যে কোনো পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিশেষত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বিষয় ভিত্তিক গভীর অধ্যয়নের পাশাপাশি যেটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হল বিগত বছরের প্রশ্ন PYQ অনুশীলন করা। এই বিগত বছরের প্রশ্ন PYQ অনুশীলন করার মাধ্যমে পরীক্ষার্থীরা সেই পরীক্ষার প্রশ্নের ধরণ সম্পর্কে যেমন অবগত হতে পারে তেমনি প্রশ্ন বা সিলেবাস সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণ পেয়ে থাকে। সুতরাং যে কোনো পরীক্ষার আগে বিগত বছরের প্রশ্ন PYQ অনুশীলন করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ।
পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বিদ্যালয়ে লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হবে। এই সংক্রান্ত গত ০৬.০৮.২০২৫ তারিখে বিদ্যালয়ের গ্রুপ C এবং গ্রুপ D সহ লাইব্রেরিয়ান পদের জন্য কলকাতা গেজেট প্রকাশিত হয়েছে। এটি একটি স্থায়ী সরকারি চাকরি । এই নিয়োগে সমস্ত সরকারি সুযোগ – সুবিধা পাওয়া যাবে। এই নিয়োগে সাধারণত সরকারি বিদ্যালয়ে যে সমস্ত লাইব্রেরি রয়েছে তার দেখাশোনা ও দায়িত্ব পালন করতে হয় ।
যেহেতু WBSSC Librarian পদের পরীক্ষা বহুবছর হয়নি , তাই এই বিগত বছররে প্রশ্ন PYQ অত্যন্ত জরুরি। আমরাজানি, ২০১৬ এর আগে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) সমস্ত পরীক্ষাতে রচনাধর্মী প্রশ্ন করা হতো । কিন্তু , ২০১৬ সাল থেকে এই সমস্ত পরীক্ষার প্রশ্ন বহু নির্বাচনমূলক প্রশ্ন (MCQ) করা হয়। আর ঠিক এই কারণেই এই WBSSC Librarian পরীক্ষার জন্য বিগত বছরের প্রশ্ন (PYQ) অনুশীলন করা ভীষণভাবে গুরুত্বপূর্ণ । এই ব্লগের মাধ্যমে WBSSC Librarian এর বিগত বছরের প্রশ্ন PYQ সমাধানসহ ডাউনলোড করতে পারবেন যা পরবর্তীতে এই পরীক্ষার প্রস্তুতিকে আরও মসৃণ করে তুলবে।
ডাউনলোড করুন- WBSSC Librarian Syllabus
প্রশ্নের ধরণ বোঝা যায়
কীভাবে প্রশ্ন করা হয়, কোন বিষয় থেকে বেশি প্রশ্ন আসে, প্রশ্নের কঠিনতা কেমন – তা পরিষ্কার ধারণা পাওয়া যায়।
গুরুত্বপূর্ণ টপিক চিহ্নিত হয়
কোন অধ্যায় বা বিষয় থেকে বারবার প্রশ্ন আসছে তা বোঝা যায়। এগুলোকে পরীক্ষার জন্য high priority topics হিসেবে ধরা যায়।
সময় ব্যবস্থাপনা শেখায়
প্রশ্ন সমাধান করতে গিয়ে বোঝা যায় কোন অংশে বেশি সময় লাগে, আর কোথায় দ্রুত সমাধান করা যায়। ফলে আসল পরীক্ষায় সময় নিয়ন্ত্রণ সহজ হয়।
আত্মবিশ্বাস বাড়ে
যত বেশি প্র্যাকটিস করবেন, ততই পরীক্ষার ভীতি কমবে, আর আত্মবিশ্বাস বাড়বে।
নতুন সিলেবাসের সঙ্গে তুলনা করা যায়
সিলেবাসে পরিবর্তন হলে পুরনো প্রশ্ন দেখে বোঝা যায় কোন অংশ এখনও প্রাসঙ্গিক আর কোনটা বাদ পড়েছে।
এর মধ্যে প্রশ্নের প্যাটার্ন বদলেছে, তাহলে এই PYQ দেখে কি লাভ?
যেকোনো পরীক্ষার ক্ষেত্রেই শুধুমাত্র এক দু বছরের নয় বেশ কিছু বছরের PYQ সমাধান করা খুব জরুরী। একটি পরীক্ষাকে ঠিক মতো বুঝতে গেলে দরকার সব প্রশ্নের প্যাটার্নকেই বিশ্লেষণ করা দরকার। সেগুলি দেখলে বোঝা যায় কীভাবে WBSSC Librarian প্রশ্নের প্যাটার্ন-এর বিবর্তন ঘটেছে। তাই প্রথম থেকে সবকিছু দেখে নেওয়া অত্যন্ত প্রয়োজন।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...