অবশেষে প্রকাশিত হল NTA ও UGC কর্তৃক আয়োজিত জাতীয় যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা তথা National Eligibility Test, বা সংক্ষেপে নেট (NET) পরীক্ষার ফল। বছরে দুইবার আয়োজিত হওয়া এই পরীক্ষা সহকারী অধ্যাপক এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF)-এর জন্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণের এক গুরুত্বপূর্ণ সোপান। এই পরীক্ষার হাত ধরে উচ্চশিক্ষায় ব্রতী ছাত্রছাত্রীরা তাদের যোগ্যতাকে আরও এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়। এছাড়াও এই পরীক্ষায় সাফল্যের মাধ্যমে প্রার্থীরা পিএইচডি-র কোর্সে ভর্তির যোগ্যতাও অর্জন করে নেয়।
ডিসেম্বর ২০২৪-এ আয়োজিত UGC NET পরীক্ষা এর ফল অতি সম্প্রতি প্রকাশিত হল। প্রতিবছরের মতোই এইবারের নেট পরীক্ষাতেও পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের নজরকাড়া সাফল্যে রাজ্যবাসী গর্বিত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই UGC NET পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের খবর পাওয়া যাচ্ছে। তাদের মধ্যেই একজন হলেন প্রত্যুষা দাস। ডিসেম্বর ২০২৪-এর NET পরীক্ষায় বাংলা বিষয়ে সর্বভারতীয় স্তরে প্রত্যুষা দাস প্রথম স্থান অধিকার করেছেন। তার এই সাফল্যের পথে এগিয়ে চলার জন্য তিনি সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন BSSEI-কে।
নিজের লক্ষ্যে স্থির থাকলে সাফল্য যে একদিন আসবেই তা আবার একবার প্রমাণ করলেন প্রত্যুষা। নেট পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছিলেন স্নাতকোত্তর পাস করেই–কিন্তু পরপর দুবার সামান্য কিছু নম্বরের জন্য jrf হাতছাড়া হয়। এই পরিস্থিতিতেও মানসিকভাবে দুর্বল না হয়ে প্রত্যুষা নিজের প্রস্তুতি চালিয়ে গিয়েছিলেন অদম্য জেদকে সঙ্গী করে । এর ফলস্বরূপ তার আজকের এই সাফল্য।
কোচিং-এর নিয়মিত ক্লাস, স্টাডি নোট্স অথবা মককটেস্ট-ই যেকোনো পরীক্ষায় সাফল্য লাভ করার একমাত্র হাতিয়ার নয়, এগুলোর সাথে প্রয়োজন হয় নিষ্ঠা, উদ্যম এবং সচেতনতা। যেকোনো পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য স্ব-অধ্যয়ন বা Self Study-ও যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা প্রত্যুষার থেকে আমরা জানতে পারি। প্রত্যুষা এই পরীক্ষার প্রস্তুতিপর্বে ক্লাস লেক্চার বা নোট্সের পাশাপাশি–বিশেষত পেপার ১-এর ক্ষেত্রে বিভিন্ন বিষয় প্র্যাক্টিস করেছিলেন।
UGC NET-এর প্রস্তুতির পর্বে তিনি পেপার ১-এর DI এবং রিজনিং বার বার অনুশীলন করে নিজের আয়ত্তে এনেছিলেন। পেপার ২ অর্থাৎ নিজের পেপার বাংলার ক্ষেত্রে তিনি প্রচুর পরিমাণে মক টেস্ট দিয়ে নিজের প্রস্তুতিকে বারংবার যাচাই করে নিয়েছিলেন । প্রত্যুষা দাসের এই অসাধারণ সাফল্য শুধুমাত্র তার কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফল, যা সমস্ত প্রতিযোগী পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। তার এই পথচলা প্রমাণ করে যে অধ্যবসায়, সঠিক পরিকল্পনা এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব।
NET পরীক্ষায় সাফল্যের মূল চাবিকাঠি শুধু কোচিং বা স্টাডি নোটস নয়, বরং স্ব-অধ্যয়ন, ধারাবাহিক অনুশীলন এবং নিজেকে উন্নত করার এক অদম্য ইচ্ছাই প্রকৃত পার্থক্য গড়ে দেয়। প্রত্যুষার মতো ছাত্রছাত্রীরা দেখিয়ে দিয়েছেন যে বাধা আসবেই, কিন্তু ইচ্ছাশক্তি এবং পরিশ্রমের মাধ্যমে সেই বাধাকে জয় করা সম্ভব।
প্রত্যুষার সাফল্যের কাহিনী থেকে থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতির কৌশল শিখতে পারি, যা ভবিষ্যতে পরীক্ষার্থীদের সঠিক পথে প্রস্তুতি নিতে সহায়তা করবে। নিচে UGC NET পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু কার্যকরী টিপস দেওয়া হলো:
যারা আগামী দিনে UGC NET পরীক্ষায় বসতে চলেছেন, তাদের জন্য প্রত্যুষার কাহিনি এক বিরাট অনুপ্রেরণা। এই সাফল্যের পথে যারা নিজেদের প্রস্তুতি নিচ্ছেন, তাদের উচিত আত্মবিশ্বাস বজায় রেখে, প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করার চেষ্টা করা। সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং অধ্যাবসায় থাকলে সাফল্য একদিন অবশ্যই ধরা দেবে।
প্রতিযোগিতামূলক পরীক্ষা বা Competitive Exam আজকাল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ...
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...