বিভিন্ন আসন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? কিন্তু ভাবছেন রোজ রোজ কোথা থেকে এত বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পাবেন? তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। আপনার জন্যই BSSEI নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ কিছু Daily Current Affairs Questions। যেখান থেকে আপনি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় পাবেন আসন্ন চাকরির পরীক্ষার জন্য কিছু উপযোগী Daily Current Affairs Questions। যেগুলি ঠিক মতো অনুশীলন করলে পরীক্ষায় খুব ভালো ফল করতে আপনাকে বেশি বেগ পেতে হবে না।
তাহলে আর দেরি না করে এখনই দেখে নিন আজকের অর্থাৎ ১ মার্চ ২০২৫-এর কিছু গুরুত্বপূর্ণ বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন-
১) The first international carbon market conference-nature was held in _________.
প্রথম আন্তর্জাতিক কার্বন বাজার সম্মেলন-প্রকৃতি _________-তে অনুষ্ঠিত হয়েছিল।
a)Mumbai
b)New Delhi
c)Vadodara
d)Kolkata
উত্তর- b)New Delhi
২) According to Official Airline Guide (OAG), Delhi’s Indira Gandhi International Airport among Top 10 Busiest Global Airports in 2025; Dubai International Airport Tops. When was Official Airline Guide (OAG) established?
অফিসিয়াল এয়ারলাইন গাইড (OAG) অনুসারে, ২০২৫ সালে বিশ্বের শীর্ষ ১০টি ব্যস্ততম বিমানবন্দরের মধ্যে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর শীর্ষে; দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর শীর্ষে। অফিসিয়াল এয়ারলাইন গাইড (OAG) কবে প্রতিষ্ঠিত হয়?
a)1925
b)1929
c)1935
d)1945
উত্তর- b)1929
৩) CAG signs MoUs with which IIT for improving audit skill sets, sustainable audit?
অডিট দক্ষতা বৃদ্ধি এবং টেকসই অডিটের জন্য CAG কোন IIT-এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে?
a)Madras
b)Bombay
c)Kharagpur
d)Delhi
উত্তর- a)Madras
৪) India to host _____ th Regional 3R and Circular Economy Forum in Asia and the Pacific.
ভারত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে _____ তম আঞ্চলিক 3R এবং সার্কুলার ইকোনমি ফোরামের আয়োজন করবে।
a)14
b)16
c)12
d)13
উত্তর- c)12
৫) ________ Bank partners with Professional Golf Tour of India as its Official Banking Partner.
________ ব্যাংক তাদের অফিসিয়াল ব্যাংকিং পার্টনার হিসেবে প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়ার সাথে অংশীদারিত্ব করেছে।
a)Bandhan
b)Induslnd
c)Axis
d)UCO
উত্তর- b)Induslnd
৬) World NGO Day 2025 is celebrated on _________.
বিশ্ব এনজিও দিবস ২০২৫ _________ তারিখে পালিত হয়।
a)February 28
b)February 27
c)February 26
d)February 25
উত্তর- b)February 27
৭) Oscar-Winning Actor Gene Hackman passed away at the age of _______.
অস্কার বিজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান _______ বছর বয়সে মারা গেছেন।
a)94
b)95
c)96
d)97
উত্তর- b)95
৮) DRDO & Indian Navy has successfully conducted flight trials of first-of-its-kind ‘NASM-SR’ in ________.
ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনী ________-তে প্রথম ধরণের ‘NASM-SR’-এর সফলভাবে ফ্লাইট ট্রায়াল পরিচালনা করেছে।
a)Gujarat
b)Odisha
c)Karnataka
d)Andhra Pradesh
উত্তর- b)Odisha
৯) Competition Commission of India (CCI) approves PRHCL’s Acquisition of Fujitsu General for USD _______ Billion.
ভারতের প্রতিযোগিতা কমিশন (CCI) PRHCL-এর ফুজিৎসু জেনারেলের _______ বিলিয়ন মার্কিন ডলারে অধিগ্রহণের অনুমোদন দিয়েছে।
a)1.2
b)1.6
c)1.9
d)2.1
উত্তর- b)1.6
১০) Which bank has signed MoU with Tata Capital Limited (TCL) to Strengthen Financing Avenues for MSMEs recently?
সম্প্রতি কোন ব্যাংক MSME-এর জন্য অর্থায়নের সুযোগ শক্তিশালী করার জন্য টাটা ক্যাপিটাল লিমিটেড (TCL) এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে?
a)ADB
b)SIDBI
c)IDBI
d)IFCI
উত্তর- b)SIDBI
১১) Asian Development Bank (ADB) Approves USD 200 Million Loan to Expand Urban Services in __________.
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) __________-এ নগর পরিষেবা সম্প্রসারণের জন্য ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে।
a)Mumbai
b)Noida
c)Ahmedabad
d)Kolkata
উত্তর- d)Kolkata
আজকের গুরুত্বপূর্ণ কিছু বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন দেওয়া হল, সেই সঙ্গে প্রশ্নগুলির PDFও নীচে দেওয়া হল। নিজেদের সংগ্রহে এই প্রশ্নগুলি রেখে সেগুলি প্রতিদিন অন্তত একবার করে চোখ বোলান। মনে রাখবেন এই Daily Current Affairs Questions কিন্তু আপনার কাছে লড়াইয়ের একটি অস্ত্র হতে পারে। তাই প্রতিদিন সংগ্রহ করুন Daily Current Affairs Questions, আর নিজেকে আপডেটেড রাখতে থাকুন প্রতিনিয়ত।
প্রতিযোগিতামূলক পরীক্ষা বা Competitive Exam আজকাল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ...
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...