এবার লক্ষ্য ত্রিপুরা জয়

এবার লক্ষ্য ত্রিপুরা জয়

অধ্যাপক হওয়া যাদের স্বপ্ন তারা সেই স্বপ্নকে সফল করার জন্য বিভিন্ন সময়ে অনুষ্ঠিত নানা যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন। সহকারী অধ্যাপক পদে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (TPSC) সম্প্রতি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিটি যারা ত্রিপুরার বিভিন্ন কলেজগুলিতে সহকারী অধ্যাপক পদের জন্য চাকরিপ্রার্থী তাদের জন্য নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ। 

ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন প্রতিবছর নিয়মিতভাবে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য নানা নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে থাকে, যার মধ্যে সহকারী অধ্যাপক পদের নিয়োগ প্রক্রিয়াটিও অন্তর্ভুক্ত রয়েছে।

TPSC Assistant Professor Recruitment: Official Notification

ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গত ৩০/০১/২০২৫ তারিখে ০৫/২০২৫নং বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যার মাধ্যমে স্পষ্টভাবে বলা রয়েছে ত্রিপুরার সরকারি কলেজগুলিতে সহকারী অধ্যাপক পদে খুব শীঘ্রই কর্মী নিয়োগ করা হবে।আলোচ্য বিজ্ঞপ্তিটিতে নিয়োগ প্রক্রিয়া, যোগ্যতার শর্তাবলী, শূন্যপদ সংখ্যা এবং অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে। 

TPSC Assistant Professor Recruitment: Overview

TPSC অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন সহকারী অধ্যাপক পদের জন্য মোট ২০১টি শূন্যপদ ঘোষণা করেছে। সরকারী নিয়মাবলি অনুযায়ী এই শূন্যপদের সংখ্যাগুলিও সংরক্ষণের নিয়মে বিভাজিত করা হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে শুধুমাত্র ভারতীয়রাই এই চাকরির জন্য আবেদন করতে পারবে। 

ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন ২০২৫ সালের জন্য সহকারী অধ্যাপক পদের নিয়োগ ঘোষণা করেছে। এই নিয়োগটি সরকারি কলেজগুলিতে শিক্ষা (উচ্চ) বিভাগের অধীনস্থ প্রথম সারির অর্থাৎ এ গেজেটেড পদ। এই পদটি ৭ম পে কমিশনের নিয়ম অনুযায়ী  লেভেল-10-এর অন্তর্ভুক্ত।

এ বছর TPSC সহকারী অধ্যাপক নিয়োগের জন্য দুটি ধাপের নির্বাচন প্রক্রিয়া থাকবে, যেখানে প্রার্থীদের কোনো নির্বাচনী পরীক্ষা দিতে হবে না। নির্বাচন প্রক্রিয়া অন্তর্ভুক্ত:

  • API মাধ্যমে যোগ্য প্রার্থীদের শর্টলিস্ট করা
  • ইন্টারভিউ পরীক্ষা

নিচে একটি সারণির সাহায্যে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হল।

TPSC Assistant Professor Recruitment 2025

পরিচালন সংস্থা

 Tripura Public Service Commission

পদ 

সহকারী অধ্যাপক

শূন্যপদ

২০১

বিজ্ঞপ্তির নম্বর

05/2025

পরীক্ষার প্যাটার্ন 

  • API Screening

  • Interview

অ্যাপ্লিকেশন মোড 

অনলাইন

অ্যাপ্লিকেশন তারিখ

11/02/2025-07/03/2025

অফিসিয়াল ওয়েবসাইট

TPSC Assistant Professor Recruitment: গুরুত্বপূর্ণ তারিখ 

ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তারিখ প্রকাশ করেছে। দেখে নিন এই পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখগুলি। 

TPSC Assistant Professor Important Dates 

আবেদন শুরুর তারিখ 

11/02/2025

আবেদন শেষের তারিখ 

07/03/2025

অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ 

 Released Soon

পরীক্ষার তারিখ

Released Soon

TPSC Assistant Professor Recruitment: ভ্যাকেন্সি লিস্ট 

সহকারী অধ্যাপকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার সঙ্গে সঙ্গে বিস্তারিতভাবে একটি ভ্যাকেন্সি লিস্টও প্রকাশ করেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। দেখে নিন কোন কোন বিষয়ে কত কত শূন্যপদ রয়েছে।

TPSC Assistant Professor Subject-wise Vacancy List

বিষয়

ভ্যাকেন্সি

বিষয়  

ভ্যাকেন্সি

Bengali

09

Mathematics

15

English 

10

Statics

03

Education

12

Human Physiology

14

History

11

Zoology

15

Pol Science

14

Botany

11

Philosophy

14

Commerce

09

Sanskrit

13

Physical Education

08

Economics

06

ETCE

01

Psychology

03

EVS

05

Hindi

02

Geography

02

Physics

12

Defence Studies

01

Chemistry

10

Sociology

01

Total Subjects= 24

Total Vacancy= 201

TPSC Assistant Professor Recruitment: যোগ্যতার মানদণ্ড 

ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন সহকারী অধ্যাপক পদের জন্য কি কি যোগ্যতা স্থির করেছে দেখে নিন-  

শিক্ষাগত যোগ্যতা: সাধারণভাবে,

  • উল্লিখিত বিষয়ে নূন্যতম ৫৫ % নম্বর সহ স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে।
  • সেই সঙ্গে UGC / CSIR NET কিংবা SLET / SET পাসের সার্টিফিকেট থাকতে হবে ।

অথবা

  • Ph.D ডিগ্রি থাকতে হবে ।

বয়সসীমা: সাধারণভাবে, প্রার্থীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে, তবে সরকারি নিয়মে সংরক্ষিত শ্রেণির জন্য বয়সের ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ SC/ST/PH-এর জন্য বয়সে ৫ বছর পর্যন্ত ছাড় দেওয়া রয়েছে। 

TPSC Assistant Professor Age Limit

জেনারেল ক্যাটাগরি


২১-৪০

সংরক্ষিত ক্যাটাগরি

২১-৪৫

TPSC Assistant Professor Recruitment: নির্বাচন প্রক্রিয়া

  • দুটি ধাপে নিয়োগ হবে ।
  • লিখিত পরীক্ষা হবে না ।
  • প্রথমে ১০০ নম্বরের API ( Academic Performance Indicator ) এর ভিত্তিতে প্রার্থী শর্ট লিস্ট করা হবে ।
  • এরপর ১৫ নম্বরের ইন্টারভিউ হবে । ( 15% of 100)
  • ১০০ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে ।

API কি?

একাডেমিক পারফরম্যান্স ইন্ডিকেটর (এপিআই) স্কোর হল চাকুরিজীবীদের পদোন্নতি/নিয়োগের জন্য UGC প্রবিধানের অধীনে একটি সিস্টেম, যা তিনটি বিভাগে বিভক্ত: শিক্ষাদান, শিক্ষা ও মূল্যায়ন। যার মধ্যে লেকচার, মেন্টরিং এবং পরীক্ষার দায়িত্ব রয়েছে; গবেষণা ও একাডেমিক অবদান, গবেষণাপত্র, বই, প্রকল্প এবং পিএইচডি নির্দেশিকা কভার করে; এবং পেশাগত উন্নয়ন, সম্মেলন, কর্মশালা এবং প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ যোগদান করতে সাহায্য করে।

TPSC Assistant Professor Recruitment: আবেদন প্রক্রিয়া

ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তির নির্দেশিকা অনুযায়ী অনলাইন বা অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। এতে সাধারণত একটি আবেদনপত্র পূরণ করতে হবে এবং তা প্রয়োজনীয় ডকুমেন্ট (যেমন শিক্ষাগত শংসাপত্র, বয়সের প্রমাণ ইত্যাদি) সহ জমা দিতে হবে।

Step 1: প্রথমে এই লিঙ্কে যেতে হবে।

Step 2: এরপর Registration করতে হবে।

Step 3 : তারপর Application Form টি ফিলাপ করতে হবে।

Step 4: এরপর Upload documents এ গিয়ে ডকুমেন্ট আপলোড করতে হবে।

Step 5:  ডকুমেন্ট আপলোডের পরে Fees Payment করতে হবে।

Step 6: সবশেষে Print out the application করতে হবে।

এরপর নির্দিস্ট ঠিকানায় সেটিকে পাঠিয়ে দিতে হবে। ঠিকানাটি নিচে দেওয়া হল-

Tripura Public Service Commission Address

Secretary, TPSC, Agartala, PIN-799001

TPSC Assistant Professor Recruitment: আবেদন মূল্য 

দেখে নিন এই পদে আবেদন করার জন্য কত আবেদন মূল্য প্রয়োজন-

জেনারেল- ৪০০ টাকা

SC/ST/PH- ৩৫০ টাকা

TPSC Assistant Professor Recruitment বেতন স্কেল

সহকারী অধ্যাপকদের জন্য বেতন স্কেল সাধারণত ১৫,৬০০ – ৩৯,১০০ হয়ে থাকে। এর সঙ্গে সরকারী নিয়ম অনুসারে প্রাপ্ত নানা ধরনের ভাতা বা অ্যালায়েন্স গুলিও পাবেন আলোচ্য পদের পদাধিকারীকেরা ।

TPSC Assistant Professor Recruitment ইন্টারভিউ গাইড

জ্ঞানের পরিধির সম্পর্কে ধারণা– বিষয় সম্পর্কিত মূল ধারণা, শিক্ষায় সাম্প্রতিক প্রবণতা এবং গবেষণার উপর ফোকাস করুন এবং নিজের জ্ঞানের পরিধি সম্পর্কে নিশ্চিত হন।

 টিচিং ডেমো প্র্যাকটিস– এই পদের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ইন্টারভিউ রয়েছে, সেখানে আপনার দক্ষতার পরিচয় নেওয়ার জন্য টিচিং ডেমো দিতে বলতেই পারে। তাই আগে থেকে এই অনুশীলন করে নিজের দক্ষতা বাড়িয়ে তুলুন, ক্লাসরুমকে আকর্ষণীয় করুন এবং ছাত্র-বান্ধব হন।

 গবেষণার বিষয়ে প্রস্তুত থাকুন– আপনার থিসিস এবং গবেষণা লক্ষ্য ব্যাখ্যা করতে প্রস্তুত থাকুন।

শিক্ষার প্রবণতা সম্পর্কে আপডেটড থাকুন – NEP 2020, শিক্ষায় AI এবং বিভিন্ন নীতির পরিবর্তন সম্পর্কে পড়ুন এবং নিজের জানার পরিধিকে বাড়িয়ে তুলুন।

মক ইন্টারভিউ দিয়ে অনুশীলন করুন– মক ইন্টারভিউ দিয়ে কাঠামোগত উত্তর এবং প্যানেল প্রশ্নগুলির সম্পর্কে জেনে নিন।

আত্মবিশ্বাসী এবং পেশাদারী হন– নিজের বাচনভঙ্গিতে একটি ইতিবাচক মনোভাব বজায় রাখুন। নিজের বাক্যালাপে পেশাদারিত্ব বজায় রাখুন। 

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQs)

১) TPSC সহকারী অধ্যাপক নিয়োগের জন্য মোট শূন্য পদের সংখ্যা কত?

TPSC সহকারী অধ্যাপক নিয়োগে ২৪টি বিভিন্ন বিষয়ে সংরক্ষিত আসন সহ মোট ২০১টি শূন্যপদ রয়েছে।

২) শূন্যপদগুলি কীভাবে ক্যাটাগরির ভিত্তিতে ভাগ করা হয়েছে?

  • সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য ৮৭টি শূন্যপদ
  • তফসিলি জাতি (এসসি) প্রার্থীদের জন্য ২৪টি শূন্যপদ
  • তফসিলি উপজাতি (এসটি) প্রার্থীদের জন্য ৯০টি শূন্যপদ

৩) TPSC সহকারী অধ্যাপক নিয়োগের জন্য যোগ্যতার মানদণ্ড কী কী?

যোগ্যতার মানদণ্ডের মধ্যে একটি হল শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রাসঙ্গিক বিষয়ে ৫৫% শতাংশ নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সেই সঙ্গে NET/SET/SLET পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শংসাপত্র থাকতে হবে। এই পদের জন্য আবেদন করার আগে প্রার্থীদের নির্দিস্ট বয়সসীমাও জেনে নিতে হবে।

৪) আমি কিভাবে TPSC সহকারী অধ্যাপক পদের জন্য আবেদন করব?

প্রার্থীদের অফিসিয়াল TPSC ওয়েবসাইটে ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশন (OTPR) সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে, তারা পোস্টের জন্য তাদের আবেদন জমা দেওয়ার জন্য একটি ব্যবহারকারী আইডি পাবেন। প্রার্থীদেরও ডাক মাধ্যমে তাদের আবেদন জমা দিতে হবে।

৫) ত্রিপুরা সহকারী অধ্যাপক পদে আবেদন করার জন্য কি স্থায়ী রেসিডেন্সি সার্টিফিকেট প্রয়োজন?

হ্যাঁ, এই পদের জন্য প্রার্থীদের তাদের স্থায়ী বসবাসের শংসাপত্র জমা দিতে হবে।

৬) নথি জমা দেওয়ার শেষ তারিখ কি?

নথি জমা দেওয়ার সময়সীমা 21শে মার্চ 2025।

৭) কীভাবে আরও প্রশ্নের জন্য TPSC-এর সঙ্গে যোগাযোগ করতে পারা যায়?

যেকোনো অতিরিক্ত প্রশ্নের জন্য, আপনি TPSC হেল্পডেস্ক নম্বর বা ইমেলের সাথে যোগাযোগ করতে পারেন।

tpsc assistant professor
tpsc assistant professor recruitment
tripura assistant professor
NET Paper 1 and Paper 2 Batch AD

Connect with Us