প্রাইমারিতে সুযোগ পাবে B.Ed প্রার্থীরাও

প্রাইমারিতে সুযোগ পাবে B.Ed প্রার্থীরাও

NCTE -এর পক্ষ থেকে প্রকাশিত হল নতুন নিয়ম।  এবার প্রাথমিক বিদ্যালয়ে চাকরির জন্য B.Ed প্রার্থীদের ‘ব্রিজ কোর্স’ করানো হবে। TET পরীক্ষায় উত্তীর্ণ যে সকল প্রার্থীর B.Ed-এর রয়েছে, কিংবা B.Ed ডিগ্রি নিয়ে যারা শিক্ষকতা করছেন, মূলত তাদের প্রত্যেককেই এই ছ-মাসের প্রশিক্ষণ বা ‘ব্রিজ কোর্স’-টি করানো হবে। দীর্ঘ দিন ধরে এই ‘ব্রিজ কোর্স’-এর প্রশিক্ষণ দেওয়ার দাবি উঠছিল প্রার্থীদের তরফ থেকে। এ বার সেই নিয়েই কমিটি গঠন করল National Council for Teacher Education (NCTE)। সুপ্রিম কোর্ট অনেক আগেই এই ‘ব্রিজ কোর্স’-এর প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু এবার সেই নির্দেশ মেনেই কমিটি গঠন করা হল NCTE

এই ‘ব্রিজ কোর্স’-এর ঠিক কী কী পাঠ্যক্রম হবে, সেটি স্থির করার জন্যই ছয় সদস্যের কমিটি গঠন করেছে NCTE। সেই গঠন করা কমিটির মধ্যে রয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মণীশ ওয়াধওয়া, কল্যাণী আকালামকাম, হায়দরাবাদের মৌলানা আজাদ উর্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম ভানাজা, এনসিইআরটি-র ঊষা শর্মা, এনসিটিইর সিনিয়র অ্যাকাডেমিক কনসালট্যান্ট আশা সুন্দরম প্রমুখ। এই বিজ্ঞপ্তিতে NCTE জানিয়েছে, ৩০ দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে হবে। সমস্ত রাজ্যকে NCTE-র এই নির্দেশে মান্যতা দিতে হবে বলে জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে। ৯ জানুয়ারি একটি মামলায় NCTE সুপ্রিম কোর্টকে জানিয়েছিল, শিক্ষা মন্ত্রকের সঙ্গে বৈঠকের পরে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।  সেই বৈঠকের পরেই কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে NCTE

প্রাথমিকের শিক্ষক হতে গেলে D.Ed বা D.El.Ed কোর্স করতে হয়।  নিয়ম অনুযায়ী, B.Ed প্রশিক্ষিতরা প্রাথমিকের শিক্ষক পদে চাকরি পাবেন। তবে তাঁদের চাকরি পাওয়ার এক বছরের মধ্যে একটি ছ’মাসের ‘ব্রিজ কোর্স’ করতে হয়। কারণ, B.Ed প্রশিক্ষণ উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকতার জন্য। দীর্ঘ দিন ধরে B.Ed করে আসা প্রাথমিক শিক্ষকদের এই ‘ব্রিজ কোর্স’ করানোর দাবি উঠছিল। এ রাজ্যে তা বহু বছর ধরে বন্ধ ছিল বলে অভিযোগ। সেই নিয়ে ২০২৩ সালে প্রাথমিকের একটি মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টে রিপোর্ট জমা দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এ বার তা চালু করছে NCTE। এই প্রশিক্ষণ নিলে শিক্ষকদের বেতনের হারও বৃদ্ধি পাবে।

দেখে নিন এই কোর্সের ফলে কারা কারা উপকার পাবেন?

  • প্রথমত , ২০২২ সালের WB Praimary TET পাস করা পরীক্ষার্থীরা ।
  • দ্বিতীয়ত , ২০১৭ সালে যারা B.Ed ডিগ্রি নিয়ে শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন তারা বিশেষভাবে উপকৃত হবেন।
  • তৃতীয়ত, রেলের স্কুলে শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে , তাতে প্রাইমারী শিক্ষকদের জন্য B.Ed দেরকে বসার সুযোগ দেওয়া হয়েছে, সুতরাং তারাও এর দ্বারা উপকৃত হবে।
  • সুতরাং, আগামী দিনে B.Ed পাস করা পরীক্ষার্থীরা প্রাইমারীতে বসার সুযোগ পাবেন ।

জানুন এই ব্রিজ কোর্সটি কারা করতে পারবেন ?

  • B.Ed করা প্রার্থীরা প্রাইমারী বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিযুক্ত হবার পরে তবেই এই ৬ মাসের ব্রিজ কোর্সটি করতে পারবেন।
  • অর্থাৎ B.Ed করা প্রার্থীরা এবার থেকে প্রাইমারীতে বসার সুযোগ পাবেন , পরীক্ষায় পাস করলে সে ইন্টারভিউতে বসতে পারবে এবং শিক্ষক হিসেবে নিযুক্তও হতে পারবেন এবং তার পরে এই ব্রিজ কোর্সটি করে নেবেন।
  • B.Ed করার পরেই এই কোর্স করা যাবে না।

Downloads

NCTE New Guidelines

NET Paper 1 and Paper 2 Batch AD

Connect with Us