WBSSC SLST Bengali Answer key কোন পদ্ধতিতে Challenge করবেন?

WBSSC SLST Bengali Answer key কোন পদ্ধতিতে Challenge করবেন?

গত ১৬.০৯.২০২৫ তারিখে নবম – দশম এবং ২০.০৯.২০২৫ তারিখে একাদশ – দ্বাদশ শ্রেণির পরীক্ষার Provisional Answer Key প্রকাশিত হয় । এরপর দেখা যায় দুই পরীক্ষাতেই একাধিক প্রশ্নের উত্তর ভুলে ভরা। স্বভাবতই তা চ্যালেঞ্জ জানাতে হবে।কীভাবে চ্যালেঞ্জ করতে হবে ? কীভাবে pdf তৈরি করবেন? সর্বোপরি কমিশন কেন এই বিতর্কমূলক প্রশ্ন দিল তা এই ব্লগে আলোচনা করা হবে।

কীভাবে Answer key Challenge করতে হবে ?

  • যে প্রশ্নের উত্তর ভুল মনে হচ্ছে তার যথাযথ প্রমাণ দিতে হবে।
  • এর জন্য নির্দিষ্ট বই , তার প্রথম পৃষ্ঠার ছবি , ISBN NO সহ লেখকের নাম, পৃষ্ঠা নম্বর সহ উত্তরের ছবি একটি PDF ফাইল করতে হবে।
  • উক্ত PDF ফাইলে লিখতে হবে কোন সিরিজের কত নম্বর প্রশ্ন, কমিশন কোন উত্তর দিয়েছে, কোন উত্তরটি সঠিক বলে মনে হচ্ছে এবং তার সপক্ষে যুক্তি দিতে হবে।
  • নূন্যতম দুটি বইয়ের প্রমাণ দিতে হবে।
  • PDF ফাইলের সাইজ হবে 250 kb এর মধ্যে।

slst interview preparation batch

Answer key Challenge করার পদ্ধতি

  • STEP 1 : অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
  • STEP 2 : Login করতে হবে।
  • STEP 3 : 2 ND SLST (AT) 2025 Login করতে হবে।
  • STEP 4 : Model Question Registration System ক্লিক করতে হবে।
  • STEP 5 : রোল নম্বর দিতে হবে।
  • STEP 6 :প্রশ্নের বুকলেট সিলেক্ট করতে হবে।
  • STEP 7 : প্রশ্নের নম্বর , কোন উত্তরটা হওয়া উচিৎ নির্বাচন করে Submit এ ক্লিক করতে হবে।
  • STEP 8 : PDF ফাইল আপলোড করতে হবে ।
  • STEP 9 : পেমেন্ট করতে হবে।

Check Out: Best Books for SLST Interview

কোনো প্রশ্নের উত্তর যদি দুটোই হয়, তাহলে কীভাবে চ্যালেঞ্জ করা যাবে ?

নির্দিষ্ট প্রশ্নের যখন অপশন নির্বাচন করতে হবে অর্থাৎ প্রার্থীর যে উত্তরটি সঠিক মনে হচ্ছে তা নির্বাচন করার সময় ” More than one answer is correct ” নির্বাচন করতে হবে এবং তার সপক্ষে উপযুক্ত প্রমাণ দিতে হবে।

upper primary tet new batch

সিলেবাসের বাইরে প্রশ্ন এলে অথবা প্রশ্ন ভুল থাকলে কীভাবে চ্যালেঞ্জ করতে হবে ?

নির্দিষ্ট প্রশ্নের যখন অপশন নির্বাচন করতে হবে অর্থাৎ প্রার্থীর যে উত্তরটি সঠিক মনে হচ্ছে তা নির্বাচন করার সময় ” QUESTION IS WRONG OR OUT OF SYLLABUS ” নির্বাচন করতে হবে এবং তার সপক্ষে উপযুক্ত প্রমাণ দিতে হবে।

প্রশ্নের সব উত্তর ভুল হলে কী করতে হবে ?

নির্দিষ্ট প্রশ্নের যখন অপশন নির্বাচন করতে হবে অর্থাৎ প্রার্থীর যে উত্তরটি সঠিক মনে হচ্ছে তা নির্বাচন করার সময় ” NO ANSWER IS CORRECT ” নির্বাচন করতে হবে এবং তার সপক্ষে উপযুক্ত প্রমাণ দিতে হবে।

Download Now: Upper Primary TET Syllabus

প্রশ্ন চ্যালেঞ্জ করলে কারা নম্বর পাবে ?

যে কোনো পরীক্ষায় প্রভিশানাল উত্তরপত্র চ্যালেঞ্জ করলে উক্ত নির্দিষ্ট প্রশ্নের উত্তর যদি পরীক্ষা পরিচালনা কমিটি গ্রহণ করে তবে সেই প্রশ্নের উত্তরের নম্বর সবাই পেয়ে থাকেন । পরীক্ষা পরিচালনা কমিটি চূড়ান্ত উত্তরপত্র প্রকাশের সময় গৃহীত মূল্যায়নকৃত উত্তর প্রকাশ করে থাকে। তবে এই উত্তর কমিটি গ্রহণ করবে কিনা তা যেমন উপযুক্ত প্রমাণের উপর নির্ভর করে তেমনি অধিক সংখ্যক চ্যালেঞ্জের উপরও নির্ভর করে।

WBSSC SLST বাংলা প্রশ্নের উত্তর চ্যালেঞ্জ কীভাবে করতে হবে ?

বাংলা বিষয়ের ক্ষেত্রে নবম – দশম শ্রেণির প্রশ্নের উত্তর সেভাবে চ্যালেঞ্জ করার না থাকলেও একাদশ – দ্বাদশ শ্রেণির একটি প্রশ্ন চ্যালেঞ্জ করা যাবে। প্রশ্নটি হল – শৈলি শব্দের অর্থ – সৃষ্টি , রচনারীতি, কৌশল , ভাষা । এই প্রশ্নের উত্তর কমিশন নিয়েছে রচনারীতি, কিন্তু এর উত্তর কৌশল এবং রচনারীতি দুটোই হবে। এক্ষেত্রে উপযুক্ত প্রমাণসহ PDF ফাইলটি নিম্নে দেওয়া হল।

Downloads

WBSSC SLST Bengali Question Challenge

Related Articles

WBPSC Assistant Master Batch AD
WBPSC Assistant Master Batch AD 2

Connect with Us

WhatsApp
<