প্রতিযোগিতামূলক পরীক্ষায় Daily Current Affairs Questions গুরুত্বপূর্ণ হওয়ার কিছু প্রধান কারণ নিচে উল্লেখ করা হলো:
এক্সাম প্যাটার্নে পরিবর্তন: অধিকাংশ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রে সাম্প্রতিক ঘটনা বা বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়। পরীক্ষার সিলেবাসে ঐতিহাসিক এবং বর্তমান বিষয়গুলি যেমন নতুন আইন, আন্তর্জাতিক সম্পর্ক, উন্নয়ন প্রকল্প, বা রাষ্ট্রীয় সিদ্ধান্ত ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে।
পরীক্ষায় প্রশ্ন আসে: সরকারি চাকরি, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, ব্যাংক পরীক্ষা, UPSC, WBCS ইত্যাদি প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে প্রায়ই Daily Current Affairs Questions থেকে প্রশ্ন আসে। যেমন, দেশের এবং বিশ্বে ঘটে যাওয়া রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত এবং বৈশ্বিক উন্নয়ন সম্পর্কিত ঘটনাবলী।
প্রতিযোগিতার তীব্রতা: বর্তমানে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিপুল সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হলে আপনাকে সাধারণ জ্ঞানের পাশাপাশি Daily Current Affairs Questions-এও পারদর্শী হতে হবে।
দেখে নিন ২৬ মে ২০২৫ এর Daily Current Affairs Questions
১) International Day to End Obstetric Fistula observed on which day?
আন্তর্জাতিক প্রসূতি ফিস্টুলা দিবস কোন দিনে পালিত হয়?
a)22nd May
b)23rd May
c)24th May
d)25th May
উত্তর- b)23rd May
২) How many government nominees are included in the Payments Regulatory Board (PRB) for the first time?
প্রথমবারের মতো পেমেন্টস রেগুলেটরি বোর্ডে (PRB) কতজন সরকারি মনোনীত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে?
a)1
b)2
c)3
d)4
উত্তর- c)3
৩) TOURISE Platform launched by which country?
কোন দেশ TOURISE প্ল্যাটফর্ম চালু করেছে?
a)Qatar
b)Kuwait
c)UAE
d)Saudi Arabia
উত্তর- d)Saudi Arabia
৪) Which organization launched the Yashoda AI program?
কোন সংস্থা যশোদা এআই প্রোগ্রাম চালু করেছে?
a)NCW
b)NITI Aayog
c)MeiTY
d)MoF
উত্তর- a)NCW
৫) Where will Wings India 2026 be held?
উইংস ইন্ডিয়া ২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে?
a)Mumbai
b)Hyderabad
c)Chennai
d)Kolkata
উত্তর- b)Hyderabad
৬) Where is the headquarters of MPEDA located?
MPEDA-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
a)Kochi
b)Pune
c)Malegaon
d)Indore
উত্তর- a)Kochi
৭) Where was the Rising North East Investors Summit 2025 held?
২০২৫ সালের রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টরস সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
a)Imphal
b)Itanagar
c)Aizawl
d)Bharat Mandapam, New Delhi
উত্তর- d)Bharat Mandapam, New Delhi
৮) What percentage is the Contingent Risk Buffer (CRB) set at for FY25?
FY25 এর জন্য কন্টিনজেন্ট রিস্ক বাফার (CRB) কত শতাংশ নির্ধারণ করা হয়েছে?
a)7%
b)6.5%
c)7.5%
d)8.5%
উত্তর- c)7.5%
৯) Who won the 2024-25 Serie A title?
২০২৪-২৫ সেরি এ শিরোপা কে জিতেছে?
a)Inter Milan
b)COMO
c)Juventus
d)Napoli
উত্তর- d)Napoli
১০) Which of the following is not a theme under the “Ideas4LiFE” initiative?
“Ideas4LiFE” উদ্যোগের আওতায় নিচের কোনটি একটি থিম নয়?
a)Save Energy
b)Save Trees
c)Say No to Single-Use Plastic
d)Reduce E-Waste
উত্তর- b)Save Trees
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...