আজকালকার দিনে কোনো রকম সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার জন্য, প্রার্থীদের অবশ্যই দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ভালো মতো থাকতে হবে, কারণ Daily Current Affairs Questions হল সিলেবাসের একটি অবিচ্ছেদ্য অংশ। সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য Daily Current Affairs Questions কেন গুরুত্বপূর্ণ তা এখানে কারণগুলি দেখে নিন:
বিশ্বকে জানা: Daily Current Affairs Questions বর্তমান বিষয়গুলির জাতীয় এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই বিশ্বের ঘটনাগুলিকে জানতে সহায়তা করে। তাই প্রার্থীদের বিভিন্ন অঞ্চলের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির ওপর সুস্পষ্ট ধারণা থাকে।
প্রাসঙ্গিক এবং আপ-টু-ডেট : বর্তমানের অনেক পরীক্ষাই কারেন্ট অ্যাফেয়ার্স-ভিত্তিক পরীক্ষা। অতএব, প্রার্থীদের জন্য Daily Current Affairs Quiz-গুলি অপরিহার্য। এছাড়াও, যে প্রার্থীরা Daily Current Affairs Questions ঠিকমতো প্রস্তুত করে তারা সহজেই বিভিন্ন বিষয় সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে পারে, যার ফলে তাদের সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পায়। তাই Daily Current Affairs Questions-কে কখনই অবহেলা করা উচিত নয়। দেখে নিন ২৬ মার্চের ২০২৫-এর কিছু গুরুত্বপূর্ণ Daily Current Affairs Quiz-
১) Election Commission of India orders the appointment of _________ as new BMC Commissioner.
ভারতের নির্বাচন কমিশন _________কে নতুন BMC কমিশনার হিসেবে নিয়োগের নির্দেশ দেয়।
a)Bhusan Patel
b)Bhusan Gagrani
c)Adrij Srivastav
d)Ramswarn Goyel
উত্তর- b)Bhusan Gagrani
২) Sumedha Pathak won gold in the ______ Meter Air Pistol Women SH1 category, while Rubina Francis and Anita Kumari secured silver and bronze, respectively, at the Khelo India Para Games.
খেলো ইন্ডিয়া প্যারা গেমসে সুমেধা পাঠক ______ মিটার এয়ার পিস্তল মহিলা SH1 বিভাগে সোনা জিতেছেন, যেখানে রুবিনা ফ্রান্সিস এবং অনিতা কুমারী যথাক্রমে রৌপ্য এবং ব্রোঞ্জ জিতেছেন।
a)5
b)10
c)15
d)20
উত্তর- b)10
৩) _____ has chosen Rishabh Pant as the brand ambassador for its new campaign alongside Sunil Gavaskar.
_____ সুনীল গাভাস্কারের সাথে তাদের নতুন প্রচারণার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঋষভ পন্থকে বেছে নিয়েছে।
a)MakeMyTrip
b)Goibibo
c)Indigo
d)Air Asia
উত্তর- b)Goibibo
৪) 100% hike in salaries of CM and legislators of _____.
_____ এর মুখ্যমন্ত্রী এবং বিধায়কদের বেতন ১০০% বৃদ্ধি।
a)Kerala
b)Delhi
c)Karnataka
d)Maharashtra
উত্তর- c)Karnataka
৫) Boxing legend George Foreman passes away at the age of ________.
বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান ________ বছর বয়সে মারা গেছেন।
a)80
b)76
c)72
d)74
উত্তর- b)76
৬) _______ to join Earth Hour with a special focus on water conservation.
জল সংরক্ষণের উপর বিশেষ মনোযোগ দিয়ে _______ আর্থ আওয়ারে যোগ দেবে।
a)Russia
b)USA
c)India
d)Canada
উত্তর- c)India
৭) Vinod Kumar Shukla was selected for the 59th Jnanpith Award. He is an ________.
৫৯তম জ্ঞানপীঠ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন বিনোদ কুমার শুক্লা। তিনি একজন ________।
a)Singer
b)Dancer
c)Writer
d)Sportsperson
উত্তর- c)Writer
৮) _______ to host Sepak Takraw 2025 World Cup where 20 countries are participating.
_______ ২০২৫ সালের সেপাক টাকরাও বিশ্বকাপ আয়োজন করবে যেখানে ২০টি দেশ অংশগ্রহণ করবে।
a)Tamil Nadu
b)Bihar
c)Andhra Pradesh
d)Kerala
উত্তর- b)Bihar
৯) The United Nations (UN’s) International Day of Forests (IDF) is observed annually across the globe on _________.
জাতিসংঘের আন্তর্জাতিক বন দিবস (IDF) প্রতি বছর _________ তারিখে বিশ্বজুড়ে পালিত হয়।
a)March 20
b)March 22
c)March 21
d)March 19
উত্তর- c)March 21
১০) The United Nations (UN’s) World Poetry Day is annually observed across the globe on 21 March. What is the edition for this year?
জাতিসংঘ (জাতিসংঘ) কর্তৃক প্রতি বছর ২১শে মার্চ বিশ্ব কবিতা দিবস পালিত হয়। এই বছরের সংস্করণটি কত?
a)20
b)23
c)26
d)29
উত্তর- c)26
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...