WB Upper Primary TET হল রাজ্যের বিদ্যালয়গুলির জন্য যোগ্যতম শিক্ষক নির্বাচন করার একটি পরীক্ষা। এই পরীক্ষার দ্বারা রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ করা হয়ে থাকে।পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা হলো একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষা, যা পশ্চিমবঙ্গের ক্লাস ৬-৮ পর্যন্ত শিক্ষকের পদে নিয়োগের জন্য নেওয়া হয়।
ডাউনলোড করুন- WB Upper Primary TET Syllabus
এই পরীক্ষা পশ্চিমবঙ্গ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট (WBBPE) অথবা স্কুল সার্ভিস কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত হয়। শিক্ষাদানের যোগ্যতা যাচাইয়ের উদ্দেশ্যে এই পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের শিক্ষাগত জ্ঞান, শিক্ষাদান দক্ষতা ও মনস্তাত্ত্বিক প্রস্তুতি মূল্যায়ন করা হয়। শিক্ষা ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে যারা শিক্ষকতা করতে আগ্রহী, তাদের জন্য এই পরীক্ষা একটি আবশ্যিক ধাপ।
ডাউনলোড করুন- CTET All in One Complete Guide Book
WB Upper Primary TET Previous Year Questions ব্যবহার করা পরীক্ষার প্রস্তুতির জন্য একটি মূল্যবান কৌশল হিসেবে বিবেচিত হয়। পশ্চিমবঙ্গের সেট পরীক্ষার জন্য পুরোনো প্রশ্নপত্রগুলি পরীক্ষার কাঠামো এবং প্রশ্নের ধরনগুলির সঙ্গে প্রার্থীদের পরিচিত করায়। প্রার্থীরা নিজেদের দৃঢ় অঞ্চলগুলি (Strong area) এবং কোন কোন অঞ্চলগুলি উন্নতি করতে হবে সেই ক্ষেত্রগুলি চিহ্নিত করতে এবং সময়কে সঠিকভাবে পরিচালনার দক্ষতা বাড়াতে একটি সহায়ক সংস্থান হিসেবে কাজ করে। WB Upper Primary TET পুরোনো প্রশ্নপত্রের সঙ্গী করে অনুশীলন করলে WB SET 2025 পরীক্ষায় সাফল্যের সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে।
আরও পড়ুন- WB Upper Primary TET-এর সম্পর্কে বিস্তারিত জানুন
সেরা প্রস্তুতির জন্য যুক্ত থাকুন আমাদের সঙ্গে Whats App গ্রুপের মাধ্যমে-
যে প্রার্থীরা বর্তমানে WB Upper Primary TET-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ইতিমধ্যেই জানেন যে পরীক্ষায় পাস করার জন্য তাদের অবশ্যই দুটি পেপার তৈরি করতে হবে। ১-টির মধ্যে রয়েছে গণিত ও বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন এবং দ্বিতীয়টির মধ্যে আছে সমাজ বিজ্ঞান প্রার্থীর গভীর জ্ঞানকে মূল্যায়ন করার জন্য রাখা হয়েছে। BSSEI নিয়ে এসেছে পরীক্ষার্থীদের জন্য Previous Years Questions. একটি PDF -এ আছে গণিত ও বিজ্ঞান-এর প্রশ্ন, অন্য একটি PDF-এ আছে সমাজ বিজ্ঞান-এর প্রশ্ন।
ডাউনলোড করুন- CTET Full Syllabus (Paper 1 & Paper 2)
ডাউনলোড করুন- JSSC Syllabus
কিছু ব্যক্তি WB Upper Primary TET পরীক্ষাকে কঠিন বলে মনে করে যেহেতু এই পরীক্ষার যে পত্রগুলি রয়েছে, তাই সফল হওয়ার জন্য প্রার্থীদের অবশ্যই সম্পূর্ণ পাঠ্যক্রম কভার করতে হবে এবং সেই সঙ্গে সমাধান করতে হবে PYQ মানে Previous year questions বা বিগত বছরের প্রশ্ন।
WB Upper Primary TET Previous Year Question PDF কোথা থেকে ডাউনলোড করব?
পরিক্ষার্থীরা বিগত বছরের পিডিএফ টি ডাউনলোড করতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট BSSEI থেকে খুব সহজেই নিয়ে নিতে পারেন।
WB Upper Primary TET Previous Year Question PDF আমাকে কিভাবে সাহয্য করবে?
পরিক্ষার্থীরা যদি বিগত বছরের প্রশ্নপত্র সমাধান করে তাহলে খুব সহজেই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...