প্রতিযোগিতামূলক চাকরির প্রস্তুতিতে দৈনিক Current Affairs প্রশ্নোত্তর খুবই গুরুত্বপূর্ণ। সরকারি রাজ্য বা কেন্দ্রের পরীক্ষা যেমন SSC CGL, SSC CHSL, SSC MTS, WBPSC Clerkship, বা WBPSC Miscellaneous—এই পরীক্ষাগুলোর মধ্য Current Affairs থাকা বাধ্যতামূলক।একটানা গুরুত্বপূর্ন ঘটনাবলী নজরে রাখলে, তথ্য সংগ্রহের কাজে দক্ষতার পাশাপাশি সময়মত পরীক্ষার রিভিশন করার লাস্ট মিনিটে কাজও সুবিধা জনক হবে। সংগঠিত পদ্ধতি নোটস যে কোনও বিষয়ে পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক। অতএব Current Affairs Questions in Bengali গুরুত্বপূর্ণ PDF টি একদম অবহেলা করা উচিত নয়।
আজকের জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসের ঘটনাবলী থেকে নির্বাচিত কিছু প্রশ্নোত্তর যেগুলি আপনার পরীক্ষার প্রস্তুতিতে বিশেষ কাজে আসবে। তাই আমাদের ২১ জুন ২০২৫ Current Affairs টি পিডিএফ টি পেতে নিচে দেওয়া ডাউনলোড লিঙ্ক এ ক্লিক করে বিনামূল্যে PDF টি সংগ্রহ করুন।
১.Centre approves ₹________ crore assistance to Himachal Pradesh for 2023 disaster recovery.
২০২৩ সালের দুর্যোগ পুনরুদ্ধারের জন্য হিমাচল প্রদেশকে কেন্দ্র ₹________ কোটি সহায়তা অনুমোদন করেছে।
a)২০০৬.৪০
b)২১০০.৬০
c)২০১৬.৫০
d)২০০৬.৩০
উত্তরঃ a)২০০৬.৪০
২.India ranks _______ in WEF Energy Transition Index 2025 despite efficiency gains.
দক্ষতা বৃদ্ধি সত্ত্বেও WEF শক্তি পরিবর্তন সূচক ২০২৫-এ ভারতের স্থান _______।
a)৬০তম
b)৭১তম
c)৫০তম
d)৪৩তম
উত্তরঃ b)৭১তম
৩.To enhance the efficiency of voter services, the Election Commission of India (ECI) has launched a new Standard Operating Procedure (SOP) aimed at delivering Elector Photo Identity Cards (EPICs) within ______ days of electoral roll updates.
ভোটার পরিষেবার দক্ষতা বৃদ্ধির জন্য, ভারতীয় নির্বাচন কমিশন (ECI) একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) চালু করেছে যার লক্ষ্য হল ভোটার তালিকা আপডেটের ______ দিনের মধ্যে ভোটার ছবি পরিচয়পত্র (EPIC) সরবরাহ করা।
a)১০
b)১৫
c)২০
d)২৫
উত্তরঃ b)১৫
৪.The International Day for the Elimination of Sexual Violence in Conflict, observed annually on _________.
সংঘাতে যৌন সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস, যা প্রতি বছর _________ তারিখে পালিত হয়।
a)২০ জুন
b)১৯ জুন
c)১৮ জুন
d)১৭ জুন
উত্তরঃ b)১৯ জুন
৫.World Kidney Cancer Day 2025, observed on _______.
বিশ্ব কিডনি ক্যান্সার দিবস ২০২৫, _______ তারিখে পালিত।
a)১৩ জুন
b)১৪ জুন
c)১২ জুন
d)১৬ জুন
উত্তরঃ c)১২ জুন
৬.Reliance Infra & Dassault Aviation to build Falcon __________ jets in India.
রিলায়েন্স ইনফ্রা এবং ডাসাল্ট এভিয়েশন ভারতে ফ্যালকন __________ জেট তৈরি করবে।
a)২০০০
b)৩০০০
c)৪০০০
d)৫০০০
উত্তরঃ a)২০০০
৭. ICRA predicts ____% GDP growth for India in FY26.
ICRA FY26 সালে ভারতের জন্য ____% GDP প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।
a)6.5
b)6.2
c)6.9
d)6.1
উত্তরঃ b)6.2
৮._________ makes Hindi ‘General’ third language in schools.
_________ স্কুলগুলিতে হিন্দিকে ‘সাধারণ’ তৃতীয় ভাষা করে তোলে।
a)তামিলনাড়ু
b)গুজরাট
c)মহারাষ্ট্র
d)কেরল
উত্তরঃ c)মহারাষ্ট্র
৯. __________ becomes Google’s Cybersecurity Hub with GSEC launch.
GSEC চালু হওয়ার সাথে সাথে __________ গুগলের সাইবারসিকিউরিটি হাবে পরিণত হয়েছে।
a)বেঙ্গালুরু
b)চেন্নাই
c)কলকাতা
d)হায়দ্রাবাদ
উত্তরঃ d)হায়দ্রাবাদ
**২০ ই জুন কারেন্ট অ্যাফেয়ার্স pdf টি পেতে ডাউনলোড করুন
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...