জেনে নিন এক নজরে WB MSC পরীক্ষা ২০২৪-এর উত্তরপত্র সহ প্রশ্নপত্র

জেনে নিন এক নজরে WB MSC পরীক্ষা ২০২৪-এর উত্তরপত্র সহ প্রশ্নপত্র

প্রকাশিত হল WB MSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন পরিচালিত SLST পরীক্ষার ফলাফল। কমিশন অ্যাসিস্ট্যান্ট টিচার পদে অস্থায়ী রূপে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ২০২৩ সালে। মোট ১৭২৯ টি শূন্যপদে নিয়োগ হবে তেমন কথাই জানা গিয়েছিল অফিসিয়াল ওয়েবসাইট থেকে।  আলোচ্য পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল মার্চ মাসে। এই পরীক্ষার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলি জেনে নেওয়া যাক-

WB MSC পরীক্ষার ওভারভিউ 

রিক্রুটিং বডি

ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন (WB MSC) 

পরীক্ষার নাম 


MSC SLST

পোস্ট 

অ্যাসিস্ট্যান্ট টিচার

শূন্যপদ 

১৭২৯

অ্যাপ্লিকেশন মোড 

অনলাইন 

পরীক্ষার মোড 

অফলাইন

যোগ্যতার মানদণ্ড

একনজরে দেখে নেওয়া যাক এই পরীক্ষার ক্ষেত্রে যোগ্যতার মানদণ্ড কি ছিল

শিক্ষাগত যোগ্যতা

WBMSC অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট 2023 এ আবেদন করতে হলে কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন ছিল সেগুলি নিচে বিস্তারিতভাবে দেওয়া হল। বিভিন্ন পদানুযায়ী বিভিন্ন ধরনের যোগ্যতা ছিল। আগ্রহী প্রার্থীরা WBMSC অ্যাসিস্ট্যান্ট টিচারের শিক্ষাগত যোগ্যতা  সম্পর্কে প্রদত্ত  বিবরণ থেকে জেনে নিন বিস্তারিত।

I – IV -এর জন্য  আন্ডার গ্র্যাডুয়েট শিক্ষক–  NCTE দ্বারা যথাযথভাবে স্বীকৃত D.EL.ED./B.ED এর সাথে ৫০% নম্বরের সাথে একটি নির্বাচনী বিষয় হিসেবে আরবি সহ মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পাস।

V-VIII-এর ক্লাসের জন্য স্নাতক শিক্ষক– B.Ed সহ ৫০% নম্বর নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস অথবা ২৯ জুলাই ২০১১ এর আগে B.Ed সহ ৪৫% নম্বর নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস করতে হবে।

IX-X -এর ক্লাসের জন্য স্নাতক শিক্ষক– B.Ed সহ ৫০% নম্বর নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস অথবা ২৯ জুলাই ২০১১ এর আগে B.Ed সহ ৪৫% নম্বর নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস করতে হবে।

XI-XII-এর ক্লাসের জন্য স্নাতকোত্তর শিক্ষক– B.Ed সহ ৫০% নম্বর নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস অথবা ২৯ জুলাই ২০১১ এর আগে B.Ed সহ ৪৫% নম্বর নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস করতে হবে।

বয়সসীমা

I-IV ক্লাসের জন্য আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষক

সর্বনিম্ন বয়স – ২১ বছর
সর্বোচ্চ বয়স- ৪০ বছর

V- VIII ক্লাসের জন্য স্নাতক শিক্ষক

সর্বনিম্ন বয়স – ২১ বছর
সর্বোচ্চ বয়স- ৪০ বছর

IX-X -এর ক্লাসের জন্য স্নাতক শিক্ষক

সর্বনিম্ন বয়স – ২১ বছর
সর্বোচ্চ বয়স- ৪০ বছর

XI-XII-এর ক্লাসের জন্য স্নাতকোত্তর শিক্ষক

সর্বনিম্ন বয়স – ২১ বছর
সর্বোচ্চ বয়স- ৪০ বছর

পরীক্ষার প্যাটার্ন

WB MSC অ্যাসিস্ট্যান্ট টিচারের পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন ক্লাসের ভিত্তিতে পরীক্ষার প্যাটার্নও ভিন্ন ছিল। এটি প্রার্থীদের অধ্যয়নের সময়সূচী পরিকল্পনা করা উচিত তা জানতে সাহায্য করবে। WBMSC অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগে আবেদনকারী প্রার্থীদের প্রস্তুতির সুবিধার্থে বিষয়ভিত্তিক নম্বর অনুযায়ী সমস্ত তথ্য নিম্নে প্রদান করা হল-

I-IV-এর জন্য পরীক্ষার প্যাটার্ন

চাইল্ড ডেভলপমেন্ট অ্যান্ড পেডাগজি 

৩০

ল্যাংগুয়েজ ১

৩০

ল্যাংগুয়েজ ২

৩০

সাবজেক্ট টেস্ট 

৩০

এনভায়রমেন্টাল স্টাডিজ 

৩০

মোট 

১৫০

মেইন পরীক্ষার জন্য

মেইন পরীক্ষা ( OMR- MCQ) 

৯০ নম্বর 

V-VIII-এর জন্য পরীক্ষার প্যাটার্ন

চাইল্ড ডেভলপমেন্ট অ্যান্ড পেডাগজি 

৩০

ল্যাংগুয়েজ ১

৩০

ল্যাংগুয়েজ ২

৩০

আরবি/ অ্যাডভান্স আরবি থিওরি 

৬০

মোট 

১৫০

মেইন পরীক্ষার জন্য

মেইন পরীক্ষা ( OMR- MCQ) 

৯০ নম্বর 

IX-X-এর জন্য পরীক্ষার প্যাটার্ন

মেইন পরীক্ষা ( OMR- MCQ) 

৯০ নম্বর 

XI-XII-এর জন্য পরীক্ষার প্যাটার্ন

মেইন পরীক্ষা ( OMR- MCQ) 

৯০ নম্বর 

WB MSC Answerkey 

গত ২০.১২.২৪ তারিখে আলোচ্য পরীক্ষা অর্থাৎ WB MSC-এর আনসার কী প্রকাশিত হয়েছে। কমিশন এই পরীক্ষার স্কোরকার্ডটি প্রকাশ করেছে ২১.১২.২৪ তারিখ। WB   এই আর্টিকেলে উত্তরপত্র সহ পরীক্ষার প্রশ্নপত্র প্রদান করা হল। নিজেদের বিষয় অনুসারে আনসার কী-টি ডাউনলোড করে দেখতে পারেন।

WB MSC Answerkey 

WB MSC SLST SANSKRIT Provisional Answer Key

WB MSC SLST BENGALI IX-X Provisional Answer Key

WB MSC SLST BENGALI XI-XII Provisional Answer Key

WB MSC SLST HISTORY IX-X Provisional Answer Key

WB MSC SLST HISTORY XI-XII Provisional Answer Key

WB MSC SLST GEOGRAPHY IX-X  Provisional Answer Key

WB MSC SLST PHILOSOPHY Provisional Answer Key

WB MSC SLST EDUCATION Provisional Answer Key

wb msc answerkey
wb msc exam
wb msc exam 2024
wb msc question paper
NET Paper 1 and Paper 2 Batch AD

Connect with Us