এখনকার দিনে যেকোনো সরকারি বেসরকারি পরীক্ষার জন্য, প্রার্থীদের অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের উপর দৃঢ় দখল থাকতে হবে, কারণ Daily Current Affairs Questions হল সিলেবাসের একটি অবিচ্ছেদ্য অংশ। সরকারি বেসরকারি পরীক্ষার প্রস্তুতির জন্য Daily Current Affairs Questions কেন গুরুত্বপূর্ণ তা এখানে কারণগুলি দেখে নিন:
প্রাসঙ্গিক এবং আপ-টু-ডেট : বর্তমানের অনেক পরীক্ষাই কারেন্ট অ্যাফেয়ার্স-ভিত্তিক পরীক্ষা। অতএব, প্রার্থীদের জন্য Daily Current Affairs Quiz-গুলি অপরিহার্য। এছাড়াও, যে প্রার্থীরা Daily Current Affairs Questions ঠিকমতো প্রস্তুত করে তারা সহজেই বিভিন্ন বিষয় সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে পারে, যার ফলে তাদের সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পায়। তাই Daily Current Affairs Questions-কে কখনই অবহেলা করা উচিত নয়।
বিশ্বকে জানা: Daily Current Affairs Questions বর্তমান বিষয়গুলির জাতীয় এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই বিশ্বের ঘটনাগুলিকে জানতে সাহায্য করে। তাই প্রার্থীদের বিভিন্ন অঞ্চলের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির ওপর সুস্পষ্ট ধারণা থাকে। দেখে নিন ৩১ জানুয়ারি ২০২৫-এর কিছু গুরুত্বপূর্ণ Daily Current Affairs Quiz-
১) Mega solar power park coming up in which of the following states?
নিচের কোন রাজ্যে মেগা সোলার পাওয়ার পার্ক তৈরি হচ্ছে?
a)Gujarat
b)Maharashtra
c)Uttar Pradesh
Madhya Pradesh
উত্তর- b)Maharashtra
২) Which bank launches India’s First Real-Time NCRP solution to combat cybercrime?
সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য কোন ব্যাঙ্ক ভারতের প্রথম রিয়েল-টাইম NCRP সমাধান চালু করেছে?
a)HDFC
b)BOB
c)PNB
d)UCO Bank
উত্তর- c)PNB
৩) Madison Keys clinches her first Grand Slam title at the ________ Open.
ম্যাডিসন কিস ________ ওপেনে তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন।
a)French
b)Wimbledon
c)Australian
d)U.S.
উত্তর- c)Australian
৪) Raksha Mantri Shri Rajnath Singh flags-off ‘SANJAY – The Battlefield Surveillance System’ from ________.
রক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং ________ থেকে ‘SANJAY – The Battlefield Surveillance System’-এর পতাকা তুলেছেন।
a)Gandhinagar
b)New Delhi
c)Kohima
d) Kolkata
উত্তর- b)New Delhi
৫) Who is the new Director of Liquid Propulsion Systems Centre?
লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের নতুন পরিচালক কে?
a)S Krishnan
b)M Balachandran
c)M Mohan
d) S Murlidharan
উত্তর- c)M Mohan
৬) Who took charge as executive director of Dhanlaxmi Bank?
ধনলক্ষ্মী ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে কে দায়িত্ব নেন?
a)P. Suriaraj
b)A. Abhinav
c)D. Chitambaram
d) Pankaj Shetty
উত্তর- a)P. Suriaraj
৭) Mobikwik becomes India’s 1st Fintech Company to Roll out CBDC in Partnership with RBI and Yes Bank. When was Mobikwik founded?
Mobikwik RBI এবং Yes Bank-এর সাথে অংশীদারিত্বে CBDC চালু করার জন্য ভারতের প্রথম Fintech কোম্পানি হয়ে উঠেছে। Mobikwik কবে প্রতিষ্ঠিত হয়?
a)2005
b)2003
c)2007
d) 2010
উত্তর- b)2003
৮) Paytm Launches ‘Receive Money QR Widget’ for Android users. Where is the headquarters of Paytm?
Paytm অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ‘রিসিভ মানি কিউআর উইজেট’ লঞ্চ করেছে। Paytm এর সদর দপ্তর কোথায়?
a)Maharashtra
b)Uttar Pradesh
c)Delhi
d) Karnataka
উত্তর- b)Uttar Pradesh
৯) India’s AIonOS signs MoU with Indosat to boost Indonesia’s AI growth. What is the currency of Indonesia?
ভারতের AIonOS ইন্দোনেশিয়ার AI প্রবৃদ্ধি বাড়াতে Indosat–এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ইন্দোনেশিয়ার মুদ্রা কি?
a)Rupee
b)Ruphiya
c)Yen
d) Pound
উত্তর- b) Ruphiya
১০) KRBL Ltd. appoints _________ as ambassador for Indian Rice Brand ‘India Gate’.
KRBL লিমিটেড _________কে ভারতীয় রাইস ব্র্যান্ড ‘ইন্ডিয়া গেট’-এর অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে।
a)Deepika Padukon
b)Tiger Shroff
c)Amitabh Bacchan
d)Alia Bhatt
উত্তর- c)Amitabh Bacchan
আজকের গুরুত্বপূর্ণ কিছু Daily Current Affairs Questions দেওয়া হল, নিজেদের সংগ্রহে এই প্রশ্নগুলি রেখে সেগুলি প্রতিদিন অন্তত একবার করে চোখ বোলান। মনে রাখবেন এই Daily Current Affairs Questions কিন্তু আপনার কাছে লড়াইয়ের একটি অস্ত্র হতে পারে। তাই প্রতিদিন সংগ্রহ করুন Daily Current Affairs Questions, আর নিজেকে আপডেটেড রাখতে থাকুন প্রতিনিয়ত।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...