পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) অবশেষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ, ১৬ জুন ২০২৫ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি, ক্লার্ক ও গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তিও শীঘ্রই প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ডাউনলোড করুন- WBSSC SLST Syllabus
শূন্যপদ: মাধ্যমিক (IX-X) ও উচ্চ মাধ্যমিক (XI-XII) স্তরে মোট প্রায় ৩৫,৭২৬টি সহকারী শিক্ষক পদে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া: সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন শুরুর তারিখ: ১৬ জুন ২০২৫
আবেদনের শেষ তারিখ: ১৪ জুলাই ২০২৫
সম্ভাব্য পরীক্ষার তারিখ: ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং NCTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.Ed. ডিগ্রি।
নির্বাচন প্রক্রিয়া: লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, মৌখিক সাক্ষাৎকার এবং লেকচার ডেমোনস্ট্রেশনের ভিত্তিতে চূড়ান্ত প্যানেল প্রস্তুত করা হবে।
ডাউনলোড করুন- WBSSC SLST PYQ
ডাউনলোড করুন- WBSSC SLST PYQ
প্রশ্ন যতই জটিল আসুক তোমার দরকার সঠিক প্রস্তুতি , সেই জন্যই BSSEI এনেছে ৬০ দিনে ৬০ পাওয়ার কৌশল অর্থাৎ mission 60। শুধুমাত্র ৬০ দিনে ৬০ পাওয়ার জন্যই না লড়াই নয় লড়াই একটা অ্যাপয়েনমেন্ট লেটার পাওয়ার। এর জন্য সেট করতে হবে একটা টার্গেট। তাই প্রথম যে জিনিসটা প্রথম করতে হবে পড়াশোনা। তার সঙ্গে রয়েছে BSSEI-এর Mission 60 ।
এই Mission 60 ব্যাচে ভর্তি হতে গেলে প্রথমেই আপনাকে যেতে হবে bssei.in-এ। সেখানে গিয়ে আপনার নিজের বিষয়টি দেখতে পেলে Explore অপশনে ক্লিক করলেই এই ব্যাচে ভর্তি হলে কি কি ফিচারস আপনি পেয়ে যাবেন । তার পর Buy Now অপশনে ক্লিক করলেই ভর্তি হয়ে যাবেন Mission 60 ব্যাচ-এ। এই বিষয়ে বিস্তারিত জানতে দেখে নিন এই ভিডিওটি-
WBSSC SLST BENGALI | |
WBSSC SLST SANSKRIT | |
WBSSC SLST ENGLISH | |
WBSSC SLST HISTORY | |
WBSSC SLST GEOGRAPHY | |
WBSSC SLST EDUCATION | |
WBSSC SLST PHILOSOPHY |
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...