গত ১৬.০৯.২০২৫ তারিখে নবম – দশম এবং ২০.০৯.২০২৫ তারিখে একাদশ – দ্বাদশ শ্রেণির পরীক্ষার Provisional Answer Key প্রকাশিত হয় । এরপর দেখা যায় দুই পরীক্ষাতেই একাধিক প্রশ্নের উত্তর ভুলে ভরা। স্বভাবতই তা চ্যালেঞ্জ জানাতে হবে।কীভাবে চ্যালেঞ্জ করতে হবে ? কীভাবে pdf তৈরি করবেন? সর্বোপরি কমিশন কেন এই বিতর্কমূলক প্রশ্ন দিল তা এই ব্লগে আলোচনা করা হবে।
Check Out: Best Books for SLST Interview
নির্দিষ্ট প্রশ্নের যখন অপশন নির্বাচন করতে হবে অর্থাৎ প্রার্থীর যে উত্তরটি সঠিক মনে হচ্ছে তা নির্বাচন করার সময় ” More than one answer is correct ” নির্বাচন করতে হবে এবং তার সপক্ষে উপযুক্ত প্রমাণ দিতে হবে।
নির্দিষ্ট প্রশ্নের যখন অপশন নির্বাচন করতে হবে অর্থাৎ প্রার্থীর যে উত্তরটি সঠিক মনে হচ্ছে তা নির্বাচন করার সময় ” QUESTION IS WRONG OR OUT OF SYLLABUS ” নির্বাচন করতে হবে এবং তার সপক্ষে উপযুক্ত প্রমাণ দিতে হবে।
নির্দিষ্ট প্রশ্নের যখন অপশন নির্বাচন করতে হবে অর্থাৎ প্রার্থীর যে উত্তরটি সঠিক মনে হচ্ছে তা নির্বাচন করার সময় ” NO ANSWER IS CORRECT ” নির্বাচন করতে হবে এবং তার সপক্ষে উপযুক্ত প্রমাণ দিতে হবে।
Download Now: Upper Primary TET Syllabus
যে কোনো পরীক্ষায় প্রভিশানাল উত্তরপত্র চ্যালেঞ্জ করলে উক্ত নির্দিষ্ট প্রশ্নের উত্তর যদি পরীক্ষা পরিচালনা কমিটি গ্রহণ করে তবে সেই প্রশ্নের উত্তরের নম্বর সবাই পেয়ে থাকেন । পরীক্ষা পরিচালনা কমিটি চূড়ান্ত উত্তরপত্র প্রকাশের সময় গৃহীত মূল্যায়নকৃত উত্তর প্রকাশ করে থাকে। তবে এই উত্তর কমিটি গ্রহণ করবে কিনা তা যেমন উপযুক্ত প্রমাণের উপর নির্ভর করে তেমনি অধিক সংখ্যক চ্যালেঞ্জের উপরও নির্ভর করে।
বাংলা বিষয়ের ক্ষেত্রে নবম – দশম শ্রেণির প্রশ্নের উত্তর সেভাবে চ্যালেঞ্জ করার না থাকলেও একাদশ – দ্বাদশ শ্রেণির একটি প্রশ্ন চ্যালেঞ্জ করা যাবে। প্রশ্নটি হল – শৈলি শব্দের অর্থ – সৃষ্টি , রচনারীতি, কৌশল , ভাষা । এই প্রশ্নের উত্তর কমিশন নিয়েছে রচনারীতি, কিন্তু এর উত্তর কৌশল এবং রচনারীতি দুটোই হবে। এক্ষেত্রে উপযুক্ত প্রমাণসহ PDF ফাইলটি নিম্নে দেওয়া হল।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...