Current Affairs Questions হল যেকোনো Banking, SSC, WBPSC, RRB ইত্যাদি সহ সমস্ত সরকারি প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রস্তুতিতে এক গুরুত্বপূর্ণ বিভাগ। আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন সমস্ত প্রার্থীদের অবশ্যই Daily Current Affairs Questions-এর সঙ্গে ভালোভাবে পরিচিত হতে হবে। বর্তমান সময়ে Daily, Weekly, Monthly Current Affairs Questions-এর সঙ্গে জড়িত ঘটনা গুলি সম্পর্কে বিশেষভাবে অবহিত হতে হবে।
Daily Current Affairs Questions প্রার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞান ও বৃদ্ধিতে সাহায্য করে। সমস্ত প্রবেশিকা মূলক চাকরির পরীক্ষার জন্য Daily Current Affairs Questions-এর নিয়মিত আপডেট রাখা খুব জরুরি। চাকরি প্রার্থীদের সুবিধার্থে BSSEI থেকে রোজ আপডেট করা হয় Daily Current Affairs Quiz। প্রতিদিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ Daily Current Affairs Quiz প্রদান করা হবে এই সেকশনে। দেখে নিন আজকের অর্থাৎ ২৯ শে জানুয়ারির কিছু গুরুত্বপূর্ণ Daily Current Affairs Questions-
1) International Day of Clean Energy 2025 is celebrated in __________.
আন্তর্জাতিক পরিচ্ছন্ন শক্তি দিবস 2025 __________ এ পালিত হয়।
a)January 24
b)January 26
c)January 21
January 25
উত্তর: b) January 26
2) Renowned Cardiac Surgeon & Padma Shri Awardee Dr. K. M. Cherian passed away at the age of ______.
প্রখ্যাত কার্ডিয়াক সার্জন এবং পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ড. কে. এম. চেরিয়ান ______ বছর বয়সে মারা গেছেন।
a)85
b)80
c)82
d)86
উত্তর: c)82
3) Kotak Mahindra Bank Limited (KMBL) Completed Acquisition of StanChart’s Personal Loan Portfolio for Rs _______ Crore.
Kotak Mahindra Bank Limited (KMBL) StanChart–এর পার্সোনাল লোন পোর্টফোলিও _______ কোটি টাকায় অধিগ্রহণ সম্পন্ন করেছে।
a)3215
b)3330
c)3846
d)3033
উত্তর: b)3330
4) IDBI Bank Re-appoints Rakesh Sharma as MD & CEO for _______ years.
IDBI ব্যাঙ্ক রাকেশ শর্মাকে _______ বছরের জন্য MD এবং CEO হিসাবে পুনঃনিযুক্ত করেছে৷
a)2
b)3
c)4
d)5
উত্তর: b)3
5) Indian short film ‘Anuja’ nominated for _____ th Academy Awards 2025.
ভারতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অনুজা’ _____ তম একাডেমি পুরস্কার 2025-এর জন্য মনোনীত।
a)96
b)97
c)98
d)99
উত্তর: b)97
6) Indian Oil Corporation to sponsor National Games to be held in _______.
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন _______ এ অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় গেমসকে স্পনসর করবে।
a)Uttar Pradesh
b)Punjab
c)Uttarakhand
d) Gujarat
উত্তর: c)Uttarakhand
7) Indore and _____ joins wetlands accredited cities by UNESCO.
ইন্দোর এবং _____ UNESCO দ্বারা স্বীকৃত জলাভূমি শহরগুলিতে যোগদান করেছে৷
a)Jaipur
b)Ghansoli
c)Udaipur
d) Vikroli
উত্তর: c)Udaipur
8) Wing Commander (Retd) Dr K Ramchand passes away at the age of ________.
উইং কমান্ডার (অব.) ডাঃ কে রামচাঁদ ________ বছর বয়সে মারা গেছেন।
a)78
b)82
c)86
d)80
উত্তর: b)82
9) Indian Grandmaster Iniyan Panneerselvam clinched the ____ th Johor International Open chess tournament title in Malaysia with a dominating performance
ভারতীয় গ্র্যান্ডমাস্টার ইনিয়ান পানিরসেলভাম মালয়েশিয়ায় ____ তম জোহর ইন্টারন্যাশনাল ওপেন দাবা টুর্নামেন্টের শিরোপা জিতলেন।
a)7
b)8
c)9
d)10
উত্তর: c)9
10) Michael Clarke inducted into ________ Cricket Hall of Fame.
মাইকেল ক্লার্ক ________ ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত।
a)USA
b)Brazil
c)Australia
d) Iran
উত্তর: c)Australia
আজকের গুরুত্বপূর্ণ কিছু Daily Current Affairs Questions দেওয়া হল, নিজেদের সংগ্রহে এই প্রশ্নগুলি রেখে সেগুলি প্রতিদিন অন্তত একবার করে চোখ বোলান। এই Daily Current Affairs Quiz কিন্তু আপনার কাছে লড়াইয়ের একটি অস্ত্র হতে পারে। তাই প্রতিদিন সংগ্রহ করুন Daily Current Affairs Questions, আর নিজেকে আপডেটেড রাখুন প্রতিনিয়ত।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...