WBSSC Group C Notification অবশেষে প্রকাশিত হল। বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকার প্রকাশ করেছে WBSSC Group C Notification। চাকরি প্রার্থী মানুষদের কপাল থেকে দুশ্চিন্তার ভাঁজ দূর করতে WBSSC Group C Notification অনেক সহায়তা করবে আশা করা যায়। WBSSC Group C 2025 প্রার্থীরা যারা এই পদ এর জন্য আগ্রহী তাদের জন্য এখানে পরীক্ষার নোটিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো ।
যে সকল প্রার্থীরা WBSSC Group C Notification পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এই বছর টি যারা এই পরীক্ষাই বসবেন বলে ভাবছেন তাদের আগে জানা উচিত এই পরীক্ষা সম্বন্ধে বিস্তারিত ধারণা। কিভাবে হতে চলেছে এই পরীক্ষা কত ভ্যাকান্সি, এর প্যাটার্ন , সিলেবাস , বিগত বছর এর প্রশ্নপত্র, কত স্যালারিও কি কি বই পড়তে হবে । সমস্ত প্রার্থীদের পরীক্ষা সম্পর্কে সমস্ত কিছু জানতে হবে।
ডাউনলোড করুন – WBSSC Group C Exam Details
পরীক্ষা পরিচালনাকারী সংস্থা | ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন |
পরীক্ষার নাম | স্টেট লেভেল সিলেকশন টেস্ট |
পদ | গ্রুপ সি ক্লার্ক (পিয়ন, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, নাইট গার্ড, ম্যাট্রন, হেলপার) |
স্কুল ক্যাটাগরি | Secondary & Higher Secondary Schools |
শূন্যপদ | ২৯৮৯ টি |
পোস্টিং | ওয়েস্ট বেঙ্গল |
আবেদন করার মাধ্যম | অনলাইন |
ওয়েবসাইট | westbengalssc.com |
সুপ্রিম কোর্টের নির্দেশনাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণার পরিপ্রেক্ষিতে, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) কর্তৃক শূন্যপদ ২৯৮৯ টি ঘোষণা করা হয়েছে , যেখানে বোঝাই যাচ্ছে প্রতিযোগিতা ঠিক কেমন হতে চলেছে।
ডাউনলোড করুন- WB SSC Group C All in One Guide Book
বিজ্ঞপ্তিতে প্রকাশিত সূত্র থেকে জানা যায় এই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হবে…… তারিখ থেকে। শেষ হবে …… তারিখে।
ডাউনলোড করুন- WBSSC Group D All In One Guide Book
এর ক্ষেত্রে প্রার্থীদের কে যে সব যোগ্যতাপূর্ণ হতে হবে তা নিম্নে উল্লিখিত করা হলো –
উক্ত পদে প্রার্থীকে অবশ্যই আবেদন করার জন্য ক্লাস ৮ পাশ করতে হবে ।
ডাউনলোড করুন- WBSSC Group C Previous Year Questions
প্রার্থীর বয়সের ক্ষেত্রে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে । তবে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষণের যে নীতি রয়েছে তাতে OBC-তে অন্তর্ভুক্ত প্রার্থীরা ৩ বছরের এবং SC/ST প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবে।
WBSSC Group D salary মূলত (Basic Pay): ₹ ২০,০৫০ /- প্রতি মাসে। এর সঙ্গে অন্যান্য ভাতা যুক্ত করে প্রতি মাসে বেশ ভালো বেতনই পাওয়া যাবে।
ডাউনলোড করুন- WBSSC Group D Previous Year Questions
১ ধাপ : প্রার্থীরা প্রথমে ফর্মটি ফিল আপ করার জন্য এই ওয়েবসাইটে www.westbengalssc.com যাবেন।
২ ধাপ : এ রেজিস্ট্রেশন সেকশন এ গিয়ে নিজের নাম, ইমেল, মোবাইল নম্বর দিয়ে নতুন রেজিস্ট্রেশন করবেন ।
৩ ধাপ : রেজিস্ট্রেশন করা হয়ে গেলে নিজের একাউন্ট লগইন করবেন প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ।
৪ ধাপ : তারপর নিজের ফর্ম টি পূরণ করবেন : ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতা তথ্য দিয়ে।
৫ ধাপ : ডকুমেন্ট আপলোড করবেন ছবি ও স্বাক্ষর দিয়ে ।
৬ ধাপ : নিজের ফর্ম টি প্রিভিউ করুন তারপর জমা দেওয়ার আগে একবার ভালো করে যাচাই করুন।
৭ ধাপ : অনলাইন মোডে আবেদন ফি জমা করুন ।
৮ ধাপ : সর্বশেষ নিজের ফর্ম টি সাবমিট ও প্রিন্ট করে রেখে দিন।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...