state CM has  inaugurated SemiConnect Conference 2025 & 19th IESA Vision Summit?

কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সেমিকানেক্ট সম্মেলন ২০২৫ এবং ১৯তম আইইএসএ ভিশন সামিট উদ্বোধন করেছেন?

a)Kerala

b)Gujarat

c)Madhya Pradesh

d)Uttar Pradesh

উত্তর- b)Gujarat

১০) Delhi Cabinet approved a monthly assistance of Rs. ____ under the Women’s Prosperity Scheme.

দিল্লি মন্ত্রিসভা নারী সমৃদ্ধি প্রকল্পের অধীনে মাসিক ____ টাকা সহায়তা অনুমোদন করেছে।

a)2000

b)1500

c)2500

d)1000

উত্তর- c)2500

উপরোক্ত এই দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স -এর মাধ্যমে আপনি আপনার প্রস্তুতি যাচাই করে নিতে পারবেন খুব সহজেই। প্রতিদিন এইরকম-ই আরও কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন পেতে আমাদের পেজে চোখ রাখুন ।

Related Articles

Updated Current Affairs Ebook AD
Solved Previous Year Questions for Competitive Exams AD

Connect with Us

WhatsApp