Daily Current Affairs Questions: জানুন ১৭ মার্চের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর

Daily Current Affairs Questions: জানুন ১৭ মার্চের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর

Daily Current Affairs Questions -এর আপডেট প্রতিদিন কেন রাখা উচিত দেখুন

১. জাতীয় এবং আন্তর্জাতিক খবর জানানো: প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদেরকে দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, এবং সমাজের বর্তমান অবস্থা সম্পর্কে সচেতন করে তোলে। এটি আমাদের স্থানীয় ও বৈশ্বিক পরিস্থিতি বুঝতে সাহায্য করে।

২. চাকরির পরীক্ষায় সহায়ক: বিভিন্ন সরকারি চাকরি এবং বিশ্ববিদ্যালয় পরীক্ষায় সাধারণ জ্ঞান এবং বর্তমান বিষয়ের ওপর প্রশ্ন থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়মিত পড়লে পরীক্ষায় ভাল ফলাফলের সম্ভাবনা বেড়ে যায়।

৩. সামাজিক আলোচনায় অংশগ্রহণ: খবর জানলে আমরা সমাজের বিভিন্ন আলোচনায় অংশ নিতে পারি। এটি আমাদের ব্যক্তিগত এবং পেশাদার জীবনেও সাহায্য করে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের মাধ্যমে আমরা নতুন ধারনা এবং চিন্তাভাবনা লাভ করি।

৪. গণমাধ্যমের প্রতি সচেতনতা বৃদ্ধি: প্রতিদিনের খবর আমাদের গণমাধ্যমের প্রতি আরও সচেতন করে তোলে এবং আমরা জানতে পারি কোন তথ্য সত্যি, কোনটি মিথ্যা, এবং কীভাবে সংবাদ আমাদের মতামত প্রভাবিত করতে পারে।

৫. দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত গ্রহণে সহায়ক: কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে, যেমন রাজনীতি, অর্থনীতি, বা সামাজিক সমস্যা নিয়ে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করি, তা আমাদের পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী হতে পারে।

পড়ুন আজকের অর্থাৎ ১৭ মার্চ ২০২৫-এর Daily Current Affairs Questions-

১) World Rotaract Day 2025 is celebrated on ________.

বিশ্ব রোটার্যাক্ট দিবস ২০২৫ ________ তারিখে পালিত হয়।

a)March 11

b)March 14

c)March 13

d)March 15

উত্তর- c)March 13

২) Syed Abid Ali, a former Indian cricketer, passed away at the age of __________.

সৈয়দ আবিদ আলী, একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, ________ বছর বয়সে মারা গেছেন।

a)85

b)83

c)86

d)89

উত্তর- b)83

৩) Tejas Fighter Jet Successfully Test Fires Air-to-Air Astra Missile in ________.

________-তে তেজস যুদ্ধবিমান সফলভাবে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য অ্যাস্ট্রা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

a)Tamil Nadu

b)Andhra Pradesh

c)Odisha

d)Maharashtra

উত্তর- c)Odisha

৪) Moody’s Upgrades India’s GDP Growth to Exceed ______% for FY26.

মুডি’স ভারতের জিডিপি প্রবৃদ্ধি FY26-এর জন্য ______% ছাড়িয়েছে।

a)6.3

b)6.5

c)6.7

d)6.9

উত্তর- b)6.5

৫) _____ Introduced Framework for Recognising SROs for AA Ecosystem.

_____ AA ইকোসিস্টেমের জন্য SRO স্বীকৃতির জন্য কাঠামো চালু করা হয়েছে।

a)SBI

b)RBI

c)Central Government

d)NPCI

উত্তর- b)RBI

                                                   

৬) Rotary International (RI) has seen in new recently. RI was established in ________.

রোটারি ইন্টারন্যাশনাল (RI) সম্প্রতি নতুনভাবে দেখা দিয়েছে। RI প্রতিষ্ঠিত হয়েছিল ________ সালে।

a)1912

b)1905

c)1920

d)1925

উত্তর- b)1905

৭) World Kidney Day has celebrated this year on March _______.

এই বছর বিশ্ব কিডনি দিবস _______ মার্চ পালিত হয়েছে।

a)14

b)13

c)15

d)11

উত্তর- b)13

৮) All municipal corporations will turn _______ state into solar cities

সমস্ত পৌর কর্পোরেশন _______  রাজ্যকে সৌর শহরে পরিণত করবে

a) Uttar Pradesh

b) Madhya Pradesh

c) West Bengal

d) Odisha

উত্তর- a) Uttar Pradesh

৯) The first joint working group on agriculture was held

কৃষি বিষয়ক প্রথম যৌথকর্মী গোষ্ঠী অনুষ্ঠিত হল

a) Between India and America

b) Between India and Pakistan

c) Between India and Chile

d) Between India and China

উত্তর- c) Between India and Chile

১০)Won WPL title for the second time by defeating Delhi Capitals

Delhi capitals কে হারিয়ে দ্বিতীয়বার WPL টাইটেল জিতল

a) Kolkata Knight Riders

b) Rajasthan Royals

c) Chennai Super Kings

d) Mumbai Indians

উত্তর- d) Mumbai Indians

Downloads

Daily Current Affairs Questions 17th March 2025

Related Articles

Updated Current Affairs Ebook AD
Solved Previous Year Questions for Competitive Exams AD

Connect with Us

WhatsApp