CSIR-এর অন্যতম বিভাগ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টক্সিকোলজি রিসার্চ (CSIR IITR), লখনউ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (JSA) পদের জন্য 10 টি শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই কারণেই তারা যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা CSIR-ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টক্সিকোলজি রিসার্চ (CSIR IITR) এর অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন।
আপনি যদি CSIR IITR জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে আগ্রহী হন, তাহলে বিস্তারিত জেনে নিন এই চাকরিটির সম্পর্কে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং অন্যান্য বিবরণ সংক্ষেপে নীচে দেওয়া হল –
নিয়োগ সংস্থা | CSIR IITR |
পদের নাম | JSA |
শূন্যপদ | ১০ |
আবেদন মোড | অনলাইন |
শেষ তারিখ | ১৯/০৩/২০২৫ |
অফিসিয়াল ওয়েবসাইট |
দেখে নিন CSIR IITR এর JSA পদে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন দেখে নিন
CSIR-ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টক্সিকোলজি রিসার্চ বিভাগে JSA পদে আবেদন করতে গেলে প্রার্থীদের উচ্চমাধ্যমিক পাস করতে হবে। সেই সঙ্গে টাইপিং – এ দক্ষ হতে হবে।
দেখুন এপ্রিল মাসের ১০ টি সেরা চাকরির খোঁজ!
আলোচ্য পরীক্ষা দিতে গেলে বয়সসীমা ১৮- ২৮ বছর হতে হবে। তবে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের শিথিলতা রয়েছে।
এই পদে চাকরির জন্য বেতন কাঠামো আনুমানিক 19,900 –63,200 টাকা।
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের ১৭ ফেব্রুয়ারী, ২০২৫ থেকে ১৯ মার্চ, ২০২৫ এর মধ্যে CSIR IITR এর অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে হবে। প্রার্থীদের তাদের ছবি, স্বাক্ষরের স্ক্যান কপি এবং উল্লেখিত নথিপত্রও আপলোড করতে হবে।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...