সারা বিশ্বে, শিক্ষকতা একটি মর্যাদাপূর্ণ এবং সম্মানজনক পেশা হিসাবে বিবেচিত হয়। ভারতবর্ষে শিক্ষকদেরকে পথপ্রদর্শক হিসেবে দেখা হয়, তারা কেবলমাত্র অন্যদের পথ নির্ধারণই করে না, বরং তাদের মানসিক ও প্রাক্ষোভিক বিকাশে সহায়তা করেন। শিক্ষক কিংবা প্রফেসরদের নানা ধরনের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। প্রফেসর হতে গেলে অনেকগুলি জটিল ধাপ অতিক্রম করতে হয়।
কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা তাদের বিভাগ ও প্রতিষ্ঠানে শিক্ষকতার পাশাপাশি গবেষণার কাজও করেন। একজন প্রফেসরের একটি সাধারণ কর্মজীবনের পথের মধ্যে রয়েছে গবেষণা, ডক্টরেট ডিগ্রী প্রাপ্তি, শিক্ষাদানের অভিজ্ঞতার মাধ্যমে কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন করা। এর জন্য প্রয়োজন গভীর অধ্যবসায় এবং দৃঢ়তা।
অধ্যাপকের পদ হল একটি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কাঠামো বলা চলে। এই পদ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিবরণ নিম্নরূপ:
সহকারী অধ্যাপক পদটি একটি চাহিদাপূর্ণ কর্মজীবনের পথ, যা শিক্ষার্থীদের সরাসরি নির্দেশ দিতে এবং গবেষণা পরিচালনার কাজ করতে এবং মানব জ্ঞানের অগ্রগতিতে অবদান রাখতে সক্ষম করে।
আরও পড়ুন– UGC NET পরীক্ষার পরবর্তীতে ক্যারিয়ারের কী সুযোগসুবিধা রয়েছেঃ রইল তারই বিস্তারিত আলোচনা
একজন সহকারী অধ্যাপক হওয়ার জন্য কিছু বিশেষ যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হয়-
প্রথমত, একটি ভালো একাডেমিক রেকর্ড থাকা সংজ্ঞায়িত বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ বিষয়ের ওপর ভিত্তি করে মাস্টার্স ডিগ্রি স্তরে কমপক্ষে 55% নম্বর সহ উত্তীর্ণ হতে হয়।
আবেদনকারীকে অবশ্যই UGC এবং CSIR দ্বারা অনুষ্ঠিত National Eligibility Test (NET) বা UGC দ্বারা গৃহীত অনুরূপ পরীক্ষা, যেমন- SLET বা SET ইত্যাদিতে পাশ করতে হবে।
ভারতে একজন সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করার আগে, এই পেশাটি সঠিক পছন্দ কিনা তা প্রথমেই নির্ধারণ করতে হবে। নিম্নে একজন ভারতীয় সহকারী অধ্যাপকের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হল-
যদি উপরের দায়িত্বগুলি সঠিকভাবে পালন করা যায় তাহলে একজন সহকারী অধ্যাপক হওয়া তুলনামূলকভাবে সহজ।
আরও পড়ুন- B.Ed অথবা NET কোনটি আপনার শিক্ষকতার সুপ্ত স্বপ্নকে পূরণ করতে সক্ষম? বিশদে জেনে নিন এই আর্টিকেল থেকে
সহকারী অধ্যাপকের পদ অর্জনের প্রধান পদ্ধতি হল প্রবেশিকা পরীক্ষা, কি কি পরীক্ষার মাধ্যমে সহকারী অধ্যাপকের পদ অর্জন করা যায় নীচে সেগুলিকে তালিকাভুক্ত করা হল :
NET: National Eligibility Test বা NET যা UGC NET নামেও পরিচিত। এটি একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা যা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) দ্বারা পরিচালিত। জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) বা লেকচারশিপ(L.S) এর জন্য প্রার্থীদের বেছে নেওয়ার জন্য এই পরীক্ষাটি হয়ে থাকে। অর্থাৎ তারা সহকারী অধ্যাপক হওয়ার জন্য যোগ্য কিনা তা দেখতে। এই পরীক্ষায় যোগ্যতা অর্জনের জন্য, একজন প্রার্থীকে অবশ্যই UGC অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কমপক্ষে 55% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
GATE: ইঞ্জিনিয়ারিং এ স্নাতক যোগ্যতার পরীক্ষা এই (GATE)। GATE কমিটি, IISc ব্যাঙ্গালোর এবং সাতটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IITs) সহ বিভিন্ন ইনস্টিটিউটের ফ্যাকাল্টি সদস্যদের নিয়ে গঠিত। এটি স্নাতক যোগ্যতা পরীক্ষা পরিচালনা করে। সমগ্র ভারতে অন্যতম প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষা হল এই GATE। এর স্কোর একটি Ph.D. এর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এবং অধ্যয়নের কাগজপত্র Ph.D হিসাবে প্রকাশিত হয়। থিসিস সহ আইআইটি বা এনআইটি-তে অধ্যাপক বা লেকচারার হওয়ার জন্য আবেদন করতে পারা যায় এর দ্বারা।
UGC-CSIR NET: CSIR NET হল একটি জাতীয় স্তরের পরীক্ষা যা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) দ্বারা পরিচালিত হয়। এটি জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) এবং বিজ্ঞানের ক্ষেত্রে সহকারী অধ্যাপক পদের প্রার্থীদের শনাক্ত করার জন্য হয়ে থাকে। এই যোগ্যতা পরীক্ষাটি (CSIR UGC NET) কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR) সংস্থার তত্ত্বাবধানে রয়েছে।
SET: ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা পরিচালিত (NTA) রাজ্য স্তরের যোগ্যতা পরীক্ষা (SLET/SET)। এটি রাজ্য-স্তরের মূল্যায়ন যার মাধ্যমে সহকারী অধ্যাপকের যোগ্যতা অর্জনের জন্য রাজ্যব্যাপী আবেদনকারী প্রার্থীদের বেছে নেওয়া হয়। রাজ্য সরকারের তত্ত্বাবধানে এই পরীক্ষা পরিচালিত হয়। SET পরীক্ষা পাস হয়ে গেলে রাজ্য-স্তরের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে আবেদন করার এবং কাজ করার যোগ্যতা অর্জন করা যায়।
আরও পড়ুন- কোচিং ক্লাস বনাম সেলফ স্টাডি – কোনটিকে বেছে নেবেন UGC NET পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে?
দেখে নিন কীভাবে একজন ব্যক্তি ধীরে ধীরে হয়ে ওঠেন সহকারী অধ্যাপক-
একজন সহকারী অধ্যাপক হওয়ার জন্য যোগ্যতার মানদণ্ড কি রয়েছে?
স্নাতকোত্তর ডিগ্রিতে কমপক্ষে ৫৫% নম্বর সহ একটি ভালো একাডেমিক রেকর্ড থাকতে হবে। এরপর সহকারী অধ্যাপক হওয়ার যোগ্যতা অর্জনের জন্য আপনাকে UGC NET, UGC CSIR NET, SET ইত্যাদিতে উত্তীর্ণ হতে হবে। ভারতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হওয়ার জন্য প্রায়ই পিএইচডির প্রয়োজন হয়।
একজন সহকারী অধ্যাপকের বেতন কাঠামো কীরূপ হয়?
একজন সহকারী অধ্যাপকের বেতন প্রাথমিক স্তরে মোটামুটি ৩৫০০০-৫০০০০ পর্যন্ত হতে পারে।
একজন সহকারী অধ্যাপক কি কখনো পদোন্নতি পেতে পারেন?
হ্যাঁ, নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পরে, তাদের সহযোগী অধ্যাপক, অধ্যাপক পদে পদোন্নতি ঘটতে পারে।
সহকারী অধ্যাপক হওয়ার জন্য কি পিএইচডি বাধ্যতামূলক?
না। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের জন্য পিএইচডি বাধ্যতামূলক নয়। UGC ঘোষণা করেছে যে যেকোনো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক পদে সরাসরি নিয়োগের জন্য সর্বনিম্ন মানদণ্ড হবে NET/SET/SLET/ CSIR NET।
ভারতে কলেজের অধ্যাপক হতে কতদিন সময় লাগে?
ভারতে কলেজের অধ্যাপক হতে প্রায় ৫-৬ বছর সময় লাগে। তবে অবশ্যই এর ব্যতিক্রমও রয়েছে। কোনো কোনো প্রার্থী স্নাতকোত্তর ডিগ্রির অধ্যয়নরত অবস্থাতেও নেট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে।
একজন অধ্যাপকের কী কী দক্ষতা থাকা প্রয়োজনীয়?
একজন অধ্যাপকের শিক্ষাদানের দক্ষতা, সাংগঠনিক দক্ষতা, গবেষণা করার দক্ষতা থাকা অত্যন্ত আবশ্যক। এই সবকটি দক্ষতা বর্তমান থাকলে তবেই একজন শিক্ষার্থী ভালো সহকারী অধ্যাপক হয়ে উঠতে পারবে।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...