সহজে হিন্দি শিখুন BSSEI-এর ফ্রি গাইডবুক ব্যবহার করে

সহজে হিন্দি শিখুন BSSEI-এর ফ্রি গাইডবুক ব্যবহার করে

হিন্দি ভারতবর্ষের প্রধানতম প্রচলিত ভাষাগুলির মধ্যে একটি। ভারতের বিভিন্ন অঞ্চলেও তাই এই ভাষার প্রভাব অনেক বেশি। আবার বর্তমানের বহু পরীক্ষার ক্ষেত্রেও হিন্দি ভাষার প্রয়োজন হয়। সারা ভারত জুড়ে যে পরীক্ষাগুলি অনুষ্ঠিত হয় তার প্রশ্ন হিন্দিতেই আসে। দেখে নিন হিন্দি জানার প্রয়োজনীয়তা-

পড়ার ক্ষেত্রে– সবার প্রথমে হিন্দি পড়তে জানা খুব দরকার। কারণ বর্তমান ভারতবর্ষের বহু অঞ্চলে বিশেষত, উত্তর ভারতে এখনও ইংরেজিতে সাইন বোর্ড বা রাস্তার নাম লেখা হয় না। হিন্দি জানা থাকলে সেই সকল স্থানে গেলে খুব সহজেই হিন্দি পড়তে পারবে, কারোর  সাহায্য ছাড়াই। এছাড়া যদি কোনো পরীক্ষার প্রশ্ন শুধু মাত্র হিন্দিতে আসে কিংবা হিন্দি ভাষা যদি আবশ্যক হয় আর কোনো সমস্যায় পড়তে হবে না।

লেখার ক্ষেত্রে– পরীক্ষার ক্ষেত্রে যদি প্রশ্ন হিন্দিতে আসে অথবা হিন্দি যদি আবশ্যক পেপার হয় তাহলে অবশ্যই হিন্দি লিখতে জানতে হবে। হিন্দি পাঠে অসুবিধা হলে অনেক সময় কারোর সাহায্য পেলেও লেখার ক্ষেত্রে হিন্দি ভাষা না জানলে অন্য কারোর কোনো রকম সাহায্যই পাওয়া যায় না।

বলার ক্ষেত্রে– হিন্দি বলার ক্ষেত্রে যদি দক্ষতা না থাকে তাহলে হিন্দি ভাষা ভাষীদের সঙ্গে কোনোভাবেই কমিউনিকেট করা যায় না। এই কমিউনিকেশন গ্যাপের ফলে বক্তা এবং শ্রোতা উভয়কেই সমস্যার সম্মুখীন হতে হয়।

মূলত এই তিনটি কারণেই হিন্দি ভাষা শেখা অত্যন্ত জরুরি।

বর্তমানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং শিক্ষাদানের পরীক্ষা দেওয়ার ( EMRS, BPSC, CTET)  ক্ষেত্রে  হিন্দি ভাষা জানা আবশ্যক। তাই হিন্দি ভাষাকে ভালোভাবে শেখার জন্য একটি ফ্রি PDF দেওয়া হল। সেই PDF থেকে হিন্দি খুব সহজেই শিখতে পারবে। নীচের PDF টি ডাউনলোড করুন আর হিন্দি ভাষা শিখে নিজের সাফল্যকে নিশ্চিত করুন।

Downloads

Hindi Barnaporichoy

Related Articles

BPSC TRE 4.0 Complete Batch
BPSC TRE 4.0 Complete Batch

Connect with Us

WhatsApp