UGC NET পরীক্ষার পরবর্তীতে ক্যারিয়ারের কী সুযোগসুবিধা রয়েছেঃ রইল তারই বিস্তারিত আলোচনা

UGC NET পরীক্ষার পরবর্তীতে ক্যারিয়ারের  কী সুযোগসুবিধা রয়েছেঃ রইল তারই বিস্তারিত আলোচনা

UGC NET বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক একটি সম্মানীয় পরীক্ষা হিসেবে সর্বজনবিদিত। CBT মোডে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ( National Testing Agency- NTA) দ্বারা পরিচালিত একটি মর্যাদাপূর্ণ পরীক্ষা। এই সর্বভারতীয় স্তরের এই পরীক্ষাটি প্রায় 83 টি বিষয় নিয়ে অনুষ্ঠিত হয়।

UGC NET-এর পর ক্যারিয়ার

সারা ভারত জুড়ে প্রচুর প্রার্থী UGC NET পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিংবা হয়তো সদ্য উত্তীর্ণ হয়েছেন কিন্তু কোথাও জয়েন করার সুযোগ পাননি, তাই ভাবছেন কীভাবে কোনদিকে নিজের ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাবেন । এই আর্টিকেলটি সেইসব  প্রার্থীদের উদ্দেশ্যে করেই,  যারা তাদের কর্মজীবন নিয়ে উদ্বিগ্ন এবং যারা এটাও বিশ্বাস করেন যে UGC NET পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাদের কর্মজীবনের মধ্যে মাত্র দুটি পথ উন্মুক্ত রয়েছে- 1) সহকারী অধ্যাপক বা 2) সম্মানজনকভাবে বিশ্ববিদ্যালয় থেকে JRF-এর সঙ্গে পিএইচডি করার যোগ্যতা। তবে এই ধারণা সবসময় যে সত্য তা কিন্তু নয়। UGC NET-এর প্রার্থীদের জন্য বিপুল সংখ্যক আরও অনেক বিকল্প রয়েছে।

আলোচ্য আর্টিকেলটি কর্মজীবন সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা করতে সাহায্য করতে পারে, এই ধরনের সুযোগগুলি নিয়েই আলোচনা করবে। এই ব্লগটি নির্দিষ্ট কিছু শ্রোতাদের কথা ভেবেই তৈরি করা হয়েছে; চলুন জেনে নেওয়া যাক কারা কারা এটি থেকে উপকৃত হবে:

  • UGC NET সম্পন্ন করা ব্যক্তিরা, যারা বর্তমানে চাকরির সন্ধান করছেন।
  • যে সকল প্রার্থীরা UGC NET সম্পর্কিত পেশার সুযোগ খুঁজছেন।
  • যে পরীক্ষার্থীরা UGC NET পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার লক্ষ্য স্থির করেছেন।

আরও পড়ুন সফল সহকারী অধ্যাপক হওয়ার পথ নির্দেশিকা 

 UGC NET সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্যাবলি

 UGC NET পরীক্ষা মূলত প্রফেসর বা সহকারী অধ্যাপক নির্বাচন এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ প্রদানের উদ্দেশ্যে পরিচালিত হয়। NET পরীক্ষা আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠছে, তাই যে যে আবেদন করতে চায় তাকে কঠোর পড়াশোনা করতে হবে। প্রায় লক্ষ লক্ষ প্রার্থী বছরে দু ‘বার এই পরীক্ষায় অংশ নেন। 

শুধুমাত্র সহকারী অধ্যাপক পদে আবেদনকারী প্রার্থীরা জুনিয়র রিসার্চ ফেলোশিপের (JRF) পাবেন না।  UGC NET পরীক্ষা বছরে দু-বার অনুষ্ঠিত হয় এবং CBT মোডে এটি পরিচালিত হয়। অন্যান্য চাকরির বিকল্পগুলি বিবেচনা করার আগে, প্রার্থীদের UGC NET পরীক্ষার পাশাপাশি নির্বাচন প্রক্রিয়ার আওতায় থাকা কোর্সগুলিও বুঝে নিতে হবে।

জব প্রোফাইল এবং বেতন

দেশের বিপুল সংখ্যক মানুষ শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে। তবে অনেকেই UGC NET-এ আবেদন করার আগে বেতন হার জানতে চান। UGC NET ক্ষতিপূরণ পরিকল্পনা, কাজের বিবরণ (জব প্রোফাইল) এবং কর্মজীবনের অগ্রগতির সম্ভাবনা সম্পর্কিত বিশদ তথ্য প্রার্থীদের আগ্রহের বিষয়। 

যারা জাতীয় যোগ্যতা পরীক্ষার বা NET এ উত্তীর্ণ হয় তাদের জন্য শিক্ষক ও গবেষণা পদ পাওয়া যায়। যাঁরা সহকারী অধ্যাপক হতে চান, তাঁরা ভারতবর্ষের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে সহজেই আবেদন করতে পারেন। আর যে সকল প্রার্থীরা JRF স্পর্শ করতে পেরেছেন তাদের জন্য দুটি সুবিধা, তারা সহকারী অধ্যাপক হিসেবে এবং গবেষক হিসেবে আবেসন করতে পারবে। 

JRF প্রার্থীদের জন্য কর্মজীবনের সুযোগ

  • NET JRF ক্লিয়ার করার পরে, যে প্রার্থীরা রিসার্চ স্কলার হতে চান তারা একটি উপযুক্ত গবেষণা ক্ষেত্র বেছে নিতে পারেন এবং Ph.D এর জন্য বিশ্ববিদ্যালয়গুলিতে আবেদন শুরু করতে পারেন।
  • বিজ্ঞান বিভাগের প্রার্থীরা DRDO, ICMR আর এবং SERB, ICAR ইত্যাদির পরীক্ষাগারগুলিতে চাকরি করতে পারেন।
  • প্রার্থীরা বিভিন্ন জায়গায় পড়ানোর চেষ্টা করতে পারেন।
  • UGC NET জেআরএফ পাশ করা প্রার্থীরা বিভিন্ন পিএসইউ এবং সরকারী অর্থায়নে পরিচালিত সংস্থায় প্রকল্প ব্যবস্থাপক, লেখক বা প্রকল্প সহকারীর পদের জন্য যোগ্য। 

JRF বৃত্তিটি  প্রদানের তারিখ থেকে ৩ বছরের জন্য বৈধ এবং P.hD এর জন্য ভর্তি হওয়ার পরে, একজন স্কলার তাদের গবেষণাটিকে সফলভাবে সম্পন্ন করার জন্য ৫ বছর পেতে পারেন। আপনি যদি একজন রিসার্চ স্কলার হতে চান, তাহলে এই বিষয়ের  বিবরণগুলি জানতে হবে, নিম্নে তা দেওয়া হলঃ

JRF

SRF

JRF (Junior Research Fellow)

SRF (Senior Research Fellow)

প্রথম 2 বছরে 37000/- স্ট্রাইপেন্ড পেয়ে থাকেন 

আগামী 3 বছরে 42000/- স্ট্রাইপেন্ড পেয়ে থাকেন

যারা JRF-এ যোগ্যতা অর্জন করেছেন, তাঁরা তাঁদের কাজ শুরু করার পর স্ট্রাইপেন্ড পেতে পারেন।

SRF একটি প্রচারমূলক পদ, পর্যালোচনা কমিটির কাছ থেকে এই পদের জন্য সুপারিশের প্রয়োজন।

NET-LS প্রার্থীদের জন্য কর্মজীবনের সুযোগ:

যেকোনো NET যোগ্য প্রার্থীর জন্য সবচেয়ে পছন্দের চাকরির সুযোগ হল সারা দেশের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হওয়া। UGC NET-এর জন্য তারা প্রস্তুতি শুরু করার পরপরই এই স্বপ্নটি  তারা হৃদয়ে বহন করে। 

সফলভাবে NET পরীক্ষায় উত্তীর্ণ করার পর, একজন সহকারী অধ্যাপক পদের জন্য সহজেই আবেদন করতে পারেন। সফল প্রার্থীদের স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে এবং ডক্টরাল ফেলোদের প্রশিক্ষণ দিতে হবে।

যাইহোক, প্রার্থীরা NET-LS-এর জন্য যোগ্যতা অর্জনের পরে কলেজগুলিতে অল্পসময়ের জন্য অধ্যাপক হিসেবে কাজ করতে পারেন। 

একজন সহকারী অধ্যাপক/লেকচারার হতে যে যে বিষয়গুলোই জানা আবশ্যক নিম্নে তার বিশদ বিবরণ রয়েছে:

  • যে সকল প্রার্থীরা UGC NET ক্লিয়ার করেছেন এবং সহকারী অধ্যাপক হতে চান, তারা সহজেই তাদের সুবিধা অনুযায়ী যেকোনো প্রতিষ্ঠানে লেকচারশিপ বা সহকারী অধ্যাপক পদের জন্য আবেদন করতে পারেন। 
  • একজন সহকারী অধ্যাপকের প্রত্যাশিত বেতন প্রতি মাসে 25000/- থেকে 40000/- পর্যন্ত হবে। এটি আপনার অভিজ্ঞতার সাথে বাড়তে পারে।
  • যোগ্য প্রার্থীরাও পার্ট টাইম লেকচারার হিসেবে যোগ দিতে পারেন অথবা তারা ফ্যাকাল্টি হিসেবে যোগ দিতে পারেন এবং UGC-NET পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া প্রার্থীদের প্রশিক্ষণ দিতে পারেন।

NET-এর পরে প্রচলিত কিছু কর্মসংস্থান

UGC NET-এর যোগ্যতা অর্জনের পরে আরও অনেক বিকল্প ক্যারিয়ারের ব্যবস্থা রয়েছে। যদি একজন প্রার্থী সহকারী অধ্যাপক হওয়ার প্রচলিত পথটি গ্রহণ করতে কিংবা JRF এর সাথে গবেষণা করতে ইচ্ছুক না হন তবে তারা অন্যান্য সেক্টরগুলিতে অন্বেষণ করে উপযুক্ত চাকরি খুঁজে পেতে পারেন।

আসুন কিছু অন্যান্য বিকল্প খোঁজ  করি যাতে প্রার্থীরা চেষ্টা করতে পারেন:

  • লেখক
  • সম্পাদক
  • ল্যাব প্রশিক্ষক
  • গেস্ট ফ্যাকাল্টি
  • পরামর্শদাতা
  • টিউটর/প্রশিক্ষক- অনলাইন এবং অফলাইন

তাদের নিজস্ব নীতির কারণে এক স্থানের থেকে অন্য স্থানে বেতন কাঠামো পরিবর্তিত হয়। যে শিক্ষার্থীরা  তাদের ক্যারিয়ার অন্যভাবে  গড়তে ইচ্ছুক নয় তারা এই পদগুলি বেছে নিতে পারে। যদিও আমরা আরও কয়েকটি অন্যান্য বিকল্পের উল্লেখ করেছি, সেগুলিও ভেবে দেখা যেতে পারে । 

আরও পড়ুন-  কোচিং না সেলফ স্টাডি কোনটি ভালো আপনার জন্য 

PSU-তে চাকরির সুযোগ

UGC NET-এর জন্য যোগ্যতা অর্জনের পরে, একজন সহকারী অধ্যাপক হওয়া বা গবেষণায় ক্যারিয়ার গড়ে তোলা সর্বদা আদর্শ নয়। কিছু প্রার্থী তাদের সাফল্যের জন্য অন্যান্য কর্মজীবনের পথ বিবেচনা করতে চান। 

অনেক পাবলিক সেক্টর আন্ডারটেকিংস (PSUs) সরাসরি UGC NET পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একটি লাভজনক বেতন দিয়ে নিয়োগ করে। UGC সমস্ত PSU-কে UGC-NET পরীক্ষার ডেটাবেস অ্যাক্সেস করার অনুমতি দিয়েছে। সুতরাং যে প্রার্থীরা UGC NET পরীক্ষায় যোগ্য হয়েছেন তারা যেকোনো নিয়োগ বিজ্ঞপ্তির জন্য PSU-এর ওয়েবসাইটে নজর রাখতে পারেন।  

এখানে PSU-এর তালিকা রয়েছে, UGC NET যোগ্য প্রার্থীদের সেইগুলি দেখতে পারেন:

PUBLIC SECTOR UNDERTAKINGS

WEBSITE

Bharat Heavy Electricals Limited (BHEL)

https://www.bhel.com

Indian Oil Corporation Limited(IOCL)

https://iocl.com

National Thermal Power Corporation Limited (NTPC)

https://ntpc.co.in

Oil and Natural Gas Corporation (ONGC)

https://ongcindia.com/

Bharat Electronics Limited (BEL)

https://bel-india.in/

Power Grid Corporation of India Limited (PGCIL)

https://www.powergrid.in/

Naval Materials Research Laboratory (NMRL) Ambernath

https://www.drdo.gov.in › drdo › labs-and-establishments

Hindustan Petroleum Corporation Limited (HPCL)

https://www.hindustanpeTroleum.com

Oil India Limited (OIL)

https://oil-india.com

প্রার্থীরা নিশ্চয়ই ভাবছেন, একটি PSU একজন UGC NET যোগ্য প্রার্থীকে কী ধরনের পদ অফার করতে পারে। আপনার প্রশ্নের সাথে আপনাকে সাহায্য করার জন্য এখানে:

অনেক PSU NET যোগ্য প্রার্থীদের জন্য বেশ কয়েকটি শূন্যপদ বরাদ্দ করেছে-

  • শিক্ষা ও প্রশিক্ষণ 
  • মানবসম্পদ
  • গবেষণা ও উন্নয়ন
  • কর্পোরেট কমিউনিকেশন
  • কারিগরি ইউনিট
  • প্রকল্প ব্যবস্থাপনা
  • অর্থনীতি এবং অর্থ
  • নীতি ও পরিকল্পনা

আরও পড়ুন- UGC NET দিতে গেলে কোন কোন যোগ্যতা লাগে জানুন 

শিক্ষাক্ষেত্রে UGC-এর  জব পোর্টাল

শিক্ষাক্ষেত্রে কর্মজীবনে সহায়তা করার জন্য, UGC ইতিমধ্যে একটি পোর্টাল নিয়ে এসেছে যেখানে NET/SET/ P.hD যোগ্য প্রার্থীরা প্রাসঙ্গিক নথির সাথে নিজেদের নাম রেজিস্টার করতে পারেন। এই পোর্টালের পিছনে UGC-এর মূল লক্ষ্য হল প্রার্থীদের একাডেমিক প্রোফাইল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য ক্ষেত্রের নিয়োগকর্তাদের নজরে আনা এবং তাদের একটি উপযুক্ত চাকরি পেতে সাহায্য করা।

এই একাডেমিক জব পোর্টালের সাহায্যে নিয়োগকর্তারা প্রার্থীদের প্রোফাইল অন্বেষণ এবং ব্রাউজ করতে সক্ষম হবেন। এই পোর্টালটি নিয়োগকর্তাদের চাকরির সুযোগের জন্য তাদের নাম এবং পোস্ট সম্পর্কে করতে সাহায্য করে।

একাডেমিক চাকরির পোর্টালের লিঙ্ক: https://jobportal.ugc.ac.in/

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQs)

কিভাবে একজন সহকারী অধ্যাপক হবেন?

একজন সহকারী অধ্যাপক হওয়ার জন্য, প্রথমে আপনাকে UGC NET-এর যোগ্যতা অর্জন করতে হবে, তারপর বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের নিয়োগের খবর অনুসরণ করতে হবে এবং আপনার সুবিধামত আবেদন করতে হবে। 

সহকারী অধ্যাপক হওয়ার বয়সসীমা কত?

একজন সহকারী অধ্যাপকের বয়সসীমা ভারতীয় প্রতিষ্ঠানে পরিবর্তিত হয়। বর্তমানে ভারতীয় প্রতিষ্ঠানগুলি 35-40 বছরের পরিসীমা অনুসরণ করছে।

UGC NET-এর পরে আমি কীভাবে PSU-তে চাকরি পেতে পারি?

PSU এমন প্রার্থীদের নিয়োগ করে যারা UGC NET ক্লিয়ার করেছে। তারা কখন নিয়োগ বিজ্ঞপ্তি পোস্ট করছে তা জানতে আপনার তাদের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করা উচিত এবং আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী আবেদন করা উচিত। 

JRF প্রার্থীরা কি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারে?

একজন JRF প্রার্থী সহকারী অধ্যাপক হওয়ার যোগ্যতা অর্জন করেন। কিন্তু তারা তাদের চলমান ফেলোশিপের পাশাপাশি পড়াতে পারে না। UGC-এর একটি কঠোর নীতি রয়েছে যা বলে যে একজন ফেলোকে তাদের ফেলোশিপের মেয়াদে কোনো অর্থপ্রদানের কাজ/চাকরি নিতে হবে না। 

চাকরি বা গবেষণা কোনটি ইউজিসি নেট যোগ্যতা অর্জনের পরে বেশি লাভজনক?

আপনার সুবিধা এবং প্রয়োজনীয়তা অনুযায়ী আপনার কর্মজীবনের পথ বেছে নিন। আপনি যদি একাডেমিয়ায় থাকতে চান তবে একটি চাকরি ভরণপোষণ দিতে পারে এবং গবেষণা আপনার ক্যারিয়ারকে উন্নত করতে পারে।

career after ugc net
NET Paper 1 and Paper 2 Batch AD

Connect with Us