Daily Current Affairs Questions পশ্চিমবঙ্গ ও ভারতবর্ষে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই Daily Current Affairs Questions-এর মাধ্যমে ছাত্রছাত্রীরা জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনা, খেলাধুলা, বিভিন্ন অ্যাওয়ার্ডস, বিজ্ঞান, অর্থনীতি ও অন্যান্য সমসাময়িক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করে। প্রতিদিনের Daily Current Affairs Questions অধ্যয়ন শিক্ষার্থীদের প্রস্তুতিকে আরও সুসংগঠিত ও সঠিক দিক নির্দেশনা দেয়। যেকোনো সরকারি বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে হলে Daily Current Affairs Questions জানা খুব জরুরি।
এই Daily Current Affairs Questions PDF in Bengali পড়াশুনা করে আপনি আপনার নম্বর বাড়াতে পারেন। আসন্ন পরীক্ষার গুলির জন্য এটি আপনার অনেক সহায়ক করবে। যেকোনো পরীক্ষায় বর্তমান সময়ের খবর সম্পর্কে পরিচিত থাকা অত্যন্ত প্রয়োজন।
Daily Current Affairs Questions PDF in Bengali পড়তে নিচে দেওয়া ফ্রি পিডিএফ লিঙ্কটি দেখে নিন। যেখানে পরীক্ষার্থীদের কথা চিন্তা করে খুব সুন্দর ভাষায় লেখা আছে যাতে তারা সহজেই মনে রাখতে পারে।
এই Daily Current Affairs Questions PDF Download আপনাকে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় জিজ্ঞাসা হওয়া সমস্ত নিউজ টপিক কভার করতে সহায়তা করবে। আপনি এইখানে নিয়মিত Daily Current Affairs Questions PDF পেয়ে যাবেন।
আমাদের Daily Current Affairs Questions PDF in Bengali -এর বিষয়বস্তু আপনি খুব সহজ ভাষায় পড়তে পারবেন।
১) The Union Environment Ministry conducted a comprehensive review of Project Elephant during its 21st steering committee meeting in which state?
কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক কোন রাজ্যে তাদের ২১তম স্টিয়ারিং কমিটির সভায় প্রজেক্ট এলিফ্যান্টের একটি বিস্তৃত পর্যালোচনা করেছে?
a)Uttar Pradesh
b)Uttarakhand
c)Madhya Pradesh
d)Gujarat
উত্তর- b)Uttarakhand
২) Every year on _____ th June, India celebrates National Statistics Day to mark the birth anniversary of Prof. Prasanta Chandra Mahalanobis.
প্রতি বছর _____ জুন, ভারত অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহলানোবিসের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন করে।
a)27
b)28
c)29
d)30
উত্তর- c)29
৩) __________ has inaugurated the 2025 Kataragama Esala Festival with a ceremonial flag hoisting, opening the doors to weeks of spiritual devotion and cultural celebration.
__________ আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে ২০২৫ সালের কাটারাগামা এসালা উৎসবের উদ্বোধন করেছে, যা সপ্তাহব্যাপী আধ্যাত্মিক ভক্তি এবং সাংস্কৃতিক উদযাপনের দ্বার উন্মোচন করেছে।
a)Nepal
b)Bhutan
c)Myanmar
d)Sri Lanka
উত্তর- d)Sri Lanka
৪) Salkhan Fossils Park joins UNESCO’s tentative list of world heritage sites. Salkhan Fossils Park is located in which state?
সালখান ফসিলস পার্ক ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যোগদান করেছে। সালখান ফসিলস পার্ক কোন রাজ্যে অবস্থিত?
a)Gujarat
b)Uttar Pradesh
c)Bihar
d)Madhya Pradesh
উত্তর- b)Uttar Pradesh
৫) Renowned Indian cricketer ____ has unveiled his autobiography, “The One: Cricket, My Life and More”.
বিখ্যাত ভারতীয় ক্রিকেটার ____ তাঁর আত্মজীবনী “দ্য ওয়ান: ক্রিকেট, মাই লাইফ অ্যান্ড মোর” প্রকাশ করেছেন।
a)Shikhar Dhawan
b)MS Dhoni
c)Sunil Gavaskar
d)Kapil Dev
উত্তর- a)Shikhar Dhawan
৬) _______’s folk festival Bonalu kicks off with devotion and celebration.
_______ এর লোক উৎসব বোনালু ভক্তি ও উদযাপনের সাথে শুরু হয়।
a)Arunachal Pradesh
b)Andhra Pradesh
c)Assam
d)Telangana
উত্তর- d)Telangana
৭) Every year in June, the sacred Kamakhya Temple in Assam hosts the Ambubachi Mela in which state?
প্রতি বছর জুন মাসে, আসামের পবিত্র কামাখ্যা মন্দিরে কোন রাজ্যে অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয়?
a)West Bengal
b)Arunachal Pradesh
c)Assam
d)Manipur
উত্তর- c)Assam
৮) ________ pioneers mobile e-voting in India, introduces digital ballot system for urban elections.
________ ভারতে মোবাইল ই-ভোটিং এর পথিকৃৎ, নগর নির্বাচনের জন্য ডিজিটাল ব্যালট সিস্টেম চালু করেছে।
a)Jharkhand
b)Bihar
c)Odisha
d)Uttar Pradesh
উত্তর- b)Bihar
৯) PM Modi chairs ______ th PRAGATI session, urges rapid health infra boost in remote and tribal areas under PM-ABHIM.
প্রধানমন্ত্রী মোদী ______ তম প্রগতি অধিবেশনের সভাপতিত্ব করেন, প্রধানমন্ত্রী-অভিমের আওতায় প্রত্যন্ত ও উপজাতি অঞ্চলে দ্রুত স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের আহ্বান জানান।
a)46
b)47
c)48
d)49
উত্তর- c)48
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...