WB Upper Primary TET পরীক্ষা সম্পর্কে জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু তথ্য

WB Upper Primary TET পরীক্ষা সম্পর্কে জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু তথ্য

WB Upper Primary TET হল রাজ্যের বিদ্যালয়গুলির জন্য যোগ্যতম শিক্ষক নির্বাচন করার একটি পরীক্ষা। এই পরীক্ষার দ্বারা রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ করা হয়ে থাকে।পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা (WB Upper Primary TET) হলো একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষা, যা পশ্চিমবঙ্গের ক্লাস ৬-৮ পর্যন্ত শিক্ষকের পদে নিয়োগের জন্য নেওয়া হয়। এই পরীক্ষা পশ্চিমবঙ্গ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট (WBBPE) অথবা স্কুল সার্ভিস কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত হয়। শিক্ষাদানের যোগ্যতা যাচাইয়ের উদ্দেশ্যে এই পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের শিক্ষাগত জ্ঞান, শিক্ষাদান দক্ষতা ও মনস্তাত্ত্বিক প্রস্তুতি মূল্যায়ন করা হয়। শিক্ষা ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে যারা শিক্ষকতা করতে আগ্রহী, তাদের জন্য এই পরীক্ষা একটি আবশ্যিক ধাপ।

পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়গুলিতে ষষ্ঠ থেকে অষ্টম ( ৬ – ৮ ) শ্রেণিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই WB Upper Primary TET পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত হয়। CTET এর ধাঁচে  অর্থাৎ CTET Paper 2 – Class VI- Class VIII-এর মতো এই WB Upper Primary TET পরীক্ষা হয়

                                             

WB Upper Primary TET: যোগ্যতার মানদণ্ড

দেখে নিন WB Upper Primary TET পরীক্ষা দেওয়ার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন

WB Upper Primary TET: শিক্ষাগত যোগ্যতা

  • নূন্যতম ৫০% নম্বর সহ স্নাতক পাস সেই সঙ্গে D.El.Ed বা B.Ed করে থাকতে হবে।
  • সংরক্ষিত প্রার্থীরা নম্বরের ছাড় পাবে।

WB Upper Primary TET: বয়সসীমা 

সাধারণত এই পরীক্ষার ক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা থাকে ২০-৪০ বছর। তবে সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। অর্থাৎ OBC শ্রেণির প্রার্থীরা ৪৩ বছর পর্যন্ত এবং SC/ST এর প্রার্থীরা ৪৫ বছর পর্যন্ত ছাড় পাবে।

WB Upper Primary TET Course

WB Upper Primary TET: বেতন কাঠামো 

এই পদের জন্য প্রতি মাসে ৩৩,৪০০ (বেসিক) এর সাথে D.A. , H.R.A , মেডিকেল নিয়ে প্রতি মাসে মোট ৪২,৩৮৪ টাকা বেতন পাওয়া যায়।

WB TET Math-এর স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করুন!

WB Upper Primary TET: নির্বাচন পদ্ধতি

দেখে নিন  WB Upper Primary TET-এর ক্ষেত্রে নির্বাচন পদ্ধতিটি দেখে নিন-

  • ২০১৪ সালে শুধুমাত্র টেট পরীক্ষা হয়েছিল।
  • কোনো বিষয়ভিত্তিক পরীক্ষা হয়নি।
  • সেক্ষেত্রে দুটি ধাপে নিয়োগ হয়েছিল। টেট পরীক্ষা এবং ইন্টারভিউ।
  • তবে নতুন নিয়োগের ক্ষেত্রে টেট পরীক্ষার সাথে সাবজেক্টের পরীক্ষা হওয়ার সম্ভবনা রয়েছে।
  • পশ্চিমবঙ্গের অন্যান্য শিক্ষক নিয়োগের পরীক্ষার মতো এই পরীক্ষাতেও ইন্টারভিউ থাকবে।
  • লিখিত পরীক্ষার নম্বর , ইন্টারভিউয়ের নম্বর এবং অ্যাাকাডেমিক স্কোরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হয়।

WB Upper Primary TET: পরীক্ষার প্যাটার্ন 

জেনে নিন WB Upper Primary TET-এই পরীক্ষার প্যাটার্ন কেমন হয়

বিষয়

প্রশ্নের সংখ্যা (MCQ)

নম্বর

চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি (আবশ্যিক)

৩০

৩০

ভাষা ১ (আবশ্যিক)

৩০

৩০

ভাষা ২ (আবশ্যিক)

৩০

৩০

গণিত এবং বিজ্ঞান

 অথবা 

সামাজিক অধ্যয়ন বা সামাজিক বিজ্ঞান

৬০

 ৬০

মোট

   ১৫০

   ১৫০

  • প্রত্যেক বিষয়েই বিষয় ভিত্তিক পেডাগগি থাকবে।
  • এরপরে ১০০ নম্বরের বিষয় ভিত্তিক পরীক্ষা হওয়ার সম্ভবনা রয়েছে।

নিজেদের যোগ্যতাকে  প্রমাণ করে চাকরিটি অর্জন করতে গেলে আজ থেকেই শুরু করুন প্রস্তুতি। নীচে আমাদের Whats App Group-এর লিঙ্কে ক্লিক করে আজ থেকেই শুরু করুন অধ্যয়ন আমাদের সঙ্গে-

WhatsApp Group Join Now

 

WB Upper Primary TET: প্রস্তুতির কৌশল

দেখে নিন এই পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতির কৌশল-

১. সিলেবাস ভালভাবে বুঝে নিন
প্রথমেই সম্পূর্ণ সিলেবাসটা ভালোভাবে পড়ে নিন। প্রতিটি বিষয়ের জন্য আলাদা নোট তৈরি করুন।

WB TET Upper Primary সাধারণত শ্রেণি V-VIII-এর জন্য হয়, বিষয়ভিত্তিক প্রস্তুতি জরুরি:
যেমন – বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ/বিজ্ঞান, সমাজবিজ্ঞান ইত্যাদি।

২. বর্ণনামূলক লেখার অনুশীলন করুন
প্রবন্ধ রচনা (Essay Writing): শিক্ষা সম্পর্কিত বা সামাজিক বিষয় বেছে নিয়ে লিখুন। যেমন:

আধুনিক শিক্ষা পদ্ধতি

পরিবেশ সচেতনতা

শিক্ষকের ভূমিকা

চিঠিপত্র/রিপোর্ট লেখার চর্চা করুন (Official/Informal Letter, Report Writing)

৩. শিক্ষা মনোবিজ্ঞান ও শিক্ষণ পদ্ধতি (Child Development & Pedagogy)
শিক্ষার মনোবিজ্ঞান নিয়ে বিশদ ধারণা নিন: শিক্ষার্থীদের মনস্তত্ত্ব, শেখার কৌশল, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পড়ানো ইত্যাদি উদাহরণসহ উত্তর লেখা অভ্যাস করুন।

৪. টপিকভিত্তিক নোট তৈরি করুন
প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিকের জন্য নিজস্ব সংক্ষিপ্ত নোট রাখুন।

লেখার সময় পয়েন্ট আকারে সাজিয়ে উত্তর লিখুন।

৫. টাইম ম্যানেজমেন্ট শেখা জরুরি

সময় বেঁধে নিয়ে প্র্যাকটিস করুন। পরীক্ষার প্রশ্ন অনুযায়ী কতটুকু সময় একটি প্রশ্নে দেবেন, সেটা আগে থেকেই ঠিক করে নিন।

৬. আগের বছরের প্রশ্নপত্র অনুশীলন
গত বছরের Descriptive প্রশ্নগুলো নিয়ে লিখিত অনুশীলন করুন।  প্রশ্ন বোঝার ক্ষমতা এবং উত্তর গঠনের স্ট্র্যাটেজি গড়ে তুলুন।

৭. Mock Test এবং Model Paper
নিয়মিত Descriptive Mock Test দিন। মডেল উত্তর দেখে শেখার চেষ্টা করুন কিভাবে কাঠামোবদ্ধভাবে উত্তর লেখা যায়।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন ( FAQs)

১.Upper Primary TET সিলেবাসটির PDF কোথায় পাওয়া যাবে?
আপনি WB Upper Primary TET সিলেবাসটির PDF অফিসিয়াল ওয়েবসাইট অথবা BSSEI  -এর Bengali পোর্টাল থেকে ফ্রি-তে ডাউনলোড করতে পারেন।

২.Upper Primary TET 2025 পরীক্ষায় মোট কতটি প্রশ্ন থাকে?
মোট ১৫০টি MCQ প্রশ্ন থাকে, প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর।

৩.Upper Primary TET পরীক্ষার জন্য শিক্ষাগত যোগ্যতা কী?
পরীক্ষার্থীদের স্নাতক ডিগ্রির পাশাপাশি D.El.Ed বা B.Ed. ডিগ্রি থাকতে হবে। সংরক্ষিত শ্রেণির জন্য নম্বরের ছাড় রয়েছে।

৪.WUpper Primary TET পরীক্ষায় বয়সসীমা কত?
UR এর ক্ষেত্রে বয়সসীমা ২১ থেকে ৪০ বছর। OBC এর ক্ষেত্রে ৪৩ বছর এবং SC/ST প্রার্থীদের জন্য ৪৫ বছর পর্যন্ত ছাড় রয়েছে।

 

Related Articles

WB TET Foundation Batch AD
WB TET Foundation Batch AD 2

Connect with Us

WhatsApp
<