2nd July Daily Current Affairs Questions – Practice Today’s Top CA MCQs

2nd July Daily Current Affairs Questions – Practice Today’s Top CA MCQs

Daily Current Affairs Questions আমাদের প্রতিদিনকার জীবনে ঘটে যাওয়া দেশ-বিদেশের নানা গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের সচেতন নাগরিক হিসেবে জানার প্রয়োজন রয়েছে। অর্থনীতি, রাজনীতি, বিজ্ঞান, পরিবেশ, ক্রীড়া ও আন্তর্জাতিক সম্পর্ক—এসব ক্ষেত্রের সাম্প্রতিক আপডেটগুলোই গঠন করে দৈনিক সাম্প্রতিক ঘটনার মূল কাঠামো। বর্তমান বিশ্বে তথ্য প্রবাহ এত দ্রুত যে প্রতিদিনের পরিবর্তনগুলো বুঝে নেওয়া এবং বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি বা সামাজিক সচেতনতা গঠনে এই জ্ঞানের প্রাসঙ্গিকতা অনেক। তাই প্রতিদিনের সংবাদ বিশ্লেষণ, নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য গ্রহণ, এবং বাস্তব ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভ্যাস গড়ে তোলা এখন সময়ের দাবি। এই ব্লগে আমরা দৈনিক সাম্প্রতিক ঘটনার গুরুত্ব, তথ্যের উৎস এবং কীভাবে এগুলো আমাদের জীবনে প্রভাব ফেলে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।

Download Now

সম্পূর্ণ বাংলায় পিডিএফ টি পেতে এখনই  আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নাও-

কেন আমাদের Daily Current Affairs Questions পরা উচিত ?

  • Daily Current Affairs Questions পড়লে জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর উপর দখল বাড়ে, যা পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
  • SSC, UPSC, WBCS, Railway, Banking সহ প্রায় সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন Daily Current Affairs Questions 2nd July সহ সাম্প্রতিক ঘটনার উপর প্রশ্ন থাকে।
  • বর্তমান ইস্যু সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে ইন্টারভিউ এবং GD-তে নিজের মতামত আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করা যায়।
  • Descriptive paper যেমন WBCS Main বা UPSC Mains-এ যেমন 28th June Current Affairs পড়ার ফলে যুক্তিসম্মত ও তথ্যসমৃদ্ধ উত্তর লেখা সহজ হয়।
  • প্রতিদিন  Current Affairs পড়ার মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজস্ব বিশ্লেষণ শক্তি তৈরি করতে পারে, যা সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও সহায়ক।
  • অনেক সময় প্রশ্ন আসে যেটা কারেন্ট আর স্ট্যাটিক জিকে দুটোর মিশ্রণ। যেমন: “2nd July” যদি কোনো বিশেষ দিবস হয়, তার ঐতিহাসিক প্রেক্ষাপটও জানতে হয়।
  • যারা রোজ যেমন Daily Current Affairs Questions 2nd July বা প্রতিদিনের আপডেট পড়ে, তারা মক টেস্ট বা রিয়েল এক্সামে খুব দ্রুত এবং নির্ভুলভাবে প্রশ্ন সমাধান করতে পারে।

১) Adani Green Becomes First Indian Firm to Cross _______ GW Renewable Energy Milestone.

আদানি গ্রিন _______ GW পুনর্নবীকরণযোগ্য শক্তির মাইলফলক অতিক্রমকারী প্রথম ভারতীয় সংস্থা।

a)14

b)16

c)15

d)13

উত্তর- c)15

২) ________ launches GoIStats App for seamless access to official data.

________ সরকারী তথ্যে নির্বিঘ্ন অ্যাক্সেসের জন্য GoIStats অ্যাপ চালু করেছে।

a)Ministry of Finance

b)Ministry of Defence

c)Ministry of Statistics and Programme Implementation

d)Ministry of Commerce and Industry

উত্তর- c)Ministry of Statistics and Programme Implementation

৩) Warren Buffett donates $______ billion to five philanthropic foundations in 2025.

২০২৫ সালে ওয়ারেন বাফেট পাঁচটি জনহিতকর ফাউন্ডেশনকে ______ বিলিয়ন ডলার দান করেছেন।

a)5

b)4

c)6

d)7

উত্তর- c)6

৪) National Doctors’ Day 2025 is observed on _______ to honour doctors and healthcare professionals across India.

ভারতজুড়ে চিকিৎসক এবং স্বাস্থ্যসেবা পেশাদারদের সম্মান জানাতে ২০২৫ সালের জাতীয় চিকিৎসক দিবস _______ পালন করা হয়।

a)July 1

b)June 30

c)June 29

d)June 28

উত্তর- a)July 1

৫) _______ honored by New York City for spiritual and community leadership.

_______ আধ্যাত্মিক ও সামাজিক নেতৃত্বের জন্য নিউ ইয়র্ক সিটি কর্তৃক সম্মানিত।

a)Radhanath Swami

b)Rakesh Sharma

c)Ravish Dhyanchand

d)Ravinder Garg

উত্তর- a)Radhanath Swami

৬) According to the RBI Data, India’s external debt rises _________% to $736.3 billion.

আরবিআই তথ্য অনুসারে, ভারতের বৈদেশিক ঋণ _________% বেড়ে $736.3 বিলিয়ন হয়েছে।

a)15

b)10

c)20

d)25

উত্তর- b)10

৭) The RBI tightens Aadhaar-Enabled Payment System (AePS) rules to combat fraud from ________.

________ থেকে জালিয়াতি মোকাবেলায় আরবিআই আধার-সক্ষম পেমেন্ট সিস্টেম (AePS) নিয়ম কঠোর করছে।

a)2025

b)2026

c)2027

d)2028

উত্তর- b)2026

৮) ______ bans jute imports from Bangladesh via land and sea ports.

______ বাংলাদেশ থেকে স্থল ও সমুদ্র বন্দর দিয়ে পাট আমদানি নিষিদ্ধ করেছে।

a)USA

b)UK

c)China

d)India

উত্তর- d)India

৯) Post Offices to accept UPI payments nationwide by __________.

ডাকঘরগুলি ____________ এর মধ্যে দেশব্যাপী UPI পেমেন্ট গ্রহণ করবে।

a)August 2025

b)September 2025

c)July 2025

d)October 2025

উত্তর- a)August 2025

১০) ________ inaugurates turmeric board HQ in Nizamabad.

________ নিজামবাদে হলুদ বোর্ডের সদর দপ্তর উদ্বোধন করেছে।

a)Narendra Modi

b)Amit Shah

c)Dharmendra Pradhan

d)Draupadi Murmu

উত্তর- b)Amit Shah

Downloads

Daily Current Affairs Questions PDF

Related Articles

Updated Current Affairs Ebook AD
Solved Previous Year Questions for Competitive Exams AD

Connect with Us

WhatsApp
<