UGC NET বাংলা সিলেবাসে ভীতি আর নয়, রইল কিছু কৌশল সহ সম্পূর্ণ সিলেবাসের আলোচনা

UGC NET বাংলা সিলেবাসে ভীতি আর নয়, রইল কিছু কৌশল সহ সম্পূর্ণ সিলেবাসের আলোচনা

সিলেবাস একজন প্রার্থীকে নির্দিষ্ট বিষয়ের ওপর একটি কাঠামোগত ধারণা দিতে পারে। সেই কারণেই যেকোনো পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে একজন প্রার্থীকে সঠিকভাবে সিলেবাসটিকে জানতে ও  বুঝতে হবে। ভালো ফলাফল করার জন্য কোন ইউনিট বা টপিক কোন সময়ে অধ্যয়ন করলে ভালো হবে সেই অনুসারে পাঠ পরিকল্পনা গঠনে সহায়তা করে সিলেবাস। 

UGC NET বাংলা পাঠ্যক্রমটি যদি সঠিক কৌশলের সঙ্গে অধ্যয়ন না করা হয় তবে তা কঠিন ও অনেক বড়ো বলে মনে হতে পারে। কিন্তু সময়কে ব্যবহার করা এবং বিশেষ নির্দেশনা ও কৌশল দিয়ে, এটিকে সহজভাবে অনুশীলন করা যেতে পারে। পরীক্ষাটি একজন প্রার্থীর বিষয়-সম্পর্কিত ধারণা এবং গবেষণা-ভিত্তিক ক্ষমতা উভয় নির্ধারণ করার জন্য তৈরি করা হয়েছে। UGC NET বাংলা সিলেবাসের প্রাথমিক উদ্দেশ্যগুলির মধ্যে একটি হল একজন প্রার্থীর শিক্ষকতা এবং গবেষণা-কেন্দ্রিক পেশাগুলিতে দক্ষতা অর্জন করতে পারার ক্ষমতা নির্ধারণ করা। এই ব্লগে আলোচ্য পরীক্ষাটি পাস করার জন্য পাঠ্যক্রম (সিলেবাস)  এবং কিছু টিপস নিয়ে আলোচনা করা হয়েছে। 

UGC NET বাংলা পাঠ্যক্রমটি দশটি ইউনিটে বিভক্ত। প্রতিটি ইউনিটে বাংলা সাহিত্যের আদি যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত নানা ধরনের উপাদান অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আগ্রহীদের বিষয় সংক্রান্ত ধারণাকে স্পষ্ট করতে পারে।

এই আর্টিকেলে UGC NET-এর বাংলার বিস্তারিত সিলেবাস নিয়ে আলোচনা করা হয়েছে। প্রার্থীরা আমাদের এই আর্টিকেল থেকে সিলেবাস ডাউনলোড করতে পারেন, যার লিঙ্ক নিচে দেওয়া হয়েছে। 

UGC NET পরীক্ষার পদ্ধতি 

UGC NET বছরে দুবার CBT মোডে হয়ে থাকে। অন্যান্য সমস্ত বিষয়ের মতো, UGC NET বাংলা পরীক্ষাটিতেও ১৫০টি প্রশ্ন (পেপার ১ সহ) থাকে, প্রতিটি প্রশ্নের ভিত্তিতে ২ নম্বর করে বরাদ্দ থাকে  এবং মোট ৩০০ নম্বর রয়েছে।  তিন ঘন্টা ধরে অনুষ্ঠিত হয় এই পরীক্ষাটি। এতে ভুল প্রচেষ্টার জন্য কোনো নেগেটিভ মার্কিং থাকে না। 

 UGC NET বাংলা পরীক্ষার বিন্যাস এই বিভাগে আলোচনা করা হবে:

প্রশ্নের প্যাটার্ন

MCQ

প্রশ্নের সংখ্যা

১৫০

মোট নম্বর

৩০০

সময়সীমা

৩ ঘন্টা

নেগেটিভ মার্কিং

নেই

অফসিয়াল ওয়েবসাইট

UGC NET বাংলা সিলেবাস

UGC NET এর প্রথম পত্র বিষয়টিতে টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ  অ্যাপটিটিউড, কমিউনিকেশন ও এনভারমেন্ট,  কম্প্রিহেনশন, ম্যাথামেটিকাল রিজনিং অ্যান্ড  অ্যাপটিটিউড ইত্যাদি পড়তে হয়। সেই সঙ্গে পেপার ২ তে বাংলার এই দশটি ইউনিট পড়তে হয়। UGC NET বাংলা পেপারের সিলেবাসে নিম্নলিখিত দশটি ইউনিট রয়েছে, বাংলা সিলেবাসটি দেওয়া হল: এক ঝলকে দেখে নেওয়া যাক UGC NET এর বাংলা সিলেবাসটি-

  • বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ
  • প্রাগাধুনিক বাংলা সাহিত্য
  • কাব্য কবিতা
  • নকশা ও উপন্যাস
  • ছোটোগল্প
  • নাটক ও প্রহসন
  • প্রবন্ধ, রম্যরচনা , আত্মজীবনী ও সাময়িকপত্র প্রবন্ধ
  • রবীন্দ্রসাহিত্য
  • ছন্দ অলংকার
  • ভারতীয় ও পাশ্চাত্য কাব্যতত্ত্ব

UNIT 1: বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ

  • বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ
  • বাংলা ভাষার ধ্বনিতত্ত্ব, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিভাগ
  • প্রাচীন, মধ্য ও নব্য ভারতীয় আর্যভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য ও বিবর্তন।
  • বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস
  • বাংলা ভাষার আঞ্চলিক উপভাষা
  • অক্ষরের গঠনপ্রকৃতি
  • প্রত্যয়, সমাস
  • ধ্বনি পরিবর্তন, সন্ধি, লিঙ্গ, বচন, পদ পরিচয়
  • শব্দার্থ পরিবর্তনের ধারা

Unit 2: প্রাগাধুনিক বাংলা সাহিত্য

  • চর্যাপদ
  • শ্রীকৃষ্ণকীর্তন (জন্মখন্ড, বংশীখন্ড, তাম্বুলখন্ড, রাধাবিরহ)
  • বৈষ্ণব পদাবলী (বিদ্যপতি, চন্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দদাস, বলরামদাস)

মঙ্গলকাব্য:

১. বিজয় গুপ্তের মনসামঙ্গল (নরখন্ড), 

২. মুকুন্দ চক্রবর্তী-র চন্ডীমঙ্গল (বণিক খন্ড)

৩. ভারতচন্দ্রের অন্নদামঙ্গল (১ম খন্ড)

  • রামেশ্বর ভট্টাচার্য – শিবায়ন (চাষপালা)
  • কৃত্তিবাসী রামায়ণ (আদিকান্ড, লঙ্কাকান্ড)
  • মালাধর বসু-র শ্রীকৃষ্ণবিজয়
  • শাক্ত পদাবলী
  • ময়মনসিংহ গীতিকা

Unit 3: কাব্য কবিতা

  • ঈশ্বরচন্দ্র গুপ্ত – তত্ত্ব, বড়দানি , স্নানযাত্রা, পাঁঠা , তোপসে মাছ ,আনারস , পিঠা পুলি
  • মধুসূদন দত্ত – মেঘনাবধকাব্য
  • বিহারীলাল – সাধের আসন
  • কামিনী রায়- প্রণয় বাধা, সেকি? চন্দ্রপীড়ের জাগরণ, সুখ, দিন চলে যায়
  • সমর সেন – মেঘদূত ,মহুয়ার দেশ , একটি বেকার প্রেমিক ,উর্বশী ,মুক্তি
  • নজরুল ইসলাম- বিদ্রোহী, আজ সৃষ্টিসুখের উল্লাসে, সর্বহারা, আমার কৈফিয়ত, সব্যসাচী
  • বিষ্ণু দে- ঘোড়সওয়ার, প্রাকৃত কবিতা, জল দাও, ২৫শে বৈশাখ, দামিনী. স্মৃতি সত্তা ভবিষ্যত
  • জীবনানন্দ দাশ- বোধ, হায় চিল, সিন্ধুসারস, শিকার, গোধূলিসন্ধ্যায় নৃত্য
  • সুধীন্দ্রনাথ দত্ত- জেসন, সংবর্ত, যযাতি
  • অমিয় চক্রবর্তী- ঘর, সংগতি, বিনিময়, চেতন স্যাকরা, বড়োবাবুর কাছে নিবেদন 
  • সুভাষ মুখোপাধ্যায়- প্রস্তাব, মিছিলের মুখ, ফুল ফুটুক না ফুটুক, যেতে যেতে, পাথরের ফুল, কাল মধুমাস
  • শক্তি চট্টোপাধ্যায়- অনন্ত কুয়ার জলে চঁদ পড়ে আছে, আনন্দভৈরবী, অবনী বাড়ি আছো, চাবি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, যেতে পারি কিন্তু কেন যাবো।
  • কবিতা সিংহ- রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত, প্রেম তুমি, আন্তিগোনে, গর্জন,সন্তুর, হরিণ বৈরী

Unit 4: নকশা ও উপন্যাস

  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় – বিষবৃক্ষ
  • তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় – রাধা
  • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় – পথের পাঁচালি
  • মানিক বন্দোপাধ্যায়- পুতুল নাচের ইতিকথা
  • তারাশঙ্কর বন্দোপাধ্যায়- রাধা
  • সতীনাথ ভাদুড়ী- ঢোঁড়াইচরিত মানস
  • শরদিন্দু বন্দোপাধ্যায়- তুঙ্গভদ্রার তীরে
  • অদ্বৈত মল্লবর্মণ- তিতাস একটি নদীর নাম
  • আশাপূর্ণা দেবী- প্রথম প্রতিশ্রুতি
  • অমিয়ভূষণ মজুমদার- নির্বাস

Unit 5: ছোটোগল্প

  • বনফুল — শ্রীপতি সামন্ত, হৃদয়েশ্বর মুখুজ্জে
  • প্রেমেন্দ্র মিত্র – মশা (ঘনাদা), সংসার সীমান্তে
  • প্রভাতকুমার মুখোপাধ্যায়- কুড়ানো মেয়ে, বিবাহের বিজ্ঞাপন
  • পরশুরাম- শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, উলটপুরাণ
  • নরেন্দ্রনাথ মিত্র- চোর, রস
  • সুবোধ ঘোষ- ফসিল, সুন্দরম
  • কমলকুমার মজুমদার- মতিলাল পাদরী, নিম অন্নপূর্ণা
  • সমরেশ বসু- স্বীকারোক্তি, শহীদের মা
  • জ্যোতিরিন্দ্র নন্দী- সমুদ্র, গিরগিটি
  • বিমল কর- জননী, ইঁদুর
  • মতি নন্দী- আত্মভূক, শবাগার
  • সন্তোষকুমার ঘোষ- দ্বিজ, কানাকড়ি
  • লীলা মজুমদার- পদীপিসির বর্মীবাক্স, পেশাবদল
  • মহাশ্বেতা দেবী- দ্রৌপদী, জাতুধান
  • সুনীল গঙ্গোপাধ্যায়- গরম ভাত অথবা নিছক ভূতের গল্প, পাখি
  • সৈয়দ মুস্তাফা সিরাজ- বাদশা, গোঘ্ন

Unit 6: নাটক ও প্রহসন

  • মধুসূদন দত্ত – একেই কি বলে সভ্যতা
  • মীর মোশারফ হোসেন – জমিদারদর্পণ
  • গিরিশ ঘোষ- জনা
  • দ্বিজেন্দ্রলাল রায়- সাজাহান
  • বিজন ভট্টাচার্য- নবান্ন
  • বুদ্ধদেব বসু- প্রথম পার্থ
  • শম্ভু মিত্র- চাঁদ বণিকের পালা
  • উৎপল দত্ত- টিনের তলোয়ার
  • বাদল সরকার- বাকি ইতিহাস
  • মোহিত চট্টোপাধ্যায়- সিংহাসনের ক্ষয়রোগ

Unit 7: প্রবন্ধ , রম্যরচনা , আত্মজীবনী ও সাময়িকপত্র প্রবন্ধ

  • রামমোহন রায় – সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তকের সম্বাদ :প্রথম প্রস্তাব
  • স্বামী বিবেকানন্দ – প্রাচ্য ও পাশ্চাত্য
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়- মনুষ্যফল, বড়বাজার, বিদ্যাপতি ও জয়দেব, শকুন্তলা, মিরান্দা ও দেসদিমোনা, বঙ্গদর্শনের পত্রসূচনা
  • হরপ্রসাদ শাস্ত্রী- বঙ্গীয় যুবক ও তিনকবি, নতুন কথ গড়, বাঙ্গালা ভাষা
  • রামেন্দ্রসুন্দর ত্রিবেদী- সৌন্দর্য্য তত্ত্ব, সুখ না দুঃখ? অতিপ্রাকৃত- ১ম প্রস্তাব, নিয়মের রাজত্ব
  • প্রমথ চৌধুরী- ভারতচন্দ্র, বইপড়া, মলাট সমালোচনা, সাধুভাষা বনাম চলিতভাষা, সাহিত্যে অশ্লীলতা আলঙ্কারিক মত
  • অন্নদাশঙ্কর রায়- জীবনশিল্পী রবীন্দ্রনাথ, ভারত সংস্কৃতির স্বরূপ, পারিবারিক নারী সমস্যা
  • অবনীন্দ্রনাথ ঠাকুর- শিল্পে অনধিকার, শিল্পে অধিকার, দৃষ্টি ও সৃষ্টি, সৌন্দর্যের সন্ধান, বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী
  • আবু সয়ীদ আয়ুব- অমঙ্গলবাধ ও আধুনিক কবিতা, সুন্দর ও বাস্তব ভূমিকা: আধুনিক বাংলা কবিতা
  • বুদ্ধদেব বসু- রবীন্দ্রনাথ ও উত্তর সাধক, রামায়ণ, উত্তর তিরিশ, জীবনানন্দ দাশের স্মরণে, পুরানা পল্টন
  • রাসসুন্দরী দাসী- আমার জীবন
  • সাময়িক পত্র- তত্ববোধিনী, বঙ্গদর্শন, প্রবাসী, সবুজপত্র, কল্লোল

Unit 8: রবীন্দ্রসাহিত্য

  • চিত্রা কাব্য
  • পুনশ্চ কাব্য
  • নবজাতক কাব্য
  • উপন্যাস: ঘরে-বাইরে
  • চতুরঙ্গ
  • ছোটগল্প- নিশীথে, দূরাশা, স্ত্রীর পত্র, হৈমন্তী, ল্যাবরেটরি
  • নাটক- অচলায়তন, মুক্তধারা
  • প্রবন্ধ- মেঘদূত, ছেলেভুলানো ছড়া ১, বঙ্কিমচন্দ্র
  • প্রবন্ধ- তথ্য ও সত্য, বাস্তব, সাহিত্যের নবত্ব, আধুনিক কাব্য
  • প্রবন্ধ- সহিত্যের তাৎপর্য, মনুষ্য, নরনারী, পল্লীপ্রকৃতি ১
  • ভ্রমণসাহিত্য- জাপানযাত্রী
  • আত্মজীবনী- জীবনস্মৃতি

Unit 9: ছন্দ অলংকার

  • বাংলা ছন্দের উদ্ভব ও ক্রমবিকাশ
  • বাংলা ছন্দের রূপরীতি ও রূপবৈচিত্র্য
  • বাংলা ছন্দের পরিভাষা
  • বাংলা ছন্দ চর্চার ইতিহাস
  • অলংকার- শব্দালংকার
  • অলংকার প্রথমপর্ব

Unit 10: ভারতীয় ও পাশ্চাত্য কাব্যতত্ত্ব

  • অলংকারবাদ , রীতিবাদ , রসবাদ , ধ্বনিবাদ , চিত্রকাব্য , বক্রোক্তিবাদ
  • উজ্জ্বলনীলমণি: নায়কভেদে প্রকরণ
  • উজ্জ্বলনীলমণি: হরিপ্রিয়া প্রকরণ
  • উজ্জ্বলনীলমণি: নায়িকাভেদে প্রকরণ
  • উজ্জ্বলনীলমণি: শৃঙ্গারভেদে প্রকরণ
  • অ্যারিস্টট্ল – পোয়েটিক্স

UGC NET বাংলা সিলেবাস PDF (পেপার I এবং পেপার II)

প্রার্থীরা নিচে দেওয়া লিঙ্ক থেকে UGC NET বাংলা সিলেবাস পেপার ২ পিডিএফ এবং পেপার ১ সিলেবাস ডাউনলোড করতে পারে। নীচে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করলে এবং সিলেবাসটি স্ক্রিনে প্রদর্শিত হবে। প্রার্থীরা বাংলা সিলেবাস কিংবা পেপার ১ এর  PDF ডাউনলোড করে প্রস্তুতির জন্য ব্যবহার করতে পারেন।

UGC NET বাংলা সিলেবাস 2024: গুরুত্বপূর্ণ ইউনিটসমূহ

বাংলা UGC NET পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ ইউনিট যা মিস করা উচিত নয়:

  • বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ
  • প্রাগাধুনিক বাংলা সাহিত্য
  • কাব্য কবিতা
  • নকশা ও উপন্যাস
  • ছোটোগল্প
  • নাটক ও প্রহসন
  • প্রবন্ধ, রম্যরচনা , আত্মজীবনী ও সাময়িকপত্র প্রবন্ধ
  • রবীন্দ্রসাহিত্য
  • ছন্দ অলংকার
  • ভারতীয় ও পাশ্চাত্য কাব্যতত্ত্ব

UGC NET বাংলা পরীক্ষার সিলেবাস সুবৃহৎ হওয়া সত্ত্বেও, একটি পরিকল্পিত স্টাডি প্ল্যান  প্রস্তুতির জন্য সহায়ক হতে পারে।

UGC নেট বাংলা সিলেবাসের জন্য সেরা গাইড বই

UGC NET বাংলা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখানে সবচেয়ে সহায়ক গাইড বইগুলির একটি তালিকা রয়েছে:

বই

লেখক / প্রকাশনী

বাংলা সাহিত্যের সমগ্র ইতিবৃত্ত

ডঃ অসিত কুমার বন্দোপাধ্যায় (মডার্ন বুক এজেন্সি)

NTA-NET WB-SET বাংলা দ্বিতীয় পত্র ভলিউম-I, II, III

ডাঃ সন্তোষ কুমার মন্ডল (উদ্দালক পাবলিশিং হাউস)

মডেল অনুশীলন সেট বাংলা UGC NET

উদ্দালক পাবলিকেশন হাউস

বাংলা NTA NET & WB SET (VOL- I, II, III)

বলরাম ব্যাপারী

UGC NET বাংলা পরীক্ষার জন্য সিলেবাসের বিশালতা সত্ত্বেও, প্রস্তুতির জন্য একটি পরিকল্পিত স্টাডি প্ল্যান এই সিলেবাস পরিক্রমার ক্ষেত্রে সহায়ক হতে পারে। সফল অধ্যাপক হতে গেলে নিজের প্রস্তুতিতে ফাঁকি দিলে একদমই চলবে না। তাই নিয়মিত পূর্ববর্তী বছরের প্রশ্ন সমাধান করতে হবে। সেই সঙ্গে কোচিং বা সেলফ স্টাডির সাহায্যে নিজেকে যোগ্য করে তুলুন, কারণ নেট পরবর্তী সময়ে চাকরি কিংবা ভবিষ্যৎ তৈরির ক্ষেত্রে লড়াই কিন্তু আরও জোরদার। 

আরও পড়ুন-NET PYQ সমাধান করে নিশ্চিত করুন আপনার সফলতাকে

UGC NET বাংলা সিলেবাসের প্রস্তুতির কৌশল

UGC NET বাংলা পেপারটি অগণিত প্রার্থীদের জন্য কঠিন বলে মনে হতে পারে। সিলেবাসের সঠিক প্রস্তুতি নিয়ে পরীক্ষায় সফল হওয়ার জন্য এখানে কয়েকটি টিপস রয়েছে:

  • নিয়মিত মক টেস্ট দেওয়া এবং দুর্বল জায়গাগুলি শনাক্ত করে সংশোধন করা।
  • সিলেবাসের সম্পর্কে একটি সম্যক ধারণা থাকা উচিত এবং পরবর্তীতে ইউনিট অনুযায়ী নোট বা গুরুত্বপূর্ণ বিষয়গুলির জন্য প্রস্তুত করা দরকার।
  • অন্যান্য নির্ভরযোগ্য রেফারেন্স বই ছাড়াও পাঠ্যপুস্তকগুলি ভালোভাবে পাঠ করা আবশ্যক যা বিভিন্ন বিষয়ের প্রতি বোধগম্যতা এবং গভীরতা বৃদ্ধি করতে সহায়তা করবে।
  • পাঠ পরিকল্পনা (স্টাডি প্ল্যান) করার সময় রিভিশনের জন্য পর্যাপ্ত সময় রাখা বাঞ্ছনীয় কারণ বাংলা সিলেবাসের বিশালত্বের জন্য অন্য অনেক বিষয়ের চেয়ে বেশি রিভিশন প্রয়োজন। 
  • রেফারেন্স নেওয়ার সময় একটি চার্ট বানিয়ে অধ্যয়ন করা দরকার কারণ এটি প্রার্থীকে নিজের অবস্থান সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেতে সাহায্য করতে পারে।
  • নির্দেশিকা এবং সমর্থনের জন্য সহপাঠী প্রার্থীদের সাথে আপনার অগ্রগতি এবং অধ্যয়নের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে হবে।

চাকরির সুযোগ-

UGC NET বাংলা পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীরা প্রথমেই কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে শিক্ষকতা করার সুযোগ রয়েছে। ইচ্ছা করলে তারা গবেষণার কাজে যুক্ত হতে পারে। যারা JRF পাবে তাদের জন্য রয়েছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ হিসেবে নিয়োজিত থাকার সুযোগ। এছাড়া অনলাইন এডুকেটর, লেখক, সম্পাদক, ল্যাব প্রশিক্ষক, গেস্ট ফ্যাকাল্টি, টিউটর/প্রশিক্ষক- অনলাইন এবং অফলাইন ইত্যাদি বিভিন্ন কর্মের সুযোগ রয়েছে। এছাড়া কেউ চাইলে PSUতেও নিজের কর্মজীবন শুরু করতে পারে। 

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQs)

প্র: প্রথম প্রচেষ্টায় কীভাবে UGC NET বাংলা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়?

উঃ সিলেবাস কভার করার জন্য একটি সুন্দর সময়সারণি প্রস্তুত করে, মক টেস্ট দিয়ে দুর্বলতা শনাক্ত করে সংশোধন করতে পারলে প্রথম প্রচেষ্টায় এই পরীক্ষাটি ক্লিয়ার করার সম্ভব।

প্র. UGC NET বাংলার জন্য ভালো গাইড বই কোনগুলি?

উঃ ডঃ অসিত কুমার বন্দোপাধ্যায় ‘বাংলা সাহিত্যের সমগ্র ইতিবৃত্ত’ এবং বলরাম ব্যাপারীর ” বাংলা NTA NET & WB SET (VOL- I, II, III)” UGC NET বাংলার প্রস্তুতির জন্য দুটি সেরা বই।

প্র. নেট বাংলা পরীক্ষার জন্য কোন কোন ইউনিটগুলি গুরুত্বপূর্ণ?

উঃ UGC NET বাংলা পরীক্ষার জন্য সকল ইউনিটগুলিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রথম (বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ), দ্বিতীয় (প্রাগাধুনিক বাংলা সাহিত্য), সপ্তম (প্রবন্ধ, রম্যরচনা , আত্মজীবনী ও সাময়িকপত্র প্রবন্ধ), নবম (ছন্দ অলংকার),দশম (ভারতীয় ও পাশ্চাত্য কাব্যতত্ত্ব) ইউনিট গুলি খুব গুরুত্বপূর্ণ। 

প্র. UGC NET বাংলা পরীক্ষা 2024-এর জন্য যোগ্যতার মানদণ্ড কী কী?

উঃ UGC NET বাংলা পরীক্ষা 2024 এর জন্য যোগ্যতার মানদণ্ড হল-  UGC দ্বারা স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করা।

প্র. নেট বাংলা পরীক্ষার ক্ষেত্রে কোন ইউনিট থেকে বেশি নম্বর পাওয়া যায়? 

উঃ নেট বাংলা পরীক্ষায় মূলত ইউনিট ১ অর্থাৎ বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ ও ইউনিট ৯ অর্থাৎ ছন্দ অলংকার এই দুটি ইউনিট থেকেই বেশি নম্বর উঠতে দেখা যায়।  

প্র. UGC NET বাংলা পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কী?

উঃ এই পরীক্ষার পেপার ১-এ ৫০টি MCQ প্রশ্নের ভিত্তিতে ১০০ নম্বর রয়েছে এবং ২ নং পত্রে ১০০টি MCQ প্রশ্নের ভিত্তিতে ২০০ নম্বর রয়েছে ।

প্র. PYQ সমাধান করা নেট বাংলা পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ? 

উঃ অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে প্রশ্নের প্যাটার্ন , কি ধরনের প্রশ্ন আসে , কীভাবে কোন ইউনিট পড়লে তা সহজতর হবে ইত্যাদির সামগ্রিক ধারণা পাওয়া যায়।  

প্র. UCG NET  বাংলা সিলেবাস কি পরিবর্তন হচ্ছে?

উঃ এখনও অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো আপডেট দেওয়া হয়নি, তবে সিলেবাস যে পরিবর্তন হবে সে বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি। এই পরিবর্তনের বিষয়ে বিস্তারিত জানতে নজর রাখতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।  

net bengali syllabus
ugc net bengali syllabus

Downloads

UGC NET Bengali Syllabus PDF

NET Paper 1 and Paper 2 Batch AD

Connect with Us