Daily Current Affairs Questions: 6th February 2025

Daily Current Affairs Questions: 6th February 2025

খুব সহজে আসন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষাগুলিতে সফলতা পেতে চান? নানা ধরনের বিষয় পড়ছেন, প্রচুর পরিশ্রম করছেন কিন্তু সেই তুলনায় সফলতা পাচ্ছেন না? আচ্ছা আপনার পড়াশোনার মধ্যে Daily Current Affairs Questions-এর কোনোভাবে অবহেলা করছেন না তো? যদি তা করে থাকেন তাহলে আপনি খুব বড়ো ভুল করছেন। আপনার সাফল্যের মূল স্তম্ভ হতে পারে Daily Current Affairs Questions। এই সেকশনটিই আপনাদের সাফল্যের মূল চাবিকাঠি হতে পারে।  Daily Current Affairs Quiz-এর আপডেট রাখতে পারেন তাহলে নিশ্চয়ই আপনার জীবনে খুব তাড়াতাড়ি সাফল্য আসতে পারে। দেখে নিন আজকের অর্থাৎ ৬ ফেব্রুয়ারি ২০২৫-এর কারেন্ট অ্যাফেয়ার্স-

১) Canada Announces _____ % Tariff on U.S. Imports in Response to Trump’s Tariffs.

ট্রাম্পের শুল্কের প্রতিক্রিয়ায় কানাডা মার্কিন আমদানির উপর _____ % শুল্ক ঘোষণা করেছে।

a)20

b)25

c)30

d)35

উত্তর- b)25

২) Former Chief Election Commissioner Navin Chawdhary, who oversaw the 2009 Lok Sabha elections, passed away in Delhi at the age of _______.

প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার নবীন চৌধুরী, যিনি 2009 সালের লোকসভা নির্বাচনের তদারকি করেছিলেন, দিল্লিতে _______ বছর বয়সে মারা যান।

a)76

b)71

c)79

d)68

উত্তর- c)79

৩) World Cancer Day (WCD) is observed annually on _______ across the globe.

বিশ্ব ক্যান্সার দিবস (WCD) সারা বিশ্বে প্রতি বছর _______ তারিখে পালন করা হয়।

a)February 2

b)February 4

c)February 1

d)February 3

উত্তর- b)February 4

৪) Researchers Discover 2 New Green Cardamom Species in Western Ghats of _________.

গবেষকরা _________ এর পশ্চিমঘাটে 2টি নতুন সবুজ এলাচের প্রজাতি আবিষ্কার করেছেন।

a)Tamil Nadu

b)Maharashtra

c)Karnataka

d)Kerala

উত্তর- d)Kerala

৫) Flemish Nationalist Bart Albert Liliane De Wever sworn-in as New PM of Belgium. What is the currency of Belgium?

ফ্লেমিশ জাতীয়তাবাদী বার্ট আলবার্ট লিলিয়ান ডি ওয়েভার বেলজিয়ামের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বেলজিয়ামের মুদ্রা কি?

a)Dollar

b)Euro

c)Pound

d)Renminbi

উত্তর- b)Euro

৬) South Africa’s Tshego Gaelae Becomes Wins 40th Mrs World Title 2025. What is the currency of South Africa?

দক্ষিণ আফ্রিকার Tshego Gaelae 40 তম মিসেস ওয়ার্ল্ড 2025 খেতাব জিতেছে। দক্ষিণ আফ্রিকার মুদ্রা কি?

a)Euro

b)Rial

c)Rand

d)Dollar

উত্তর- c)Rand

৭) India and which other country have agreed to amend tax treaty to promote greater cooperation?

ভারত এবং অন্য কোন দেশ বৃহত্তর সহযোগিতার জন্য কর চুক্তি সংশোধন করতে সম্মত হয়েছে?

a)Iran

b)Oman

c)Kuwait

d)Niger

উত্তর- b)Oman

৮) According to CRISIL, India’s GDP to grow at ______% in FY26.

CRISIL-এর মতে, FY26-এ ভারতের GDP ______% হারে বৃদ্ধি পাবে।

a)6.3

b)6.5

c)6.1

d)6.9

উত্তর- b)6.5

৯) SEBI Proposes New Combo Product: MFs with TLI. SEBI was established in ______.

SEBI নতুন কম্বো পণ্যের প্রস্তাব করেছে: TLI সহ MFs। SEBI প্রতিষ্ঠিত হয়েছিল ______ সালে।

a)1988

b)1992

c)1996

d)1885

উত্তর- a)1988

১০) Bhupendra Patel launched Sensex F&O Contracts on India INX at GIFT City. Where is the headquarter of India International Exchange (India INX)?

ভূপেন্দ্র প্যাটেল GIFT সিটিতে ইন্ডিয়া INX-এ সেনসেক্স F&O চুক্তি চালু করেছেন। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ (India INX) এর সদর দপ্তর কোথায়?

a)Gujarat

b)Himachal Pradesh

c)Uttarakhand

d)Uttar Pradesh

উত্তর- a)Gujarat

BSSEI এভাবেই চাকরি প্রার্থীদের জন্য প্রতিদিন প্রদান করছে Daily Current Affairs Questions। আপনার সাফল্যকে নিশ্চিত করতে আজ থেকেই প্রস্তুতি শুরু করুন BSSEI-এর সঙ্গে।

Downloads

Daily Current Affairs Questions 6th February 2025

Related Articles

Updated Current Affairs Ebook AD
Solved Previous Year Questions for Competitive Exams AD

Connect with Us

WhatsApp