কবে বেরোবে UGC NET-এর Result, জেনে নিন বিস্তারিত

কবে বেরোবে UGC NET-এর Result, জেনে নিন বিস্তারিত

UGC NET শিক্ষকতার চাকরি প্রার্থীদের কাছে একটি স্বপ্নপূরণের পরীক্ষা। যেকোনো কলেজ বা ইউনিভার্সিটিতে অধ্যাপনা করার  ক্ষেত্রে এই পরীক্ষাটিকে প্রবেশ পত্র বলা যেতে পারে। মোট দুটি পেপার পরীক্ষা হয়। পেপার ১ হল সাধারণ পত্র যেটিতে সকল বিষয়ের শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হয়। একটি সফল ক্যারিয়ার প্রতিষ্ঠার জন্য শিক্ষকতা, গবেষণা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে এই দক্ষতাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্যই সেই বিষয়গুলি পেপার ১ বা প্রথম পত্রের পাঠ্য থাকে।  পেপার ২ বা দ্বিতীয় পত্র পরীক্ষার্থীর নির্বাচিত বিষয়ের ওপর হয়ে থাকে। বাংলাইংরেজিসংস্কৃতদর্শনএডুকেশনইতিহাসভূগোল ইত্যাদি মিলিয়ে প্রায় ৮৩ টি  বিষয়ের ওপর  পেপার ২ এর পরীক্ষার দ্বারা প্রার্থীদের যোগ্যতা নির্ণয় করে থাকে UGC।

২০২৪ সালের জুন মাসের UGC NET পরীক্ষাটি নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ হওয়ার পরে বাতিল করে পরিচালনা সংস্থা। পরিবর্তিত সময়সূচীতে অগাস্ট মাসে সম্পন্ন হয় জুন ২০২৪-এর পরীক্ষাটি। পূর্ববর্তী পরীক্ষাটি পরিবর্তিত সময়সূচীতে হওয়ার কারণে পরবর্তী পরীক্ষা অর্থাৎ ডিসেম্বর ২০২৪-এর পরীক্ষাটি অনুষ্ঠিত হয় জানুয়ারী ২০২৫-এ।

জানুয়ারী মাসের এই পরীক্ষাটি ০৩/০১/২০২৫ থেকে শুরু করে ২৭/০১/২০২৫ তারিখ পর্যন্ত চলেছিল। ২৭/০১/২০২৫ তারিখ পরীক্ষা শেষ হওয়ার পর ৩১/০১/২০২৫ তারিখ সম্ভাব্য উত্তরপত্র অর্থাৎ Provisional Answer Key প্রকাশিত হয়েছিল। Provisional Answer Key-এর ভিত্তিতে চ্যালেঞ্জ করার সময়সীমা ছিল ০৩/০২/২০২৫ পর্যন্ত।

UGC NET রেজাল্ট কবে প্রকাশিত হবে? 

বিভিন্ন খবরের কাগজে প্রকাশিত খবর অনু্যায়ী আশা করা যাচ্ছে আগামী ২২.০২.২০২৫ থেকে ২৮.০২.২০২৫ তারিখের মধ্যে UGC NET December 2024 এর রেজাল্ট প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।  তবে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশন পাওয়া যায় নি UGC এর তরফ থেকে। এই সম্ভাবনা প্রবল কেন তা দেখে নিন নীচের সারণী থেকে-

বছর

পরীক্ষার সূচী

সম্ভাব্য উত্তরপত্র প্রকাশের সূচী

ফলাফল প্রকাশের সূচী

December 2022

21.02.2023 – 15.03.2023

06.04.2023

13.04.2023

June 2023

13.06.2023 – 22.06.2023

06.07.2023

25.07.2023

December 2023

06.12.2023 – 14.12.2023

03.01.2024

18.01.2024

June 2024

21.08.2024 – 05.09.2024 (Re-exam)   

12.10.2024

17.10.2024

December 2024

03.01.2025 – 27.01.2025

31.01.2025

22.02.2025 – 28.02.2025 ( Expected) 

Related Articles

NET Paper 1 and Paper 2 Batch AD
UGC NET Paper 1 Batch AD

Connect with Us

WhatsApp