CSIR NET & UGC NET: দুটির মধ্যে পার্থক্য কী? দুটি পরীক্ষার ধরন, যোগ্যতা এবং ক্যারিয়ার স্কোপ কি সম্পূর্ণ আলাদা? জেনে নিন বিস্তারিত

CSIR NET & UGC NET: দুটির মধ্যে পার্থক্য কী? দুটি পরীক্ষার ধরন, যোগ্যতা এবং ক্যারিয়ার স্কোপ কি সম্পূর্ণ আলাদা? জেনে নিন বিস্তারিত

যাদের স্বপ্ন সহকারী অধ্যাপক হওয়া কিংবা জুনিয়র রিসার্চ ফেলো হওয়া তারা ইতিমধ্যেই UGC NET পরীক্ষা সম্পর্কে জানেন। এই পরীক্ষাটি NTA কর্তৃক পরিচালিত হয় বছরে দুবার, যোগ্য প্রার্থীদের নির্বাচন করার উদ্দেশ্যে। 

UGC NET পরীক্ষা সম্পর্কে জানার সময় প্রার্থীরা প্রায়শই বিভ্রান্ত হয়, কারণ ভারতবর্ষে আরেকটি NET পরীক্ষা হয় সেটি হল CSIR NET। এটিও বছরে দুবার হয়। কী একটু একটু গুলিয়ে যাচ্ছে বিষয়টা! তবে চলুন আরও বিভ্রান্ত হওয়ার আগে, এই দুটি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জেনে নিই এবং পার্থক্য ও মিলগুলিকে বিশদে বুঝে নেওয়া যাক। 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC — এক্সাম কো অর্ডিনেটর  

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC হল শিক্ষামন্ত্রকের (MOE) অধীনে থাকা একটি সংবিধিবদ্ধ সংস্থা (statutory body)। UGC ভারতীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলির মধ্যে সমন্বয় ও রক্ষণাবেক্ষণের কর্মে সহায়তা করে থাকে। দিল্লিতে UGC-এর সদর দফতর হলেও সারা দেশে UGC-এর  ছয়টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে। UGC বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়কে স্বীকৃতি দেয় এবং তার সঙ্গে সহায়তা প্রদান করে থাকে। এটি ফেলোশিপ বরাদ্দ করার ক্ষেত্রেও সহায়তা প্রদান করে থাকে। UGC NTA-এর মাধ্যমে নেট পরীক্ষা সফলভাবে পরিচালনা করে। 

UGC NET কী? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক- 

UGC NET হল সর্বভারতীয় স্তরের একটি সম্মানীয় যোগ্যতা পরীক্ষা। যা একজন প্রার্থীর সহকারী অধ্যাপক (L.S) বা JRF হওয়ার যোগ্যতা নির্ধারণ করে। এই পরীক্ষাটি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) দ্বারা পরিচালিত হয়ে থাকে। ২০১৮ সালের জুলাই পর্যন্ত UGC NET পরীক্ষাটি CBSE দ্বারা পরিচালিত হয়েছিল। ২০১৮ সালের ডিসেম্বর মাসের পর থেকে NTA এই পরীক্ষাটি পরিচালনার করার দায়িত্ব নিয়েছিল। সর্বভারতীয় স্তরের এই পরীক্ষা বছরে দুবার CBT মোডে পরিচালিত হয়। 

আরও পড়ুন UGC NET পরীক্ষায় প্রথম প্রচেষ্টাতেই সাফল্য কীভাবে পাবেন রইল তারই বিস্তারিত আলোচনা

CSIR কী? জেনে নিই- 

CSIR এর ফুল ফর্ম হল The Council of Scientific & Industrial Research। এটি মূলত একটি গবেষণা ও উন্নয়ন সংস্থা। CSIR মূলত অর্থনীতি,  শিল্প এবং বৈজ্ঞানিক ক্ষেত্রের অগ্রগতিতে সহায়তা করে। এই সংস্থার সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত। CSIR বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নকে (R&D) এগিয়ে রাখার কাজে সর্বদা মনোনিবেশ করে থাকে। পরিকাঠামোগত ভিত্তিতে CSIR-এর ভারত জুড়ে 1টি ইনোভেশন কমপ্লেক্স, 37টি ল্যাবরেটরি, 3টি ইউনিট এবং 39টি আউটরিচ সেন্টার রয়েছে। এটি প্রতি বছর NET পরীক্ষা পরিচালনা করে যোগ্যতা নির্ধারণ করে এবং সেইসঙ্গে অনুদানও প্রদান করে থাকে। 

Joint CSIR-UGC NET কী? 

যোগ্যতম প্রার্থীদের নির্বাচন করার জন্যই এই পরীক্ষা নেওয়া হয়ে থাকে।, UGC NET-এর মতোই, এই পরীক্ষাটিও জুনিয়ার রিসার্চ ফেলোশিপ (JRF), সহকারী অধ্যাপক এবং পিএইচডিতে ভর্তির ব্যবস্থা করে ভারতীয় বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে। CSIR এবং UGC-এর সহযোগিতায় বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গবেষণা ফেলো হওয়া যায়। UGC NET এর মতো CSIR-ও NTA-কে পরীক্ষা পরিচালনা করার দায়িত্বভার অর্পণ করেছে, যেটি বছরে দুবার অনুষ্ঠিত হয়। এই পরীক্ষাটিকে  CSIR NET বলা হয়ে থাকে। 

CSIR এবং UGC NET — যোগ্যতার মানদণ্ড 

যদিও সাধারণ দৃষ্টিভঙ্গিতে দুটি পরীক্ষাকেই একই রকম দেখায়, কিন্তু দুটির মধ্যে বেশ কিছু ভিন্নতা লক্ষ্যণীয়, যা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করলে চিহ্নিত করা যায়।

আসুন দেখে নেওয়া যাক যোগ্যতা অনুযায়ী দুটি পরীক্ষার কী কী ভিন্নতা রয়েছে—

যোগ্যতার মানদণ্ড

UGC NET 

Joint CSIR UGC NET 

বয়স

JRF-এর জন্য, একজন জেনারেল ক্যাটাগরির প্রার্থীর বয়সসীমা ৩০ বছর পর্যন্ত। SC/ ST/ OBC/ PWD প্রার্থীদের জন্য বয়সসীমায় কিছু ছাড় দেওয়া হয়েছে। লেকচারশিপের জন্য বয়সের কোনো সীমাবদ্ধতা নেই।

JRF-এর জন্য, জেনারেল ক্যাটাগরির প্রার্থীর বয়সসীমা ৩০ বছর।  SC/ ST/ OBC/ PWD প্রার্থীদের জন্য সরকারী নিয়ম অনুযায়ী বয়সসীমা শিথিল করা হয়েছে। 

এক্ষেত্রেও লেকচারশিপের জন্য বয়সের কোনো সীমাবদ্ধতা নেই।

শিক্ষাগত যোগ্যতা 

আর্টস, সোশ্যাল সায়েন্স, ইলেকট্রনিক সায়েন্স, কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশনের মতো বিভাগগুলিতে স্নাতকোত্তরে ৫৫% নম্বর প্রাপ্ত হতে হবে।  

BTech/ BE/ BPharma/ MBBS/ BS (4 years)/Integrated BS-MS/ MSc ইত্যাদি ডিগ্রির যেকোনো একটিতে ৫৫% নম্বর প্রাপ্ত হতে হবে।

আরও পড়ুনকোচিং ক্লাস বনাম সেলফ স্টাডি – কোনটিকে বেছে নেবেন UGC NET পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে?

CSIR এবং UGC NET :  অন্তর্ভুক্ত বিষয় 

UGC NET-এ অন্তর্ভুক্ত বিষয়গুলি CSIR NET-এর অন্তর্ভুক্ত বিষয়গুলির থেকে সম্পূর্ণ আলাদা। যেহেতু CSIR-এর মূল লক্ষ্য হল বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উন্নয়ন প্রচার করা, শুধুমাত্র উপলব্ধ বিষয়গুলি বিজ্ঞান এবং প্রযুক্তিগত পটভূমি থেকে। এখানে উভয় পরীক্ষা অফার করা বিষয়ের তালিকা আছে: 

            বিভাগ

        UGC NET

    Joint CSIR UGC NET

        বিষয় সংখ্যা 

৮৩

                    ৫

          বিষয়ের নাম

আর্টস, সোশ্যাল সায়েন্স, ইলেকট্রনিক সায়েন্স, কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশন ইত্যাদির অন্তর্গত বিষয়গুলি। 

লাইফ সায়েন্স, আর্থ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, কেমিষ্ট্রি এবং ম্যাথ সম্পর্কিত বিষয়গুলি। 

UGC NET এবং CSIR NET : এক্সাম প্যাটার্ন 

UGC NET পরীক্ষাটির সময়সীমা ৩ ঘণ্টা। দুটি পেপারে, মোট ৩০০ নম্বরে এই পরীক্ষাটি হয়ে থাকে। আলোচ্য পরীক্ষাটিতে কোনো নেগেটিভ মার্কিং হয় না।  এর এক্সাম প্যাটার্ন কেমন থাকে দেখে নেওয়া যাক—

পেপার

    মোট প্রশ্ন

    মোট নম্বর

সময়সীমা

পেপার ১ (জেনারেল)

৫০

      ১০০

৩ ঘণ্টা

 পেপার ২ (স্পেশালাইসড)

১০০

২০০

মোট

১৫০

৩০০

CSIR NET পরীক্ষাটির সময়সীমা ৩ ঘণ্টা। কিন্তু এর পেপার ও নম্বর বিভাজন UGC NET এর থেকে সম্পূর্ণ ভিন্নতর। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং রয়েছে। 

পেপার

বিষয়

মোট প্রশ্ন

প্রতিটি প্রশ্নের নম্বর 

নেগেটিভ মার্কিং

উত্তরকৃত প্রশ্নের সংখ্যা 

Part A

২০

২০

০.৫

১৫

Part B

৪০

৫০

০.৫

৩৫

Part C 

৬০

৮০

১.৩২

২৫

চাকরির সুযোগ:  UGC NET এবং CSIR NET 

গভীরভাবে মূল্যায়নের মাধ্যমে দেখা যায় যে, দুটি পরীক্ষার মধ্যে যেমন সাদৃশ্য রয়েছে, তেমন অনেক পার্থক্যও রয়েছে। এই দুটি পরীক্ষা দিলে কোন কোন সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে এখন সেই সম্পর্কে আরও বিশদে জেনে নেওয়া যাক: 

বিষয়

UGC NET

CSIR NET 

কার্যকরী স্থান

কলেজ, বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র

কলেজ, বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র, সায়েন্টিফিক ল্যাবরেটরি

বিষয় কেন্দ্রিক ধারা 

আর্টস, সোশ্যাল সায়েন্স, ইলেকট্রনিক সায়েন্স, কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশন

সায়েন্স এবং ম্যাথামেটিক্স

কর্মস্থান

ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণাকেন্দ্র

শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণাকেন্দ্র এবং সায়েন্টিফিক ল্যাবরেটরি

চাকরি

JRF, SRF, সহকারী অধ্যাপক, সহকারী গবেষক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক, প্রজেক্ট ফেলো, প্রজেক্ট হেড, প্রজেক্ট লিড। 

JRF, SRF, সহকারী অধ্যাপক, সহকারী গবেষক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক, প্রজেক্ট ফেলো, প্রজেক্ট হেড, প্রজেক্ট লিড। এছাড়াও সায়েন্টিস্ট ( গ্রেড B,C,D,E,F & H) এছাড়াও তারা নিযুক্ত হতে পারে DRDO, DG, R&D এবং সুরক্ষা মন্ত্রীর বৈজ্ঞানিক পরামর্শদাতা হিসেবে। 

আরও পড়ুনB.Ed অথবা NET কোনটি আপনার শিক্ষকতার সুপ্ত স্বপ্নকে পূরণ করতে সক্ষম? বিশদে জেনে নিন এই আর্টিকেল থেকে

UGC NET এবং CSIR NET এর মধ্যে সাদৃশ্য— 

ইতিমধ্যেই CSIR এবং UGC NET এই দুই পরীক্ষার পার্থক্য নিয়ে বিস্তৃত আলোচনা করেছি, তবে উভয়ের মধ্যে কিছু সাদৃশ্যও রয়েছে যেগুলিকে সর্বদা মনে রাখা উচিত। চলুন এ বিষয়ে বিশদে আলোচনা করা যাক:

পরীক্ষা পরিচালনার অনুমোদন: UGC এবং CSIR উভয় সংস্থাই ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ NTA কে পরীক্ষা পরিচালনা করার জন্য অনুমোদন দিয়েছে।

এক্সাম ফ্রিকোয়েন্সি: JOINT CSIR UGC NET এবং UGC NET উভয়ই সাধারণত বছরে দুবার অর্থাৎ জুন/জুলাই এবং নভেম্বর/ডিসেম্বরে মাসে অনুষ্ঠিত হয়ে থাকে।

যোগ্যতা অর্জনের প্রক্রিয়া: উভয় পরীক্ষার জন্য যোগ্যতা অর্জনের পদ্ধতি প্রায় অনেকটা একই রকম। উভয় পরীক্ষা-ই সহকারী অধ্যাপক/গবেষক নিয়োগের ক্ষেত্রে নির্বাচন পদ্ধতি হিসেবে তৈরি করা হয়েছে। দুটি পরীক্ষা থেকে শতকরা মাত্র 6% প্রার্থী নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে এবং শিক্ষাক্ষেত্রে তাদের অবস্থান সুরক্ষিত করতে সক্ষম হয়। তাদের মধ্যে আবার মাত্র 2%-3% প্রার্থী JRF-এর জন্য যোগ্য হয়ে থাকে। 

মূল্যায়ন কাঠামো: দুটি পরীক্ষার জন্যই প্রার্থীদের  সাধারণ যোগ্যতার জ্ঞান অর্থাৎ জেনারেল পেপার এবং বিষয় জ্ঞান মানে স্পেশালাইজড বিষয়ের উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। 

কর্মজীবনের সুযোগ সুবিধা: একজন প্রার্থীর সহকারী অধ্যাপক এবং JRF হওয়ার যোগ্যতা বিচার করা এবং তাদের দক্ষতা নির্ধারণের জন্যই মূলত উভয় পরীক্ষা নেওয়া হয়। 

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQs)

CSIR NET পরীক্ষায় উত্তীর্ণ হলে কি একটি উজ্জ্বল কর্মজীবনের সুযোগ মেলে?

হ্যাঁ, অবশ্যই। আপনি যদি সর্বোচ্চ স্কোর নিয়ে CSIR NET পরীক্ষাটিতে উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনি একজন সহকারী অধ্যাপক কিংবা সহকারী গবেষক হিসেবে আপনার কর্মজীবন শুরু করতে পারেন অথবা যেকোনো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে JRF হিসেবেও যোগদান করে আপনার গবেষণার ক্ষেত্রে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারেন। এছাড়াও আপনি সরকারী/বেসরকারী বৈজ্ঞানিক গবেষণাগারে কাজ করতে পারেন। বর্তমানে আমাদের দেশের বৈজ্ঞানিক গবেষকদের সহযোগী হিসেবেও নিজের কর্মজীবন শুরু করতে পারেন।

UGC NET পরীক্ষা কি শুধুমাত্র আর্টসের প্রার্থীদের জন্য?

একদমই নয়।  UGC NET আর্টসের সঙ্গে সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য বিষয়গুলিকেও কভার করে। আপনি আপনার পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির স্পেশালাইজড বিষয়ের ওপর UGC NET পরীক্ষার বিষয়টি  নির্বাচন করতে পারেন। 

CSIR NET কি শুধুমাত্র বিজ্ঞান শাখার প্রার্থীদের জন্য? 

হ্যাঁ। CSIR NET শুধুমাত্র সায়েন্স, ইঞ্জিয়ারিং এবং ম্যাথামেটিক্স-এর  মধ্যেই সীমাবদ্ধ। যে বিষয়গুলি এই পরীক্ষার ক্ষেত্রে গণ্য হয় তা হল রাসায়নিক বিজ্ঞান,পৃথিবী বিষয়ক বিজ্ঞান, জীবন বিজ্ঞান, গাণিতিক বিজ্ঞান, ভৌত বিজ্ঞান।

CSIR NET পরীক্ষায় উত্তীর্ণ হলে কী কী সুবিধা পাওয়া যায়? 

JRF, SRF, সহকারী অধ্যাপক, সহকারী গবেষক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক, প্রজেক্ট ফেলো, প্রজেক্ট হেড, প্রজেক্ট লিড। এছাড়াও সায়েন্টিস্ট ( গ্রেড B,C,D,E,F & H) এছাড়াও তারা নিযুক্ত হতে পারে DRDO, DG, R&D এবং সুরক্ষা মন্ত্রীর বৈজ্ঞানিক পরামর্শদাতা ইত্যাদি পদে চাকরির সুযোগ মেলে। 

কোচিং ক্লাস ছাড়া CSIR NET পাশ করতে পারা যায়?

এটি নির্ভর করে পরীক্ষাটির জন্য প্রার্থীর কাছে থাকা স্টাডি ম্যাটিরিয়াল ও প্রস্তুতির উপর । কিন্তু একটি কোচিং ইনস্টিটিউটের অভিজ্ঞ প্রশিক্ষকরা বিভিন্ন স্টাডি ম্যাটিরিয়াল, কৌশল এবং টেস্ট সিরিজ ইত্যাদির মাধ্যমে সহায়তা করে লক্ষ্যপূরণের পথটি মসৃণ করে দিতে পারে।

একজন প্রার্থী কতবার UGC NET কিংবা CSIR NET দিতে পারে? 

কোনো রকম বাধ্যবাধকতা ছাড়াই একজন প্রার্থী উভয় পরীক্ষা-ই যতবার খুশি দিতে পারবে।

csir ugc net exam
csir vs ugc net
difference between ugc net vs csir net
NET Paper 1 and Paper 2 Batch AD

Connect with Us