UGC NET পরীক্ষায় নিজের সফলতাকে নিশ্চিত করতে BSSEI পরিচালিত অনলাইন ফ্রি ক্লাসে অবশ্যই জয়েন করুন

UGC NET পরীক্ষায় নিজের সফলতাকে নিশ্চিত করতে BSSEI পরিচালিত অনলাইন ফ্রি ক্লাসে অবশ্যই জয়েন করুন

আসন্ন ডিসেম্বর ২০২৪-এর নেট পরীক্ষা কি তোমার পাখির চোখ? নিজেকে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিষ্ঠিত অধ্যাপক বা অধ্যাপিকা রূপে দেখতে চাইছো? কিন্তু মনে হচ্ছে কোথাও খামতি থেকে যাচ্ছে? ভেঙে পড়ো না তোমার পাশে রয়েছে BSSEI।

আসন্ন UGC NET পরীক্ষা দরজায় করা নাড়ছে, প্রস্তুতির শেষ মুহূর্তে এসে মনে হচ্ছে আরও একটু প্রস্তুতি নিলে সফলতা সম্পর্কে হয়তো খানিকটা নিশ্চিত হতে পারা যাবে। তাই জন্যই তোমাদের উদ্দেশ্যে সাহায্যের হাত প্রসারিত করে দিয়েছে BSSEI।

UGC NET December 2024-এর গুরুত্বপূর্ণ তারিখ 

এখানে NTA প্রকাশিত কিছু গুরুত্বপূর্ণ তারিখ দেওয়া হল, দেখে নিন-

UGC NET Particulars

UGC NET 2024 Important Dates

Application Date

19 November 2024 to 10 December 2024
(up to 11:50 P.M)

Application Correction Date

13th December 2024 to 14th December 2024

City Intimation Slip

Notified Soon

Admit Card Release

Notified Soon

Exam Dates

1-19 January 2025

পরীক্ষার তারিখ সম্পর্কে যখন সকল পরীক্ষার্থীই অবগত তাহলে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য প্রয়োজন পরিকল্পিত উপায়ে অধ্যয়ন, সামান্য গাইডেন্স, খানিকটা মেন্টাল সাপোর্ট, পূর্ণ দৈর্ঘ্যের মক টেস্ট দেওয়া। এই সময়ে পরীক্ষার্থীদের পড়াশোনাকে আর একটু সংগঠিত করতে সহায়তা করবে BSSEI, UGC NET Free Classes এর মাধ্যমে। আগত নেট পরীক্ষায় শিক্ষার্থীরা যাতে লক্ষ্যভেদ করতে সক্ষম হয় তার জন্য নিয়মিত পরিচালিত হচ্ছে বিভিন্ন অনলাইন ফ্রি ক্লাস। সেখানে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকারা যেমন বিষয়ভিত্তিক বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করবে তেমনই কিছু টিপস ও ট্রিকস নিয়ে আলোচনা করবে।

আরও পড়ুনNET PYQ সমাধান করে নিশ্চিত করুন আপনার সফলতাকে

BSSEI-এর UGC NET Free Classes ক্লাসের সুবিধা

১) বিষয় সম্পর্কিত ভীতিভাব দূরীকরণ-  BSSEI পরিচালিত এই ফ্রি ক্লাসে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকারা বিষয় সংক্রান্ত বিভিন্ন সাজেশন প্রদান করার পাশাপাশি শিক্ষার্থীদের অসুবিধার স্তরগুলিকে অন্বেষণ করে সেগুলিকে সমাধান করার চেষ্টা করেন। ফলে এখনও পেপার ১ বা পেপার ২-এর বিষয়ে যদি কোনো ভীতিভাব থেকে থাকে তাহলে তা সহজেই দূরীভূত হয়ে যাবে।

২) অনুপ্রেরণা পাওয়া- BSSEI-এর অধ্যাপক অধ্যাপিকারা সবসময় শিক্ষার্থীদের পজেটিভ থাকতে শেখায়। এই শেষ মুহূর্তে তাদের অনুপ্রেরণামূলক কথা পরীক্ষার্থীদের মনের জোর অনেকখানি বাড়িয়ে দেয়। ইতিবাচক মনোভাব বজায় রাখতে সহায়তা করে।

৩)  অসুবিধার স্তর থেকে উত্তরণ- এই ফ্রি ক্লাসের দ্বারা প্রার্থীরা নিজেদের সমস্যার স্তর গুলিকে নিয়ে আলোচনা করে দেন, ফলে খুব সহজেই তারা বেরিয়ে আসতে পারে তাদের অসুবিধার স্তর থেকে।

৪) সময়ের অপচয় হয় না- অনলাইন ক্লাসের ফলে প্রার্থীদের পরীক্ষার আগে কোচিং-এ যাতায়াতের ফলে সময়ের অপচয় হয় না, নির্দিষ্ট সময়ে সুবিধাজনক স্থানে বসে তারা তাদের ক্লাসটি সুন্দর ভাবে করে নিতে পারে।

৫) আর্থিক প্রতিকূলতা মুক্ত- যারা আর্থিক কারণে কোনো কোচিং-এ ভর্তি হতে পারেনি, তারা অনলাইন ফ্রি ক্লাসের মাধ্যমে নিজেদের খামতি টুকু ঠিক করে নিতে সক্ষম হয়।

৬) এফেক্টিভ ট্রিকস ও টিপস প্রাপ্তি- এই ফ্রি ক্লাসে পরীক্ষার্থীরা বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকাদের কাছ থেকে নানা ধরনের কৌশল ও পদ্ধতি জানতে পারা যাবে, যেগুলি পরীক্ষার আগে এবং পরীক্ষার ওই তিন ঘন্টায় ভীষণভাবে কাজে লাগবে এমনটাই আশা করা যায়।

আরও পড়ুন- UGC NET পরীক্ষায় প্রথম প্রচেষ্টাতেই সাফল্য কীভাবে পাবেন রইল তারই বিস্তারিত আলোচনা

অনলাইন মক টেস্ট

অনলাইন ক্লাসের সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে মক টেস্ট দেওয়ার সুবর্ণ সুযোগ। অভিজ্ঞ প্রশিক্ষকদের নিরন্তর গবেষণার মাধ্যমে তৈরি করা প্রশ্নে মক টেস্ট দিলে আসন্ন পরীক্ষার আগে যেমন নিজের প্রস্তুতির সম্পর্কে সঠিকভাবে অবগত হবে, সময় শৃঙ্খলার প্রতি সচেতনতা বোধ জন্মাবে, তেমনই পরীক্ষা সংক্রান্ত ভীতিভাবও দূর হয়ে যাবে। একেবারে আসল পরীক্ষার মতো সময়ের নির্দিষ্ট সীমাবদ্ধতায় টেস্ট দিতে পারবে। ব্যবহার করে দেখলেই পরীক্ষার্থীরা বুঝতে পারবে BSSEI Digital Learning অ্যাপটি কতখানি ইউজার ফ্রেন্ডলি। এছাড়াও এই মক টেস্ট-এর শেষে‎ থাকছে-

  • একটি রিভিশন টেস্ট দেওয়ার ব্যবস্থা
  • পেপার ১-এর গণিত, রিজনিং, DI-এর‎ প্রতিটি প্রশ্নের বিশ্লেষণ ও ভিডিও সলিউশন থাকবে।

অনলাইন মক টেস্ট দেওয়ার ব্যাপারে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারে – 8777279548।

তাহলে আর দেরি কেন! UGC NET Free Classes  জয়েন হওয়ার লিংক পাওয়া যাবে হোয়াটস্‌ অ্যাপ গ্রুপের মাধ্যমে। নীচে বিষয়ভিত্তিক হোয়াটস্‌ অ্যাপ গ্রুপগুলির লিঙ্ক দেওয়া হল, নিজেদের বিষয় অনুযায়ী গ্রুপ গুলিতে জয়েন হয়ে ফ্রি ক্লাসগুলিতে অংশগ্রহণ করে নিজেদের অগ্রগতির পথ নিশ্চিত করুন।

NET/JRF PAPER-1 (Group-1)

NET/JRF PAPER-1 (Group-2) (প্রথম গ্রুপে যুক্ত হতে না পারলে তবেই দ্বিতীয় গ্রুপে যুক্ত হবে )

NET/JRF SANSKRIT

NET/JRF BENGALI

NET/JRF ENGLISH

NET/JRF HISTORY

NET/JRF GEOGRAPHY

NET/JRF PHILOSOPHY

NET/JRF EDUCATION

NET/JRF POL SCIENCE

 

ugc net free live class
ugc net online classes
ugc net online free class
NET Paper 1 and Paper 2 Batch AD

Connect with Us