চাকরির দুনিয়ায় বড় সুযোগ- জানুন জানুয়ারির গুরুত্বপূর্ণ কিছু চাকরির সম্পর্কে

চাকরির দুনিয়ায় বড় সুযোগ- জানুন জানুয়ারির গুরুত্বপূর্ণ কিছু চাকরির সম্পর্কে

বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের জন্য সরকার নতুন বছরের প্রথম মাসেই নিয়ে চলে এসেছে বেশ অনেকগুলো চাকরির খবর নিয়ে। সময় এসে গেছে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার। তাই আজ থেকেই দৃঢ় পদক্ষেপ নেওয়া বাঞ্ছনীয়। নতুন বছর নতুন কিছু ভালো কিছু নিয়ে এসেছে এই আশা করে এখনই নিজের পছন্দের চাকরিটির জন্য আবেদন করে ফেলুন।

দেখে নিন  এমাসে ফর্ম ফিলাপ চলছে এমন কিছু গুরুত্বপূর্ণ চাকরির খবর-

১) CWC Recruitment 2024

সেন্ট্রাল ওয়ারহাউজিং কোম্পানি ইতিমধ্যেই CWC রিক্রুটমেন্ট 2024 বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যা বিভিন্ন পদে ১৭৯টি শূন্যপদ ঘোষণা করেছে। সেন্ট্রাল ওয়ারহাউজিং কোম্পানির এই বিজ্ঞপ্তিতে শূন্যপদের বিশদ বিবরণ, যোগ্যতার মানদণ্ড, আবেদন প্রক্রিয়া এবং আবেদনের ফি বিবরণ সহ প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়েছে। যেহেতু বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে প্রার্থীদের CWC নিয়োগের জন্য অনলাইনে আবেদন করার এবং তাদের প্রস্তুতি শুরু করার পরামর্শ দেওয়া হচ্ছে।

CWC Recruitment 2024: ওভারভিউ

সেন্ট্রাল ওয়ারহাউজিং কর্পোরেশন, একটি বিশিষ্ট “নবরত্ন” কেন্দ্রীয় পাবলিক সেক্টর আন্ডারটেকিং (PSU) যা ভোক্তা বিষয়ক, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রকের অধীনে কাজ করে, কৃষি উপকরণ, পণ্য এবং অন্যান্য মনোনীত পণ্যগুলির জন্য বৈজ্ঞানিক স্টোরেজ সমাধান সরবরাহ করে। এটি আমদানি ও রপ্তানি কার্যক্রমের জন্য কনটেইনার ফ্রেইট স্টেশন (সিএফএস), অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি), ল্যান্ড কাস্টম স্টেশন এবং এয়ার কার্গো কমপ্লেক্স সহ লজিস্টিক অবকাঠামো প্রদান করে।

CWC যোগ্য প্রার্থীদের (পুরুষ/মহিলা/ট্রান্সজেন্ডার) থেকে অনলাইনে আবেদন চাইছে যারা নিচে তালিকাভুক্ত পদের জন্য নির্দিষ্ট যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স এবং অন্যান্য মানদণ্ড পূরণ করে।

CWC Recruitment 2024: Overview

পরিচালন সংস্থা 

সেন্ট্রাল ওয়ারহাউজিং কোম্পানি (CWC)

শূন্যপদ

১৭৯

পোস্ট

Management Trainee, Accouyntant, Superintendent, Junior Technical Assistant

অনলাইন অ্যাপ্লিকেশনের তারিখ 

14th December 2024-12th January 2025

নির্বাচন পদ্ধতি

অনলাইন টেস্ট, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন 


অ্যাপ্লিকেশন মোড 

অনলাইন 

অফিসিয়াল ওয়েবসাইট 

CWC নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ

অফিসিয়াল ওয়েবসাইটে CWC সেন্ট্রাল ওয়্যারহাউজিং কর্পোরেশন নিয়োগ 2024-এর জন্য বিশদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নীচে, আপনি CWC নিয়োগ 2024-এর সাথে সম্পর্কিত ইভেন্টগুলির সম্পূর্ণ সময়সূচী সহ নীচে একটি আপডেট টেবিল পাবেন।

CWC Recruitment 2024: গুরুত্বপূর্ণ তারিখ 

অনলাইন অ্যাপ্লিকেশন শুরুর তারিখ 

১৪ ডিসেম্বর ২০২৪

অনলাইন অ্যাপ্লিকেশন শেষ তারিখ

১২ জানুয়ারি ২০২৫ 

পেমেন্টের শেষ তারিখ

১২ জানুয়ারি ২০২৫ 

CWC  অ্যাডমিট কার্ডের প্রকাশ 

শীঘ্রই প্রকাশিত হবে

CWC পরীক্ষার তারিখ 

শীঘ্রই প্রকাশিত হবে

আরও পড়ুন- CWC-এর আবেদন মূল্য ঠিক কত জানুন বিস্তারিত 

২) ওয়ারাঙ্গল এনাইটিতে চাকরির সুযোগ

 তেলঙ্গানার ওয়ারাঙ্গল ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) বিভিন্ন পদে ৪১ জন নিয়োগ। এটি কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: ০৫/২০২৪। বিভিন্ন পদের বিশদ বিবরণ নীচে দেওয়া হল-

বিভিন্ন পোস্ট ও তার সম্পর্কিত তথ্য

 পোস্ট কোড NITW/5/24/SUPDT:

সুপারিন্টেন্ডেন্ট পদ: শূন্যপদ ৫টি (সাধারণ ৩, ও বি সি ১, আর্থিক ভাবে অনগ্রসর ১)।

শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণির নম্বর-সহ যে- কোনও শাখায় স্নাতক। অথবা মোট অন্তত ৫০ শতাংশ নম্বর-সহ যে- কোনও শাখায় স্নাতকোত্তর ডিগ্রি।

দক্ষতা- ওয়ার্ড প্রসেসিং, স্প্রেড শিট-সহ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে জ্ঞান থাকতে হবে।

বয়স: ৩০ বছরের মধ্যে হতে হবে। বেতন: ৩৫,৪০০ টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা।

পোস্ট কোড NITW/5/24/SA:

সিনিয়র অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৮টি (সাধারণ ৫, তফসিলি জাতি ১, ও বি সি ২)। এর মধ্যে ১টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীর জন্য সংরক্ষিত।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক।

দক্ষতা- কম্পিউটারে মিনিটে ৩৫টি শব্দ টাইপ করার দক্ষতা বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং, স্প্রেড শিট-সহ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে জ্ঞান থাকতে হবে। স্টেনোগ্রাফি থাকলে ও স্নাতক ডিগ্রি থাকলে অগ্রাধিকার।

বয়সসীমা- ৩৩ বছর।

বেতন- ২৫,৫০০ টাকা।

পোস্ট কোড NITW/5/24/JA:

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ৫টি (সাধারণ ২,ওবিসি ২, আর্থিক ভাবে অনগ্রসর ১) । এর মধ্যে ২টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক। সেই সঙ্গে কম্পিউটারে মিনিটে ৩৫টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং, স্প্রেড শিট-সহ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে জ্ঞান থাকতে হবে। স্টেনোগ্রাফি থাকলে অগ্রাধিকার।

বয়স- ২৭ বছরের মধ্যে হতে হবে।

বেতন- ২১,৭০০।

পোস্ট কোড NITW/5/24/OA:

অফিস অ্যাটেন্ড্যান্ট: ১০টি (সাধারণ ৬, তফসিলি জাতি ১, ও বি সি ২, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীর জন্য সংরক্ষিত।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক।

বয়স: ২৭ বছরের মধ্যে হতে হবে।

বেতন: ১৮,০০০ টাকা।

পোস্ট কোড NITW/5/24/LA:

ল্যাব অ্যাটেন্ড্যান্ট:  ১৩টি (সাধারণ ৫, তফসিলি জাতি ২, তফসিলি উপজাতি ১, ও বি সি ৪, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীর জন্য সংরক্ষিত।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক।

বয়স: ২৭ বছরের মধ্যে হতে হবে।

বেতন: ১৮,০০০ টাকা।

অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: www.nitw.ac.in।  প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে ৭ জানুয়ারি পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় জেপিজি বা জেপেগ ফর্ম্যাটে প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো (৫০ কেবি সাইজের মধ্যে) ও সই (২০ কেবি সাইজের মধ্যে) আপলোড করতে হবে।

আবেদন মূল্য

জেনারেল/ OBC- ৫০০ টাকা।

SC/ ST/ PwD/ মহিলা- লাগবে না

খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।

৩) AAI- Junior Assistant Recruitment

AAI নিয়োগ 2025 বিভিন্ন ভূমিকা জুড়ে জুনিয়র সহকারী পদের জন্য আবেদনগুলিকে উত্সাহিত করে৷ এই নিয়োগের অধীনে, প্রার্থীদের একটি লিখিত পরীক্ষার পরে নথি যাচাইকরণ এবং একটি মেডিকেল পরীক্ষার ভিত্তিতে নির্বাচন করা হবে। জেনে নিন এই চাকরির নিয়োগ পরীক্ষা সম্পর্কে বেশ কিছু বিস্তারিত তথ্যাবলি।

AAI Junior Assistant Recruitment 2025 Overview

পরিচালনা সংস্থা

Airports Authority of India (AAI)

পোস্ট 

জুনিয়র অ্যাসিস্টেন্ট 

শূন্যপদ 

৮৯

বিজ্ঞপ্তি প্রকাশ 

১৯ ডিসেম্বর ২০২৪ 

অনলাইন অ্যাপ্লিকেশন শুরুর তারিখ 

৩০ ডিসেম্বর ২০২৪ 

অনলাইন অ্যাপ্লিকেশন শেষ তারিখ 

২৮ জানুয়ারি ২০২৫ 

অ্যাপ্লিকেশন মোড 

অনলাইন 

অ্যাডমিট কার্ডের প্রকাশ 

শীঘ্রই প্রকাশিত হবে

রিজিয়ন 

ইস্টার্ণ রিজিয়ন 

অফিসিয়াল ওয়েবসাইট 

আবেদন মূল্য

এই চাকরির নিয়োগ পরীক্ষায় আবেদন করার জন্য আবেদন মূল্য ঠিক কত জেনে নিন-

জেনারেল/ OBC-NCL- ১০০০

অন্যান্য- লাগবে না

বয়সসীমা

এই চাকরির জন্য আবেদন করতে হলে কত বছর পর্যন্ত আবেদন করা যাবে জেনে নিন-

  • জেনারেল- ১৮-৩০ বছর

অন্যান্য ক্যাটাগরির জন্য বয়সের শিথিলতা রয়েছে, দেখে নিন-

  • OBC- NCL- ৩ বছর
  • SC/ST- ৫ বছর
  • রেগুলার সার্ভিস এমপ্লয়ি- ১০ বছর

শিক্ষাগত যোগ্যতা

জানুন এই পরীক্ষায় বসার জন্য কতখানি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন-

  • প্রার্থীদের অবশ্যই দশম শ্রেণি পাস সঙ্গে ৩ বছর অনুমোদিত নিয়মিত ডিপ্লোমা ইন মেকানিক্যাল/অটোমোটিভ/ফায়ার থাকতে হবে (অথবা)
  • প্রার্থীদের অবশ্যই দ্বাদশ পাস ( রেগুলার)  করতে হবে
  • প্রার্থীদের অবশ্যই 01/11/2024 তারিখের কমপক্ষে দুই বছর আগে জারি করা একটি বৈধ ভারী যানবাহন ড্রাইভিং লাইসেন্স, মাঝারি যানবাহন লাইসেন্স, বা হালকা মোটর যানের লাইসেন্স (LMV) থাকতে হবে।

নির্বাচন পদ্ধতি

  • লিখিত পরীক্ষা (CBT)
  • ডকুমেন্ট ভেরিফিকেশন
  • মেডিক্যাল টেস্ট
  • ড্রাইভিং টেস্ট

৪) Army Workshop (Group-C)

আর্মি ওয়ার্কশপের বিভিন্ন ইউনিটে বেশ কিছু পদে কর্মী নিয়োগ হতে চলেছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, ভেহিক্যাল মেকানিক,ইলেক্ট্রিশিয়ান ইত্যাদি পদ মিলিয়ে প্রায় ৬১৫টি পদে নিয়োগ হতে চলেছে আর্মি ওয়ার্কশপে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে অ্যাপ্লাই করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন খুব সহজেই। দেখে নিন এই পদের জন্য কোন কোন যোগ্যতার প্রয়োজন-

নিয়োগ সংস্থা

আর্মি ওয়ার্কশপ

শূন্যপদ

৪৪

বয়সসীমা 

১৮-২৫ 

বেতন কাঠামো


৫,২০০- ২০,২০০

শিক্ষাগত যোগ্যতা 


উচ্চ মাধ্যমিক 

টাইপিং স্পিড

কম্পিউটারে ইংরেজিতে- মিনিটে ৩৫ শব্দ

হিন্দিতে- মিনিটে ৩০ শব্দ 



৫) SBI Recruitment 2025

ভারতের অত্যন্ত সম্মানীয় ও বিশ্বস্ত ব্যাঙ্ক স্টেট  ব্যাঙ্ক অফ ইন্ডিয়া খুব তাড়াতাড়ি বহু সংখ্যক কর্মী নিয়োগ করতে চলেছে দুটি পদে, একটি PO ও অন্যটি Clerk পদে। দেখে নিন এই পদগুলির জন্য কোন কোন যোগ্যতার প্রয়োজন-

শিক্ষাগত যোগ্যতা

এই পদ দুটির জন্য শুধুমাত্র স্নাতক ( যেকোনো শাখায়) উত্তীর্ণ হলেই চলবে।

বয়সসীমা

PO- ২১-৩০ বছর

Clerk- ২০-২৮ বছর

তবে OBC দের জন্য বয়সের শিথিলতা রয়েছে ৩ বছর এবং SC/ST-দের জন্য ৫ বছর।

বেতন কাঠামো

আলোচ্য পদ দুটির ক্ষেত্রে চাকরির শুরুতেই বেতন হবে প্রায় ৩৮,৪৮০ টাকা মতো।

দেখে নিন আবেদনের শেষ তারিখটি

আবেদনের শেষ তারিখ 

PO 

১৬ জানুয়ারি ২০২৫


Clerk 

৭ জানুয়ারি ২০২৫

আবেদন মূল্য

আবেদন মূল্য 

জেনারেল/ OBC/ EWS 

৭৫০ 

SC/ ST/ PWBD 

নেই 

নির্বাচন পদ্ধতি

প্রিলিমস > মেইনস

SBI -এর অফিসিয়াল ওয়েবসাইট http://sbi.co.in/ -এ ভিজিট করে আবেদন করতে হবে।

৬) RRB Group D বিজ্ঞপ্তি ২০২৪

 RRB গ্রুপ ডি লেভেল ১ পরীক্ষার বিজ্ঞপ্তি ২৩ ডিসেম্বর প্রকাশিত হয়েছে। তাদের অফিসিয়াল পরীক্ষার ক্যালেন্ডারে এমন কথাই উল্লেখ করা হয়েছিল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড  ট্র্যাক মেইনটেইনার, গ্রেড-IV, হেল্পার/অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান, লেভেল ১ প্রভৃতি পদের জন্য প্রচুর সংখ্যক ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তিন-পর্যায়ের নির্বাচন প্রক্রিয়া হবে- CBT, PET, এবং মেডিকেল/ডকুমেন্ট যাচাই। 

রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড গ্রুপ ডি ২০২৪: পরীক্ষার ওভারভিউ

২০২৪ সালে RRB গ্রুপ ডি লেভেল ১পরীক্ষার জন্য ভারতীয় রেলে ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী গ্রেড-IV,  কারিগরি বিভিন্ন বিভাগে হেল্পার/সহকারী (Electrical, Mechanical and S&T departments), সহকারী পয়েন্টসম্যান এবং লেভেল-১ পদের জন্য পরিচালিত হবে। এখানে সংক্ষিপ্ত বিবরণ আছে:

নিয়োগ সংস্থা

রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড (RRB)

পদ 

১)ট্র্যাক মেইনটেইনার

২) গ্রেড-IV (হেল্পার/অ্যাসিস্ট্যান্ট)

৩) অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান, লেভেল ১ প্রভৃতি 

চাকরির স্থান

ভারতবর্ষ জুড়ে 

ভ্যাকেন্সি 

৩২,৪৩৮

মোড অফ অ্যাপ্লিকেশন 

অনলাইন 

যোগ্যতা 

মাধ্যমিক পাশ

বয়সসীমা 

জেনারেল- ১৮-৩৬ বছর  

OBC- ১৮-৩৯ বছর

SC/ST- ১৮-৪১ বছর  

নির্বাচন পদ্ধতি 

কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT-1)

শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)

মেডিকেল/ডকুমেন্ট ভেরিফিকেশন

RRB Group D 2024-এর যোগ্যতার মানদণ্ড

RRB গ্রুপ ডি-এর জন্য যোগ্যতার মানদণ্ড নিয়ে আলোচনা করা হবে। RRB গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ার জন্য শুধুমাত্র সেই প্রার্থীদের নির্বাচিত করা হবে যারা নীচে উল্লিখিত যোগ্যতার মানদণ্ড পূরণ করে।

জাতীয়তা

প্রার্থীদের যা যা থাকা আবশ্যক 

  • ভারতের নাগরিক
  • নেপাল,ভুটান,তিব্বতি উদ্বাস্তু যারা ভারতে এসেছিলেন, 1 জানুয়ারী, 1962 এর আগে, ভারতে স্থায়ীভাবে বসতি স্থাপন করার ইচ্ছা পোষণ করেছিলেন।
  • ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি যিনি পাকিস্তান, বার্মা, শ্রীলঙ্কা, পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া, উগান্ডা, তানজানিয়ার ইউনাইটেড রিপাবলিক, জাম্বিয়া, মালাউই, জায়ার, ইথিওপিয়া এবং ভিয়েতনাম থেকে স্থায়ীভাবে ভারতে বসতি স্থাপন করতে ইচ্ছুক।

শিক্ষাগত যোগ্যতা

RRB গ্রুপ ডি-এর জন্য যোগ্যতা অর্জন করতে ইচ্ছুক প্রার্থীদের কিছু শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হবে। আসুন জেনে নেওয়া যাক কারা আবেদনের যোগ্য হবেন- 

  • আবেদনকারীকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।
  • NCVT দ্বারা প্রদত্ত জাতীয় শিক্ষানবিশ শংসাপত্র (NAC) রয়েছে এমন প্রার্থীরা RRB গ্রুপ D-এর জন্য আবেদন করার যোগ্য৷

বয়সসীমা

১৮ থেকে ৩৬ বছরের কম বয়সী প্রার্থীরা RRB গ্রুপ ডি পরীক্ষার জন্য আবেদন করার যোগ্য। রিজার্ভেশন নিয়ম অনুযায়ী বয়স শিথিল করা হয়।  অর্থাৎ

  • OBC – ৩৯ বছর
  • SC/ST- ৪১ বছর

RRB গ্রুপ ডি পরীক্ষা 2024: বেতন কাঠামো

RRB গ্রুপ ডি যোগ্য প্রার্থীদের বেতন সম্পর্কিত তথ্যাবলি দেখে নিন 

পে ব্যান্ড

বেসিক পে স্কেল

চাকরির প্রথমে প্রাপ্তি 

PB-1 

(Rs. 15,600-60,600)

Rs. 5400-Rs. 8400

Rs. 21,000-Rs. 34,080
 

PB-2 

(Rs. 29,900-1,04,400)

Rs. 12,600-13,800

Rs. 40,500-Rs. 51,420
 

PB-3 

(Rs. 29,900-1,04,400)

Rs. 14,400-Rs. 16,200

Rs. 54,450-Rs. 63,000
 

PB-4

(Rs. 46,800-1,17,300)

Rs. 19,800-Rs. 22,800

Rs. 76,590-Rs. 88,500
 

PB-5 

(Rs.1,12,200-2,01,000)

Rs. 26,100-Rs. 30,000

Rs. 1,38,300-Rs. 1,59,000

বেসিক পে ছাড়াও, DA, HRA, ভ্রমণ ভাতা, চিকিৎসা সুবিধা এবং ওভারটাইম পেমেন্ট ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে।

RRB Group D Post

রেলওয়ে গ্রুপ ডিতে, সাতটি বিভাগে বিভিন্ন পদের জন্য নিয়োগ হবে: মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইঞ্জিনিয়ারিং, সিগন্যাল ও টেলিকমিউনিকেশন, স্টোর, মেডিকেল এবং ট্রাফিক। প্রতিটি বিভাগের রেলওয়ে পরিষেবাগুলির মসৃণভাবে পরিচালনা করতে এগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক নজরে দেখে নিন RRB Group D তে কোন কোন পদ রয়েছে-

  • Assistant Workshop (Mechanical)
  • Assistant (Carriage & Wagon) (Mechanical)
  • Assistant Bridge (Engineering)
  • Assistant Depot (Stores)
  • Assistant Loco Shed/ Diesel (Mechanical)
  • Assistant Operation (Electrical)
  • Assistant Loco Shed (Electrical)
  • Assistant Pointsman (Traffic)
  • Assistant S&T (Signal & Telecommunication)
  • Assistant Track Machine (Engineering)
  • Assistant S&T (Signal & Telecommunication)
  • Assistant TL & AC/ Workshop (Electrical)
  • Assistant Works (Engineering)
  • Assistant Traction Distribution (Electrical)
  • Track Maintainer Grade-IV (Mechanical)
  • Hospital Assistant (Medical)
  • Assistant Works/ Workshop (Engineering)

আরও পড়ুনRRB Group D-এর আবেদন মূল্য ও নির্বাচন পদ্ধতি সম্পর্কে জানুন বিস্তারিত 

এই পরীক্ষার আবেদন কবে থেকে শুরু হচ্ছে দেখে নিন-

RRB Group D পরীক্ষার আবেদনের তারিখ

অনলাইন ফর্ম ফিলাপ শুরু 

২৩ জানুয়ারি ২০২৫ 

অনলাইন ফর্ম ফিলাপ শেষ 

২২ ফেব্রুয়ারি ২০২৫ 

৭) CBSE Recruitment 2025

CBSE অর্থাৎ Central Board of Secondary Education দেশের মাধ্যমিক শিক্ষা পর্ষদে কর্মী নিয়োগ করতে চলেছে খুব তাড়াতাড়ি। এই CBSE-এর প্রধান দপ্তর দিল্লিতে, এছাড়াও সমগ্র দেশে মোট ১৬ টি আঞ্চলিক অফিস রয়েছে। পশ্চিমবঙ্গ , ওড়িশা, ছত্রিশগড়ের আঞ্চলিক অফিস হল ভুবনেশ্বরে। আলোচ্য পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জেনে নিন এক নজরে-

নিয়োগ সংস্থা 

CBSE

পদের নাম

  • Superintendent

  • Junior Assistant

শূন্যপদ 

 দুটি মিলিয়ে ২১২ টি 

বয়সসীমা 

  • Superintendent  ১৮-৩০ 

  • Junior Assistant- ১৮-২৭                          তবে অন্যান্য ক্যাটাগরির জন্য বয়সসীমার শিথিলতা রয়েছে। 

আবেদন শুরুর তারিখ 

০২/০১/২০২৫

আবেদন শেষের তারিখ 

৩১/০১/২০২৫

আবেদন মূল্য 

                   UR / OBC /EWS- ৮০০                                   SC / ST / PwBD / Women - নেই 



শিক্ষাগত যোগ্যতা

Superintendent পদের শিক্ষাগত যোগ্যতা হল- 

  • যে কোনো শাখায় স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
  • ইংলিশ অথবা হিন্দিতে টাইপিং জানতে হবে।

Junior Assistant পদের শিক্ষাগত যোগ্যতা হল- 

  • যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাস থাকতে হবে।
  • ইংলিশ অথবা হিন্দিতে টাইপিং জানতে হবে।

নির্বাচন প্রক্রিয়া

Superintendent পদে তিনটি ধাপে নিয়োগ হবে

  • Tier 1 – MCQ Type
  • Tier 2 – Objective & Descriptive
  • Skill Test – Typing test

Junior Assistant পদে দুটি ধাপে নিয়োগ হয়

  • Tier 1 – MCQ Type
  • Skill Test – Typing test
  • সব ক্ষেত্রেই OMR অর্থাৎ পেন পেপার মোডে পরীক্ষা হবে।
  • ইন্টারভিউ নেই।

আবেদন পদ্ধতি

Step 1 : প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট খুলতে হবে।

Step 2 : Recruitment click করতে হবে।

Step 3 : রেজিস্টার করতে হবে।

Step 4 : অ্যাপ্লিকেশন ফিল করতে হবে।

Step 5 : ডকুমেন্ট আপলোড করতে হবে।

Step 6 : ফিস পেমেন্ট করতে হবে।

Step 7 : অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করতে হবে।

৮) Railway Teacher Recruitment 2025

কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনে সমগ্র দেশে যে সমস্ত বিদ্যালয় রয়েছে তাতে শিক্ষক নিয়োগ করবে রেল কর্তৃপক্ষ। রেলের অন্যান্য পরীক্ষার মতো এই পরীক্ষাতেও বিভিন্ন রিজিয়ন ভিত্তিক শূন্যপদ প্রকাশিত হয়। পশ্চিমবঙ্গে কলকাতা , মালদা রিজিয়নের বিভিন্ন রেলের স্কুলে নিয়োগ হয়। এই স্কুলগুলিতে সধারণত CBSE মাধ্যমে পড়াশুনো হয়, তবে কিছু কিছু স্কুলে ওই রাজ্যের সিলেবাস অনু্যায়ী পড়ানো হয়। পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে আগে বাংলা মাধ্যমে পড়ানো হত , ২০১৮ সাল থেকে ইংরেজী মাধ্যমে পড়ানো হয়। রেলওয়ের Ministerial & Isolated ক্যাটাগরির পোস্টে এই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। দেখুন বিস্তারিত এই চাকরির সম্পর্কে-

আবেদনের শুরু 

০৭ /০১ /২০২৫

আবেদনের শেষ 

০৬ /০২ / ২০২৫

শূন্যপদ

১০৩৬  এর মধ্যে ৭৩৬ টি পদ শিক্ষকের জন্য 

আবেদন মূল্য

                  UR/ OBC / EWS- ৫০০                                   SC/ ST/ Women /PwBD- ২৫০ 

পরীক্ষা পদ্ধতি

মোট তিনটি ধাপে নিয়োগ হয় ।

1.CBT 
2.Skill Test 
3.Document Verification

আবেদনের মোড 

অনলাইন 


শিক্ষাগত যোগ্যতা

এই চাকরির ক্ষেত্রে কোন কোন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন দেখে নিন

শিক্ষাগত যোগ্যতা

PRT

উচ্চমাধ্যমিকে ৫০%  এর সঙ্গে D.El.Ed ডিগ্রি থাকতে হবে এবং  CTET  পাস করে থাকতে হবে।

TGT

স্নাতকে ৫০% এর সঙ্গে B.Ed ডিগ্রি থাকতে হবে এবং  CTET  পাস করে থাকতে হবে।

PGT

স্নাতকোত্তরে ৫০% এর সঙ্গে B.Ed. ডিগ্রি থাকতে হবে।

Assistant Teacher Female (Junior Section)

উচ্চমাধ্যমিকে ৫০%  এর সঙ্গে D.El.Ed ডিগ্রি থাকতে হবে এবং  CTET  পাস করে থাকতে হবে।

বয়সসীমা

  • বিভিন্ন পদের ক্ষেত্রে বয়সের ঊর্দ্ধসীমা বিভিন্ন।
  • সাধারণভাবে নূন্যতম বয়স ২১ থেকে ৩৫ বা ৪৫ বছর।
  • সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

৯) WBPSC Clerkship 2024-25

পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন সম্প্রতি ২৩ ডিসেম্বর ২০২৪-এ একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে ক্লার্কশিপ পরীক্ষা আগামী বছর অনুষ্ঠিত হতে চলেছে। WBPSC ক্লার্কশিপ বিজ্ঞপ্তি ২০২৪-২৫ সম্পর্কিত আরও বিস্তৃত বিবরণ শীঘ্রই www.psc.wb.gov.in-এ প্রকাশিত হবে। এতে বয়সের সীমা, যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের পদ্ধতি, পরীক্ষার প্যাটার্ন এবং অন্যান্য প্রাসঙ্গিক বিশদ বিবরণ অন্তর্ভুক্ত থাকবে। নীচে WBPSC ক্লার্কশিপ নিয়োগ ২০২৫ সংক্রান্ত পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর বিজ্ঞাপন সংযুক্ত করা হয়েছে।

WBPSC Clerkship Exam Overview

পরিচালনা সংস্থা

WBPSC

পরীক্ষার নাম

Clerkship Recruitment Exam

বয়স


১৮-৪০ বছর

পরীক্ষার তারিখ

পার্ট ১: 16-17 November (Preliminary)
পার্ট ২: শীঘ্রই প্রকাশিত হবে

মোড অফ অ্যাপ্লিকেশন 

অনলাইন

মোড অফ এক্সাম 


অফলাইন 


নির্বাচন পদ্ধতি 

পার্ট ১, পার্ট ২, টাইপিং টেস্ট 

অফিসিয়াল ওয়েবসাইট 

WBPSC Clerkship 2024-25: গুরুত্বপূর্ণ তারিখ

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি PDF সহ WBPSC ক্লার্কশিপ নিয়োগ 2025-এর নিবন্ধনের তারিখ ঘোষণা করতে প্রস্তুত। অফিসিয়াল ওয়েবসাইট www.wbpsc.gov.in-এ প্রকাশিত হওয়ার সাথে সাথে আমরা এখানে সম্পূর্ণ সময়সূচী প্রদান করব।

WBPSC Clerkship 2025: Important Dates

সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ 

২৩ ডিসেম্বর ২০২৪ 

বিস্তারিত বিজ্ঞপ্তি 

 শীঘ্রই প্রকাশিত হবে 

ফর্মফিলাপ শুরু 

 ৮/৮/২০২৫

ফর্মফিলাপ শেষ 

২৯/৮/২০২৫ 

অ্যাডমিট কার্ড প্রকাশ 

 শীঘ্রই প্রকাশিত হবে 

পরীক্ষার তারিখ ( প্রিলিমস) 

২৮/১২/২০২৫

পরীক্ষার তারিখ (মেইনস)

 শীঘ্রই প্রকাশিত হবে 

WBPSC ক্লার্কশিপ পরীক্ষার যোগ্যতা

  • আবেদনকারীদের অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা এর সমমানের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  •  প্রার্থীদের কম্পিউটার অপারেশন সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 (বিশ) শব্দ বা বাংলায় প্রতি মিনিটে 10 (দশ) শব্দের গতিতে কম্পিউটারে টাইপ করার ক্ষমতা রয়েছে।
  • ন্যূনতম ১৮ বছর বয়সী হতে হবে। আবেদনকারীদের সর্বোচ্চ বয়স ৪০ বছরের বেশি হওয়া উচিত নয়।
  • অধিকন্তু, WBPSC ক্লার্কশিপ পরীক্ষার জন্য আবেদন করার জন্য আবেদনকারীদের ভারতীয় নাগরিক হতে হবে। আপনি এই বিভাগে ডাব্লুবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষার যোগ্যতার মানদণ্ড সম্পর্কে গভীরভাবে তথ্য আবিষ্কার করতে পারেন:

WBPSC ক্লার্কশিপ জাতীয়তা

WBPSC ক্লার্কশিপ পরীক্ষার জন্য, প্রার্থীকে হতে হবে –

(ক) ভারতের একজন নাগরিক (ভারতীয় সংবিধান অনুযায়ী), অথবা

(খ) ভারত সরকার কর্তৃক যোগ্য ঘোষিত এই জাতীয় অন্যান্য নাগরিক। তবে শর্ত থাকে যে এই বিভাগের একজন প্রার্থী এমন একজন ব্যক্তি হতে হবে যার পক্ষে সরকার কর্তৃক যোগ্যতার শংসাপত্র জারি করা হয়েছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে নথিভুক্ত করার জন্য প্রার্থীদের জাতীয়তার প্রমাণ হিসাবে একটি বৈধ নথি থাকতে হবে। কর্তৃপক্ষ পরীক্ষা কেন্দ্রে জাতীয়তার নথি পরীক্ষা করবে।

WBPSC Clerkship Salary Structure

চলুন WBPSC Clerkship এর স্যালারি কাঠামো সম্পর্কে জেনে নিই- 

পশ্চিমবঙ্গের পে কমিশনের নিয়ম অনুযায়ী WBPSC ক্লার্কশিপ চাকরিটি ৬ পে কমিশনের অন্তর্ভুক্ত। ১লা জানুয়ারি ২০২০ থেকে যে নিয়ম চালু হয়েছে সেই অনুসারে WBPSC ক্লার্কশিপ চাকরিটির  বেসিক স্যালারি ২২৭০০ (22,700)। এর সঙ্গে বাড়িভাড়া ভাতা, DA বা মহার্ঘ্য ভাতা , মেডিক্যাল ভাতা ইত্যাদি যুক্ত করে সর্বমোট বেতন পাওয়া যায় ২৭২৮৬ (27,286)। তবে বর্তমানে ২০২১ সালের পর থেকে এই পদের কর্মচারীদের হাতে প্রাপ্ত বেতনের পরিমাণ ২৫,০৯৩ (25,093) টাকা।

  

পে লেভেল

বেসিক

২২৭০০

DA / মহার্ঘ্য ভাতা

১৩৬২

বাড়িভাড়া ভাতা

২৭২৪

মেডিক্যাল ভাতা

৫০০

সর্বমোট বেতন

২৭২৮৬

হাতে প্রাপ্ত বেতন

২৫০৯৩

১০) WBPSC Miscellaneous 2024-25

পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন সম্প্রতি ২৩ ডিসেম্বর ২০২৪-এ একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি (13/2024) প্রকাশ করেছে, যাতে বলা হয়েছে যে মিসলেনিয়াস পরীক্ষা আগামী বছর পুনরায় অনুষ্ঠিত হতে চলেছে। WBPSC মিসলেনিয়াস বিজ্ঞপ্তি ২০২৪-২৫ সংক্রান্ত আরও বিস্তৃত বিবরণ শীঘ্রই www.psc.wb.gov.in-এ প্রকাশিত হবে। এতে বয়সের সীমা, যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের পদ্ধতি, পরীক্ষার প্যাটার্ন এবং অন্যান্য প্রাসঙ্গিক বিশদ বিবরণ অন্তর্ভুক্ত থাকবে। নীচে WBPSC Miscellaneous Recruitment 2024-25 সংক্রান্ত পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর বিজ্ঞাপন সংযুক্ত করা হয়েছে।

WBPSC Miscellaneous 2024-25: সংক্ষিপ্ত বিবরণ এবং কাঠামো

পাবলিক সেক্টর এবং অন্যান্য সরকারী সংস্থাগুলিতে করণিক পদের জন্য শূন্যপদগুলি পূরণ করতে, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন একটি বড়ো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি সারা ভারত থেকে অনেক প্রার্থী এই পরীক্ষার জন্য আবেদন করে। এখানে সারণী আকারে উল্লিখিত পরীক্ষার বিশদ বিবরণ রয়েছে: 

পরীক্ষার নাম

WBPSC MISCELLANEOUS

পরিচালনা সংস্থা 

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন

পরীক্ষার মোড

অফলাইন

অ্যাপ্লিকেশন মোড 

অনলাইন

পরীক্ষার ধাপ

প্রিলিমস, মেনস, পার্সোনালিটি টেস্ট

শিক্ষাগত যোগ্যতা 

স্নাতক

স্যালারি

Rs. 32,000-74,500/-

পরীক্ষার ধরন 

MCQ এবং লিখিত

অফিসিয়াল ওয়েবসাইট

WBPSC Miscellaneous 2024-25: গুরুত্বপূর্ণ তারিখ

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি PDF সহ WBPSC Miscellaneous Recruitment 2024-25-এর নিবন্ধনের তারিখ ঘোষণা করতে প্রস্তুত। অফিসিয়াল ওয়েবসাইট www.wbpsc.gov.in-এ প্রকাশিত হওয়ার সাথে সাথে আমরা এখানে সম্পূর্ণ সময়সূচী প্রদান করব।

WBPSC Miscellaneous Exam 2024-25

WBPSC Miscellaneous সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি

২৩/১২/২০২৪

WBPSC Miscellaneous বিস্তারিত বিজ্ঞপ্তি

শীঘ্রই প্রকাশিত হবে 

WBPSC Miscellaneous অ্যাপ্লিকেশনের তারিখ 

শীঘ্রই প্রকাশিত হবে 

WBPSC Miscellaneous প্রিলিমস পরীক্ষা 

শীঘ্রই প্রকাশিত হবে 

WBPSC Miscellaneous মেনস পরীক্ষা  

শীঘ্রই প্রকাশিত হবে 

WBPSC Miscellaneous 2024-25 পোস্টের তালিকা

এই পদগুলির উপর WBPSC বিবিধ পরীক্ষা পরিচালিত হয়:

  • Assistant Child Development Project Officer 
  • Disaster Management Officer 
  • Block Youth Officer 
  • Block Welfare Officer 
  • Inspector, Backward Classes Welfare 
  • Assistant Agricultural Marketing Officer 
  • Assistant Program Officer 
  • Controller of Correctional Services 
  • Inspector of Agricultural Income Tax 
  • Consumer Welfare Officer

WBPSC Miscellaneous 2024-25 পরীক্ষার প্যাটার্ন

WBPSC বিবিধ নিয়োগ পরীক্ষা 3টি ধাপ নিয়ে গঠিত: প্রিলিম, মেইনস এবং ইন্টারভিউ। WBPSC বিবিধ পরিষেবার জন্য নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীদের সেই অনুযায়ী সমস্ত পদক্ষেপের মধ্য দিয়ে যেতে হবে। তবে, প্রিলিম পরীক্ষা হবে MCQ ধরনের। চূড়ান্ত মেধা তালিকার জন্য শুধুমাত্র মেইন এবং ইন্টারভিউ মার্ক গণনা করা হবে। এই WBPSC বিবিধ পরীক্ষার ন্যায্য জ্ঞানের জন্য, পরীক্ষার প্যাটার্ন সহ একটি পর্যায় অনুসারে মার্ক বিচ্ছেদও নীচে দেওয়া হল।

WBPSC Miscellaneous 2024-25 পরীক্ষা: বেতন কাঠামো

এই পরীক্ষার অধীনে আসা সমস্ত পদের জন্য WBPSC বিবিধ বেতন একই। বেতন স্কেল হল 32,000-74,500/- টাকা + গ্রেড পে Rs.3,900/-।

WBPSC Miscellaneous 2024-25: আবেদন প্রক্রিয়া

WBPSC Miscellaneous Recruitment 2024-25 নিয়োগ এখনও তার আবেদন প্রক্রিয়া শুরু করতে পারেনি। আবেদন শুধুমাত্র অনলাইন মাধ্যমে জমা দেওয়া যাবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ইতিমধ্যে উল্লেখ করেছে যে একই প্রার্থীর একাধিক আবেদন জমা দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ।

WBPSC Miscellaneous 2024-25: আবেদন মূল্য

WBPSC Miscellaneous 2024-25 পরীক্ষার আবেদন ফি অসংরক্ষিত বা জেনারেল বিভাগের প্রার্থীদের জন্য ১৬০ টাকা। PwD প্রার্থীদের সঙ্গে অন্যান্য সংরক্ষিত বিভাগের প্রার্থীদের, কোনোরকম আবেদন মূল্য জমা দেওয়ার থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

১১) WBPSC MVI নিয়োগ 2025

WBPSC MVI নিয়োগ 2025 এর জন্য অনলাইন আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এর জন্য আবেদন করতে পারবেন। মোটরযান পরিদর্শক (নন-টেকনিক্যাল) পদের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ব্যক্তিত্ব পরীক্ষা/সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচিত করা হবে।

কন্ডাক্টিং বডি 

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) 

পোস্ট 

মোটর ভেইকেল ইন্সপেক্টর (MVI)

স্তর 

রাজ্য স্তর 

আবেদনের মোড 


অনলাইন 

রেজিস্টেশনের তারিখ 

শীঘ্রই জানানো হবে 

কাজের অবস্থান 

পশ্চিমবঙ্গ 

WBPSC MVI নিয়োগ 2025- গুরুত্বপূর্ণ তারিখ

WBPSC MVI (নন-টেকনিক্যাল) নিয়োগ 2025-এর সমস্ত গুরুত্বপূর্ণ তারিখগুলি বিস্তারিত বিজ্ঞপ্তি পিডিএফ সহ ঘোষণা করা হবে। এই নিয়োগের জন্য সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি 27 ডিসেম্বর 2024 এ প্রকাশিত হয়েছে।

WBPSC MVI (সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি) 

২৭ ডিসেম্বর ২০২৪

WBPSC MVI (বিস্তারিত তথ্য) 

ফেব্রুয়ারি মাসে (সম্ভাব্য) 

অনলাইন আবেদনের শুরুর তারিখ 

শীঘ্রই জানানো হবে

অনলাইন আবেদনের শেষ তারিখ 

শীঘ্রই জানানো হবে

আবেদন ফি জমা দেবার শেষ তারিখ 

শীঘ্রই জানানো হবে

WBPSC MVI পরীক্ষার তারিখ 

শীঘ্রই জানানো হবে

WBPSC MVI নিয়োগ 2025-যোগ্যতার মানদণ্ড

এই পদে আবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই WBPSC MVI নন-টেকনিক্যাল রিক্রুটমেন্ট 2025-এর যোগ্যতার মানদণ্ড সম্পর্কে সচেতন হতে হবে। যদি প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমার উপর ভিত্তি করে যোগ্যতার মানদণ্ড পূরণ না করেন তবে তারা এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন না।

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো শাখায় স্নাতক উত্তীর্ণ হতে হবে।

এর সঙ্গে বাংলা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে।

বয়সসীমা 

জেনারেল- ১৮-৩৯

OBC- ১৮-৪২

SC/ST- ১৮-৪৪

WBPSC MVI নিয়োগ 2025 নির্বাচন প্রক্রিয়া

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) নিয়োগ 2025-এর জন্য মোটর ভেহিকেল ইন্সপেক্টর (MVI) নন-টেকনিক্যাল পদের জন্য নির্বাচন প্রক্রিয়া একটি লিখিত পরীক্ষা এবং ব্যক্তিত্ব পরীক্ষা/সাক্ষাত্কারের ভিত্তিতে হবে। প্রার্থীদের চূড়ান্ত যোগ্যতা এই দুই ধাপের উপর ভিত্তি করে করা হবে।

লিখিত পরীক্ষা

ব্যক্তিত্ব পরীক্ষা/ সাক্ষাৎকার

১২) WBPSC IDO Recruitment 2024-25

পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন সম্প্রতি ২৪ ডিসেম্বর ২০২৪-এ একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি (15/2024) প্রকাশ করেছে, যাতে বলা হয়েছে যে IDO (ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার) এর পরীক্ষাটি আগামী বছর অনুষ্ঠিত হতে চলেছে৷ WBPSC IDO অর্থাৎ শিল্প উন্নয়ন অফিসার নিয়োগ সংক্রান্ত আরও বিস্তৃত বিবরণসহ বিজ্ঞপ্তি  শীঘ্রই www.psc.wb.gov.in এ প্রকাশিত হবে। এতে যোগ্যতা,  বয়সের সীমা সম্পর্কিত তথ্য বেতন স্কেল, আবেদনের পদ্ধতি, পরীক্ষার প্যাটার্ন এবং অন্যান্য প্রাসঙ্গিক বিশদ তথ্য অন্তর্ভুক্ত থাকবে।পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর WBPSC IDO (শিল্প উন্নয়ন কর্মকর্তা নিয়োগ 2024-25) সম্পর্কিত বিজ্ঞাপন নীচে সংযুক্ত করা হয়েছে।

WBPSC IDO Recruitment 2024-25: ওভারভিউ

পাবলিক সেক্টর এবং অন্যান্য সরকারী সংস্থাগুলিতে বিভিন্ন বিভাগের শূন্যপদগুলি পূরণ করতে, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন একটি বড়ো নিয়োগ প্রক্রিয়া চালিয়ে থাকে। পশ্চিমবঙ্গের পাশাপাশি সারা ভারত থেকেও অনেক প্রার্থী এই পরীক্ষার জন্য আবেদন করে থাকে। এখানে সারণী আকারে উল্লিখিত পরীক্ষার বিশদ বিবরণ রয়েছে দেখে নিন:

WBPSC IDO Recruitment 2024-25 Recruitment: Overview

পরিচালনা সংস্থা 

West Bengal Public Services Commission (WBPSC)

পরীক্ষার নাম 

              WBPSC IDO Examination 2024-25

পদের নাম 

ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার (IDO)

ক্যাটাগরি 

পশ্চিমবঙ্গ সরকারের চাকরি  Govt. Jobs

অনলাইন অ্যাপ্লিকেশন তারিখ 

শীঘ্রই প্রকাশিত হবে 

অ্যাপ্লিকেশন মোড 

অনলাইন 

নির্বাচন প্রক্রিয়া 

         লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ 

অফিসিয়াল ওয়েবসাইট   

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন 


WBPSC IDO Recruitment 2024-25: গুরুত্বপূর্ণ তারিখ

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) WBPSC IDO (ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ 2024-25) এর বিজ্ঞপ্তি প্রকাশ করবে খুব তাড়াতাড়ি। এই চাকরি সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখ এখনও বিস্তারিতভাবে ঘোষিত হয়নি।  এটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে সম্পূর্ণ সময়সূচী প্রদান করব। 

WBPSC IDO Recruitment 2024-25: গুরুত্বপূর্ণ তারিখ 

ঘটনা 

তারিখ 

WBPSC IDO সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি 

     ২৪ ডিসেম্বর ২০২৪ 

অনলাইন ফর্ম ফিলাপ শুরু       

শীঘ্রই প্রকাশিত হবে

অনলাইন ফর্ম ফিলাপ শেষ 

শীঘ্রই প্রকাশিত হবে

আবেদন মূল্য জমা দেবার শেষ তারিখ 

শীঘ্রই প্রকাশিত হবে

WBPSC IDO পরীক্ষার তারিখ 

শীঘ্রই প্রকাশিত হবে

WBPSC IDO Recruitment 2024-25: পোস্ট 

দেখে নিন কোন কোন পদ্গুলির জন্য WBPSC IDO (ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার) পরীক্ষাটি পরিচালিত হয়

পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ এবং টেক্সটাইল ডিপার্টমেন্ট রয়েছে সেগুলির অফিসার হিসেবে নিয়োজিত হয়। 

WBPSC IDO Recruitment পরীক্ষার প্যাটার্ন

WBPSC IDO (ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার রিক্রুটমেন্ট টেস্ট 2 টি ধাপ নিয়ে গঠিত: লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ। WBPSC IDO (ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার সার্ভিস) এর জন্য নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীদের সেই অনুযায়ী সমস্ত ধাপ অতিক্রম করতে হবে। যাইহোক, লিখিত পরীক্ষার প্রশ্ন MCQ ধরনের হবে। এর জন্য এই WBPSC IDO পরীক্ষার প্যাটার্ন ও সিলেবাস নম্বর বিভাজন সহ পরবর্তীতে দেওয়া হবে। 

WBPSC IDO (Industrial Development Officer 2024-25) বেতন কাঠামো 

WBPSC IDO অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষার অধীনে আসা সমস্ত পদের জন্য নির্ধারিত বেতনের পরিমাণ একই। এই পদের বেতন স্কেল মোটামুটিভাবে  ৩২,০০০-৭৪,৫০০/ টাকা। শিল্প উন্নয়ন অফিসার (IDO) পদের জন্য নির্বাচিত প্রার্থীদের তাদের কাজের জন্য একটি মাসিক বেতন দেওয়া হবে। দেখে নিন সমস্ত কিছু মিলিয়ে মোটামুটি প্রাপ্ত বেতন কত-

WBPSC IDO Recruitment 2024-25: বেতন কাঠামো 

বেসিক পে 

৩২,১০০/-(প্রায়)

D.A

 ৩৮৫২/-(প্রায়.)

হাউজ রেন্ট অ্যালায়েন্স

৩৮৫২/-(প্রায়.)

মোট প্রাপ্তি 


৩৭,৪১৫/-(প্রায়.)

WBPSC IDO Recruitment যোগ্যতার মানদণ্ড

WBPSC IDO পরীক্ষায় বসার ক্ষেত্রে কীরকম শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা প্রয়োজন জেনে নিন-

শিক্ষাগত যোগ্যতা 

প্রথমত, প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অথবা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে প্রযুক্তি বা ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা সম্পন্ন করতে হবে।

দ্বিতীয়ত, আবেদনকারীদের বাংলা ভাষায় পড়তে এবং লিখতে সক্ষম হতে হবে।

বয়স সীমা

WBPSC IDO নিয়োগ 2025-এর জন্য আবেদন করার যোগ্য হওয়ার জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৩৯ বছর হওয়া উচিত। তবে, সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্ব সীমা শিথিল করা হবে।

WBPSC IDO Recruitment: আবেদন প্রক্রিয়া

WBPSC IDO 2024-25 কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। আবেদনপত্রগুলি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে জমা দেওয়া যাবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ইতিমধ্যে উল্লেখ করেছে যে, একই প্রার্থীর ক্ষেত্রে একাধিক আবেদনপত্র জমা দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ।

WBPSC IDO Recruitment 2024-25: আবেদন মূল্য

WBPSC IDO (ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার 2024-25 পরীক্ষার আবেদন ফি অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ১৬০ টাকা। PwD প্রার্থীদের ও অন্যান্য সংরক্ষিত বিভাগের প্রার্থীরা, কোনো আবেদন ফি জমা দিতে হবে না বলে জানিয়েছে কমিশন।

WBPSC IDO Recruitment 2024-25: Application Fees

ক্যাটাগরি

 আবেদন মূল্য 

জেনারেল / OBC

              ১৬০ টাকা

SC/ ST/ PwD

            নেই 

১৩) WBPSC Assistant Teacher Notification 2024-25 

পশ্চিমবঙ্গের রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে মঙ্গলবার ৩১ ডিসেম্বর অ্যাসিসটেন্ট মাস্টার ও মিস্ট্রেস নিয়োগের জন্য একটি ছোটো বিজ্ঞপ্তি প্রকাশ করে। যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে কোন কোন বিষয়ের জন্য শিক্ষকতার চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন তাদের নোটিফিকেশনটিতে উল্লেখ করেছে, ইংরেজি ও বাংলা দুটি মাধ্যমেই মাস্টার ও মিস্ট্রেস নিয়োগ করা হবে।

WBPSC Assistant Teacher 2024-25: ওভারভিউ

বিস্তারিতভাবে জেনে নিন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অ্যাসিসটেন্ট মাস্টার ও মিস্ট্রেস নিয়োগের বিষয়টি নিয়ে-

WBPSC Assistant Master and Mistress 2024-25

পরীক্ষার নাম 

অ্যাসিসটেন্ট মাস্টার মিস্ট্রেস রিক্রুটমেন্ট 

কন্ডাক্টিং বডি 

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন 

ফর্ম ফিলাপ শুরু 

শীঘ্রই প্রকাশিত হবে

ফর্ম ফিলাপ শেষ 

শীঘ্রই প্রকাশিত হবে

আবেদন মূল্য 

শীঘ্রই প্রকাশিত হবে

অফিসিয়াল ওয়েবসাইট 

শূন্যপদের সংখ্যা

শীঘ্রই প্রকাশিত হবে

পরীক্ষার তারিখ ( বাংলা মিডিয়াম)

১৪/০৯/২০২৫

পরীক্ষার তারিখ (ইংরেজি  মিডিয়াম)

২০/০৯/২০২৫ 

WBPSC Assistant Teacher Recruitment 2024: যোগ্যতা 

আবেদনপত্র পূরণ করার আগে প্রার্থীদের অবশ্যই যোগ্যতা সম্পর্কে জেনে নিতে হবে। যোগ্যতার মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতা, ও বয়স সীমা যা নীচে আলোচনা করা হয়েছে।

  • প্রার্থীকে একজন ভারতীয় হতে হবে।
  • NCTE অনুযায়ী প্রার্থীর যোগ্যতা থাকতে হবে অর্থাৎ প্রার্থীকে যেকোন বিষয়ে স্নাতক হতে হবে। B.Ed. থাকতে হবে ।
  • বাংলা মাধ্যমে স্কুলগুলিতে আবেদন করলে অবশ্যই বাংলা লিখতে পড়তে ও বলতে জানতে হবে।
  • আবেদনকারী প্রার্থীর বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে।
government job updates 2025
government jobs 2025
latest government job alerts 2025
wbpsc assistant teacher recruitment
wbpsc clerkship recruitment
wbpsc miscellaneous recruitment
wbpsc recruitment 2025
wbpsc recruitment update
NET Paper 1 and Paper 2 Batch AD

Connect with Us