Daily Current Affairs Questions: 25th January 2025

Daily Current Affairs Questions: 25th January 2025

আসন্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন?  ভাবছেন রোজ রোজ কোথা থেকে এত Daily Current Affairs Questions পাবেন? তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। আপনার জন্যই BSSEI নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ কিছু Daily Current Affairs Quiz। যেখান থেকে আপনি পাবেন আসন্ন চাকরির পরীক্ষার জন্য কিছু উপযোগী  Daily Current Affairs Questions। যেগুলি ঠিক মতো অনুশীলন করলে পরীক্ষায় খুব ভালো ফল করতে আপনাকে বেশি বেগ পেতে হবে না।  তাহলে আর দেরি না করে এখনই দেখে নিন আজকের অর্থাৎ ২৫ জানুয়ারি ২০২৫-এর কিছু গুরুত্বপূর্ণ Daily Current Affairs Questions-

১) Justice Devendra Kumar Upadhyaya was sworn in as the _____ Chief Justice (CJ) of the Delhi High Court (HC).

বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় দিল্লি হাইকোর্টের (HC) _____ প্রধান বিচারপতি (CJ) হিসেবে শপথ নিয়েছেন।

a)29th

b)33rd

c)36th

d)40th

উত্তর- b)33rd

২) Which state gets new state emblem with the approval of Ministry of Home Affairs (MHA)?

কোন রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) অনুমোদন নিয়ে নতুন রাষ্ট্রীয় প্রতীক পায়?

a)Madhya Pradesh

b)Maharashtra

c)Tripura

d)Himachal Pradesh

উত্তর- c)Tripura

৩) ________ launches ‘KaWaCHaM’ India’s 1st Fully Integrated Disaster Risk Warning System.

________ ‘KaWaCHaMভারতের ১ম সম্পূর্ণ সমন্বিত দুর্যোগ ঝুঁকি সতর্কতা ব্যবস্থা চালু করেছে।

a)Karnataka

b)Uttar Pradesh

c)Kerala

d)Manipur

উত্তর- c)Kerala

৪) The 1st ever Parakram Diwas was celebrated on 23 January ________ on the birth anniversary of Netaji.

নেতাজির জন্মবার্ষিকীতে 23 জানুয়ারী ________ তারিখে 1ম পরাক্রম দিবস পালিত হয়েছিল।

a)2020

b)2021

c)2022

d)2023

উত্তর- b)2021

৫) Ballon d’Or winner Denis Law passed away at the age of _______ years.

ব্যালন ডি’অর বিজয়ী ডেনিস ল _______ বছর বয়সে মারা যান।

a)78

b)81

c)84

d)89

উত্তর- c)84

৬) _________ carries out test of India’s first scramjet combustor for hypersonic technology.’

_________ হাইপারসনিক প্রযুক্তির জন্য ভারতের প্রথম স্ক্র্যামজেট কম্বুস্টারের পরীক্ষা চালায়।

a)NTPC

b)ISRO

c)DRDO

d)None of the above

উত্তর- c)DRDO

৭) Which department introduces ‘DIA Scheme’ to enhance global competitivenes?

বিশ্বব্যাপী প্রতিযোগিতা বাড়াতে কোন বিভাগ ‘DIA স্কিম’ চালু করেছে?

a)Department of Finance

b)Department of Commerce

c)Department of Mining

d)Department of Woman and Child Development’

উত্তর- b)Department of Commerce

৮) Ministry of Agriculture & Farmers Welfare (MoA&FW) conducts India’s first edible oil consumption survey. MoA&FW launched the first-ever survey on the which portal?

কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক (MoA&FW) ভারতের প্রথম ভোজ্য তেল খরচ সমীক্ষা পরিচালনা করে। MoA&FW কোন পোর্টালে প্রথম সমীক্ষা শুরু করেছে?

a)My Tutor

b)My Consumption, My Expense

c)My Gov

d)My Study

উত্তর- c)My Gov

৯) WMF’s 2025 Watch List Added Moon to List of Threatened Cultural Sites for the 1st Time; 2 Indian Sites on the List. World Monuments Fund (WMF) was established in ________.

WMF এর 2025 ওয়াচ লিস্টে 1ম বারের জন্য হুমকির সম্মুখীন সাংস্কৃতিক সাইটের তালিকায় চাঁদ যোগ করা হয়েছে; তালিকায় 2টি ভারতীয় সাইট। ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড (WMF) ________ এ প্রতিষ্ঠিত হয়।

a)1960

b)1965

c)1970

d)1975

উত্তর- b)1965

১০) Which aerospace company has launched world’s first commercial satellite SCOT for advanced space monitoring?

কোন মহাকাশ কোম্পানি উন্নত মহাকাশ পর্যবেক্ষণের জন্য বিশ্বের প্রথম বাণিজ্যিক উপগ্রহ SCOT উৎক্ষেপণ করেছে?

a)Suktara

b)Digantara

c)Space India

d)Diganta

উত্তর- b)Digantara

আজকের গুরুত্বপূর্ণ কিছু Daily Current Affairs Questions দেওয়া হল, নিজেদের সংগ্রহে এই প্রশ্নগুলি রেখে সেগুলি প্রতিদিন অন্তত একবার করে চোখ বোলান। মনে রাখবেন এই Daily Current Affairs Questions কিন্তু আপনার কাছে লড়াইয়ের একটি অস্ত্র হতে পারে। তাই প্রতিদিন সংগ্রহ করুন Daily Current Affairs Questions, আর নিজেকে আপডেটেড রাখতে থাকুন প্রতিনিয়ত।

daily current affairs
daily current affairs questions
daily current affairs quiz
NET Paper 1 and Paper 2 Batch AD

Connect with Us