Daily Current Affairs Questions বর্তমান বিষয়ের জ্ঞান প্রার্থীদের সচেতনতা স্তর বাড়াতে সাহায্য করে। তাই জন্যেই Daily Current Affairs Questions যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে একটি অবিচ্ছেদ্য অংশ এবং মোট নম্বরের সর্বোচ্চ গুরুত্ব রাখে। UPSC, WBPSC, ব্যাঙ্কিং, প্রতিরক্ষা, রেলওয়ে, SSC এবং অন্যান্য সরকারি পরীক্ষাগুলিতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য Daily Current Affairs Questions-এর সম্পর্কে ভালো জ্ঞান থাকা অপরিহার্য।
Daily Current Affairs Questions হল যেকোনো গুরুত্বপূর্ণ সমস্ত সরকারি প্রবেশিকা মূলক পরীক্ষার ক্ষেত্রে একটি জরুরি বিভাগ। আসন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন সমস্ত প্রার্থীদের অবশ্যই এই বিভাগের জন্য ভালোভাবে প্রস্তুত হতে হবে। তাই দেরি না করে দেখে নিন আজকের অর্থাৎ ২৪ জানুয়ারি ২০২৫-এর গুরুত্বপূর্ণ কিছু Daily Current Affairs Questions-
১) ______ launches ‘Deendayal Upadhyay Bhoomiheen Krishi Majdoor Kalyana Yojana’ for Landless Labourers.
______ ভূমিহীন শ্রমিকদের জন্য ‘দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা’ চালু করেছে।
a)Gujarat
b)Chhattisgarh
c)Madhya Pradesh
d)West Bengal
উত্তর- b)Chhattisgarh
২) UNESCO & World Meteorological Organization (WMO) Declare 2025 as International Year of Glaciers’ Preservation. Where is the headquarters of WMO?
UNESCO এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) 2025 কে হিমবাহ সংরক্ষণের আন্তর্জাতিক বছর হিসাবে ঘোষণা করেছে। WMO এর সদর দপ্তর কোথায়?
a)Manila
b)Kathmandu
c)Geneva
d)Paris
উত্তর- c)Geneva
৩) Dr. K. Ramchand, Founder & Director of CABS passed away at ______ years.
প্র. ড. কে. রামচাঁদ, CABS-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ______ বছর বয়সে মারা গেছেন৷
a)75
b)82
c)90
d)93
উত্তর- b)82
৪) _________ secured their 5th title after defeating Vidarbha by 36 runs in the finals of 2024-25 edition of Vijay Hazare Trophy (VHT) held at the Kotambi Stadium in Vadodara, Gujarat.
_________ গুজরাটের ভাদোদরার কোটাম্বি স্টেডিয়ামে অনুষ্ঠিত বিজয় হাজারে ট্রফি (ভিএইচটি) এর 2024-25 সংস্করণের ফাইনালে বিদর্ভকে 36 রানে পরাজিত করার পরে তাদের 5তম শিরোপা নিশ্চিত করেছে।
a)Tamil Nadu
b)West Bengal
c)Karnataka
d)Kerala
উত্তর- c)Karnataka
৫) ISRO Successfully Demonstrated Restarting of Vikas Liquid Engine. When was ISRO established?
ISRO সফলভাবে বিকাশ লিকুইড ইঞ্জিন পুনরায় চালু করার প্রদর্শন করেছে। ISRO কবে প্রতিষ্ঠিত হয়?
a)1965
b)1969
c)1975
d)1979
উত্তর- b)1969
৬) Competition Commission of India (CCI) has approved Merger of 9 entities with pharmaceutical firm Sequent Scientific Limited (SSL). When was Competition Commission of India (CCI) established?
ভারতের প্রতিযোগিতা কমিশন (সিসিআই) ফার্মাসিউটিক্যাল ফার্ম সিকোয়েন্ট সায়েন্টিফিক লিমিটেড (এসএসএল) এর সাথে 9টি সত্ত্বাকে একীভূত করার অনুমোদন দিয়েছে। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI) কবে প্রতিষ্ঠিত হয়?
a)2001
b)2003
c)2005
d)2007
উত্তর- b)2003
৭) India becomes World’s ______ th Largest Coffee Producing Country; Exports Soar to USD 1.29 Billion in FY24.
ভারত বিশ্বের ______ তম বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে; FY24-এ রপ্তানি বেড়ে USD 1.29 বিলিয়ন হয়েছে৷
a)8
b)6
c)7
d)9
উত্তর- c)7
৮) Where wasw Coffee Board of India located in India?
ভারতের কফি বোর্ড কোথায় অবস্থিত?
a)Kerala
b)Karnataka
c)Assam
d)Himachal Pradesh
উত্তর- b)Karnataka
৯) India’s Rubber Board unveils ‘iSNR’ & ‘INR Konnect’ to Boost Rubber Production. In which Indian state Rubber Board (RB) of India loacted?
ভারতের রাবার বোর্ড রাবার উৎপাদন বাড়াতে ‘iSNR‘ এবং ‘INR কানেক্ট’ উন্মোচন করেছে। ভারতের রাবার বোর্ড (RB) কোন রাজ্যে অবস্থান করেছিল?
a)Karnataka
b)Kerala
c)Maharashtra
d)Gujarat
উত্তর- b)Kerala
১০) Department of Administrative Reforms & Public Grievances (DARPG) Launched Scheme and Portal for PM’s Awards for Excellence in Public Administration 2024. The award will comprise of a Trophy, Scroll and an incentive of Rs _____ lakh.
অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড পাবলিক গ্রিভেনস ডিপার্টমেন্ট (DARPG) চালু করেছে PM’s Awards for Excellence in Public Administration 2024-এর জন্য স্কিম এবং পোর্টাল
a)10
b)20
c)30
d)40
উত্তর- b)20
এমনই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু Daily Current Affairs Questions প্রতিদিন আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো, ব্লগের মাধ্যমে। আর সেই জন্যই সর্বদা আমাদের ওয়েবসাইট blog.bssei.in এর সঙ্গে যুক্ত থাকতে হবে। মনে রাখবেন একমাত্র Daily Current Affairs Quiz-ই পারে আপনাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...