UGC NET পরীক্ষা উচ্চ শিক্ষার্থীদের কাছে খুব স্বপ্নের পরীক্ষা। এই পরীক্ষার জন্য তৈরি, ইংরেজি বিষয়ের সিলেবাসের প্যাটার্নটি প্রার্থীদের মূল বিষয় সম্পর্কে ধারণা এবং জ্ঞানের পরিধি পরীক্ষা করার উদ্দেশ্যে গঠন করা হয়েছে। এতে MCQ ধরনের প্রশ্ন রয়েছে যা শুধুমাত্র বিষয়-সম্পর্কিত ধারণাই নয়, গবেষণা চালানোর ক্ষমতাকেও পরীক্ষা করে। সূক্ষাতিসূক্ষ বিষয়ের প্রতি প্রার্থীদের মনোযোগ রয়েছে কিনা তা যাচাই করা যায় এর মাধ্যমে। UGC NET ইংরেজি পরীক্ষার প্রাথমিক উদ্দেশ্যগুলির মধ্যে একটি হল শিক্ষকতা এবং গবেষণা-কেন্দ্রিক পেশাগুলির জন্য শ্রেষ্ঠ প্রার্থীর নির্ধারণ করা বা তাদের গভীর জ্ঞানের পরিধি নির্ধারণ করা। সুতরাং, এটি প্রার্থীদের নতুন ধারণা বিকাশের দিকেও মনোনিবেশ করে। আলোচ্য ব্লগে UGC NET ইংরেজি পাঠ্যক্রম, সেরা বই এবং এই পরীক্ষার সাথে সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
এখন প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে কথা বলা যাক। অন্যান্য সব বিষয়ের মতো, UGC NET ইংরেজি পরীক্ষায়ও CBT মোডে হয়ে থাকে। এতে ১৫০টি প্রশ্ন রয়েছে (পেপার ১ সহ), প্রতিটি প্রশ্নের ভিত্তিতে ২ নম্বর থাকে এবং মোট ৩০০ নম্বর রয়েছে, যেটি তিন ঘন্টা ধরে সংগঠিত হয়ে থাকে। ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই আলোচ্য পরীক্ষায়।
UGC NET ইংরেজি পরীক্ষা পদ্ধতির বিন্যাস এইখানে আলোচনা করা হল:
প্রশ্নের প্যাটার্ন | MCQ |
প্রশ্নের সংখ্যা | ১৫০ |
মোট নম্বর | ৩০০ |
সময়সীমা | ৩ ঘন্টা |
নেগেটিভ মার্কিং | নেই |
অফিসিয়াল ওয়েবসাইট |
UGC NET এর প্রথম পত্র বিষয়টিতে টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, কমিউনিকেশন ও এনভারমেন্ট, কম্প্রিহেনশন, ম্যাথামেটিকাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড ইত্যাদি পড়তে হয়। সেই সঙ্গে পেপার ২ তে ইংরেজি এই দশটি ইউনিট পড়তে হয়। UGC NET ইংরেজি পেপারের সিলেবাসে নিম্নলিখিত দশটি ইউনিট রয়েছে, ইংরেজি সিলেবাসটি দেওয়া হল: এখন বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক UGC NET এর ইংরেজি সিলেবাসটির সম্পর্কে-
Unit I | Drama |
Unit II | Poetry |
Unit III | Fiction and Short Story |
Unit IV | Non-Fiction Prose |
Unit V | Language: Basic Concepts, theories and pedagogy, English in Use |
Unit VI | English in India: history, evolution, and future |
Unit VII | Cultural Studies |
Unit VIII | Literary Criticism |
Unit IX | Literary Theory post World War II |
Unit X | Research Methods and Materials in English |
প্রার্থীরা নিচে দেওয়া লিঙ্ক থেকে UGC NET বাংলা সিলেবাস পেপার ২ পিডিএফ এবং পেপার ১ সিলেবাস ডাউনলোড করতে পারে। নীচে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করলে এবং সিলেবাসটি স্ক্রিনে প্রদর্শিত হবে। প্রার্থীরা ইংরেজি সিলেবাস কিংবা পেপার ১ এর PDF ডাউনলোড করে প্রস্তুতির জন্য ব্যবহার করতে পারেন।
UGC NET পরীক্ষার ক্ষেত্রে ইংরাজি সিলেবাসের কিছু গাইড বুক রয়েছে। এখন দেখে নেওয়া যাক ইংরাজি সিলেবাসের গাইড বুকগুলি-
সেই সাথে প্রয়োজন হল সঠিক স্টাডি প্ল্যানের। একটি সঠিক স্টাডি প্ল্যান একজন প্রার্থীকে UGC NET পরীক্ষায় দারুণভাবে সফল হতে সহায়তা করবে। এর সঙ্গে কেউ চাইলে কোচিং ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করতে পারে।
UGC NET ইংরেজি পরীক্ষার জন্য সিলেবাসের বিশালতা সত্ত্বেও, প্রস্তুতির জন্য একটি পরিকল্পিত স্টাডি প্ল্যান এই সিলেবাস পরিক্রমার ক্ষেত্রে সহায়ক হতে পারে। সফল অধ্যাপক হতে গেলে নিজের প্রস্তুতিতে ফাঁকি দিলে একদমই চলবে না। তাই নিয়মিত পূর্ববর্তী বছরের প্রশ্ন সমাধান করতে হবে। সেই সঙ্গে কোচিং বা সেলফ স্টাডির সাহায্যে নিজেকে যোগ্য করে তুলুন, কারণ নেট পরবর্তী সময়ে চাকরি কিংবা ভবিষ্যৎ তৈরির ক্ষেত্রে লড়াই কিন্তু আরও জোরদার।
আরও পড়ুন-NET PYQ সমাধান করে নিশ্চিত করুন আপনার সফলতাকে
ইংরেজি সিলেবাসের কিছু গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করা যাক-
UGC NET ইংরেজি সিলেবাস অগণিত প্রার্থীদের জন্য কঠিন বলে মনে হতে পারে। শেষ কয়েকদিনের প্রস্তুতি নিয়ে পরীক্ষায় সফল হওয়ার জন্য এখানে কয়েকটি টিপস রয়েছে:
আমরা আশা করি এই নিবন্ধটি আপনাকে UGC NET ইংরেজি সিলেবাসের একটি ওভারভিউ দিয়েছে। আরও জানতে ওয়েবসাইট ইউজিসি নেট সিলেবাস দেখুন।
UGC NET ইংরেজি পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীরা প্রথমেই কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে শিক্ষকতা করার সুযোগ রয়েছে। ইচ্ছা করলে তারা গবেষণার কাজে যুক্ত হতে পারে। যারা JRF পাবে তাদের জন্য রয়েছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ হিসেবে নিয়োজিত থাকার সুযোগ। এছাড়া অনলাইন এডুকেটর, লেখক, সম্পাদক, ল্যাব প্রশিক্ষক, গেস্ট ফ্যাকাল্টি, টিউটর/প্রশিক্ষক- অনলাইন এবং অফলাইন ইত্যাদি বিভিন্ন কর্মের সুযোগ রয়েছে। এছাড়া কেউ চাইলে PSUতেও নিজের কর্মজীবন শুরু করতে পারে।
UGC NET-এর ইংরেজি সিলেবাস কি কঠিন?
একদমই না। সঠিক ভাবে সব ইউনিট অধ্যয়ন করলে এবং উপযুক্ত কৌশল অবলম্বন করে প্রস্তুতি নিলে কখনোই ইংরেজি সিলেবাস কঠিন মনে হবে না।
UGC NET ইংরেজি সিলেবাস -এর PDF কি পাওয়া যাচ্ছে?
হ্যাঁ UGC-এর আমাদের ব্লগের নীচে ইংরেজি সিলেবাসের PDF টি রয়েছে। প্রার্থীরা সেটি থেকে ডাউনলোড করতে পারবে।
UGC NET পরীক্ষায় পাশ করার পর কি কি চাকরির সুযোগ আছে?
UGC NET পাশ করলে একজন প্রার্থী যেকোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপকের পদে আবেদন করতে পারবে। এছাড়া সে গবেষণার কাজেও নিজেকে নিয়োজিত করতে পারে।
UGC NET ইংরেজি সিলেবাসের কি কোনো পরিবর্তন হয়েছে?
না এখনও পর্যন্ত ইংরেজি সিলেবাসের কোনো পরিবর্তন হয়নি। তবে সিলেবাসের কিছু পরিবর্তন হতে পারে এমন কথাই জানিয়েছে UGC NET।
UGC NET ইংরেজি পরীক্ষার জন্য কিছু ভালো স্টাডি মেটিরিয়াল কোথা থেকে পাওয়া যাবে?
UGC NET ইংরেজি পরীক্ষার জন্য ভালো স্টাডি মেটিরিয়াল অনলাইনে খুঁজে পেতে পারেন। ইউনিট ভিত্তিক কিংবা সম্পূর্ণ সিলেবাসের বেশ কিছু বইও আছে। তা ছাড়া, যেকোনো অনলাইন/অফলাইন কোচিং ইনস্টিটিউটে ভর্তি হয়ে তাদের সহায়তায় প্রতিটি ইউনিটের জন্য বিস্তারিতভাবে স্টাডি মেটিরিয়াল লাভ করতে পারেন।
NET ইংরেজি পরীক্ষা ক্র্যাক করার জন্য মক টেস্ট কি যথেষ্ট?
NET ইংরেজি পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত মক টেস্ট সল্ভ করা যথেষ্ট উপকারী হতে পারে। কিন্তু শুধু মক টেস্টই একজন প্রার্থীকে কাঙ্খিত নম্বর পেতে সহায়তা করবে না, এর জন্য প্রতিটি ইউনিট অধ্যয়ন করে, ধারণাটি পরিষ্কারভাবে বুঝতে হবে।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...