Burdwan University-তে Ph.D Admission সম্পর্কে বিশদে জেনে নিন এখনই

Burdwan University-তে Ph.D Admission সম্পর্কে বিশদে জেনে নিন এখনই
এপ্রিল 4, 2025
News . PHD Notification

যারা উচ্চ শিক্ষার্থী তাদের স্বপ্ন থাকে Ph.D বা গবেষণা করার। Ph.D বা গবেষণা করলে কি কি সুবিধা রয়েছে দেখে নিন-

বিশ্লেষণাত্মক দক্ষতা অর্জন
Ph.D বা গবেষণা করার মাধ্যমে আপনি বিষয়ের গভীরে প্রবেশ করতে পারবেন এবং বিশ্লেষণাত্মক দক্ষতা অর্জন করতে পারবেন। এটি আপনাকে একটি নির্দিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার সুযোগ
Ph.D  ডিগ্রি আপনাকে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার জন্য যোগ্যতা প্রদান করে, যেখানে আপনি তরুণ মেধাবীদের ছাত্রদের কাছে বিষয় ও গবেষণার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দিতে পারবেন।

উচ্চ মানের চাকরির সুযোগ
পিএইচডি করার ফলে আপনাকে উচ্চ পর্যায়ের গবেষণামূলক বা নেতৃত্বের চাকরি করার সুযোগ মেলে, যা সাধারণত স্নাতক বা স্নাতকোত্তরের ছাত্রদের জন্য উপলব্ধ থাকে না।

বিশ্ববিদ্যালয় বা শিল্পক্ষেত্রে অবদান রাখা
Ph.D বা গবেষণা  করার মাধ্যমে আপনি একটি নতুন তত্ত্ব বা ধারণা প্রতিষ্ঠা করতে পারেন, যা সমাজ, শিক্ষাক্ষেত্র বা শিল্পক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে সাহায্য করে।

আর্থিক সুবিধা
Ph.D বা গবেষণা করার পর বিভিন্ন সরকারি ও বেসরকারি খাতে উচ্চ বেতনের চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও, গবেষণামূলক প্রকল্পে অংশগ্রহণ করার জন্য অনুদান বা স্কলারশিপ পাওয়ার সুযোগও থাকে।

তাহলে বুঝতেই পারছেন একজন অধ্যাপকের কাছে Ph.D করাটা কতখানি জরুরি।  আবারও রাজ্যের আরও একটি বিশ্ববিদ্যালয়ে Ph.D-তে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হল। দু একদিন আগেই BU অর্থাৎ Burdwan University Ph.D Admission এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি গত ০২.০৪.২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে। দেখে নিন এই  নোটিশে কোন কোন বিষয়ে শূন্যপদের কথা বলা হয়েছে। এছাড়াও এখানে গবেষণা করার টপিকও বলে দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নিন এই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি সম্পর্কে।

আবেদন শুরু

০২.০৪.২০২৫

আবেদন শেষ

১৭.০৪.২০২৫ 

নির্বাচিত প্রার্থীর তালিকা প্রকাশ  

২২.০৪.২০২৫

অ্যাডমিট কার্ড

২৫.০৪.২০২৫

ইন্টারভিউয়েরতারিখ

২৮.০৪.২০২৫ – ৩০.০৪.২০২৫

মেধাতালিকা প্রকাশ

০৭.০৫.২০২৫

ভর্তির তারিখ

১৩.০৫.২০২৫ – ১৪.০৫.২০২৫

Burdwan University Ph.D Admission: যোগ্যতার মানদণ্ড

এই বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য আবেদন করতে গেলে কি কি যোগ্যতার প্রয়োজন দেখে নেওয়া যাক-

  • স্নাতকোত্তরে ৫৫% নম্বর থাকতে হবে।
  • UGC NET / UGC – CSIR NET/GATE/ WB SET পাস করে বৈধ সার্টিফিকেট থাকতে হবে ।
  • সরকারি নিয়ম অনুযায়ী নম্বরের ছাড় পাওয়া যাবে ।

বিষয়ভিত্তিক শূন্যপদ 

  • Bengali – 09
  • Sanskrit – 01
  • Arabic – 01
  • Commerce – 08
  • Economics – 11
  • Philosophy – 05
  • Political Science – 06
  • Mass Communication – 03
  • English – 04
  • Education – 01
  • History – 06
  • Sociology – 05
  • Law – 03
  • Hindi – 02
  • Urdu – 05
  • Business Administration – 09

Burdwan University Ph.D Admission: নির্বাচন পদ্ধতি 

  • কোনো লিখিত পরীক্ষা হবে না।
  • প্রথমে আবেদন পত্র যাচাই করে প্রার্থীদের শর্ট লিস্টেড করা হবে।
  • শর্ট লিস্টেড প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।
  • এরপর চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হবে।

আরও দেখুন- Diamond Harbour Women University তে রয়েছে Ph.D Admission-এর সুযোগ 

Burdwan University Ph.D Admission: ভর্তির প্রক্রিয়া

  • প্রার্থীদের তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করে নির্বাচন করা হবে।
  • ক্যাটাগরি ১ – যারা JRF পেয়েছে । তদের শুধুমাত্র ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্বাচন করা হবে।
  • ক্যাটাগরি ২ – যারা NET / SET / GATE পেয়েছে। এক্ষেত্রে তাদের উক্ত পরীক্ষায় প্রাপ্ত নম্বর (৭০%) এবং ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর ( ৩০% ) ভিত্তিতে নির্বাচন করা হবে। তবে এক্ষেত্রে NET / SET / GATE প্রাপ্ত নম্বর উল্লেখ করতে হবে।
  • ক্যাটাগরি ৩ – যাদের NET / SET / GATE এর প্রাপ্ত নম্বর পাওয়া যাবে না তদের ক্ষেত্রে মাধ্যমিক (১০%) , উচ্চমাধ্যমিক (১০%) , স্নাতক (২০%) , স্নাতকোত্তর (৩০%) এবং ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর ( ৩০% ) ভিত্তিতে নির্বাচন করা হবে।

Burdwan University Ph.D Admission: আবেদন পদ্ধতি 

  • Step 1 – প্রথমে ABC ID তৈরি করতে হবে।
  • Step 2 – অফিসিয়াল লিঙ্ক ওপেন করতে হবে।
  • Step 3 – রেজিস্ট্রেশন করতে হবে।
  • Step 4 – অ্যাডমিশন লিঙ্কে লগ ইন করতে হবে।
  • Step 5 – অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে।
  • Step 6 – ডকুমেন্ট আপলোড করতে হবে।
  • Step 7 – আবেদন মূল্য জমা করতে হবে।
  • Step 8 – আবেদন পত্র প্রিন্ট করতে হবে।

Burdwan University Ph.D Admission:  আবেদন মূল্য 

এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে গেলে আবেদন মূল্য ২৫০ টাকা প্রদান করতে হবে।

ABC ID তৈরি করার পদ্ধতির লিঙ্ক

ABC ID তৈরি করতে এখানে ক্লিক করুন

রেজিস্ট্রেশন করার লিঙ্ক

রেজিস্ট্রেশন  করতে এখানে ক্লিক করুন 

Related Articles

Connect with Us

WhatsApp
<