প্রত্যেক মানুষের স্বপ্নই থাকে একটি ভালো চাকরি করে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার। কিন্তু বর্তমানের ইঁদুর দৌড়ে যারা নিজেদের বিভিন্ন বিষয়ে আপডেটেড রাখতে পারে তারাই পারে সফলভাবে নিজেদের লক্ষ্যে পৌঁছতে। আর এই সফলতা আনতে বহুলাংশে সহায়তা করতে পারে Daily Current Affairs Questions। কারণ এখনকার দিনে চাকরির বেশিরভাগ পরীক্ষাতেই Daily Current Affairs Questions খুব বেশি রকম আসতে দেখা যায়। এই Daily Current Affairs Quiz নিয়মিতভাবে প্র্যাকটিস করলে বহু পরীক্ষাই আর কঠিনতর মনে হবে না। দেখে নিন আজকের অর্থাৎ ১৪ জানুয়ারি তারিখের Daily Current Affairs Questions-
১) ‘How India scaled Mt G20: The inside story of the G20 Presidency’ authored by __________.
How India scaled Mt G20: The inside story of the G20 Presidency’ ___________ দ্বারা রচিত।
a)Amit Shah
b)Narendra Modi
c)Amitabh Kant
d)Subramaniyam Iyer
উত্তর- c)Amitabh Kant
২) National Road Safety Week is annually observed across India from __________.
জাতীয় সড়ক নিরাপত্তা সপ্তাহ বার্ষিক ভারত জুড়ে ___________ থেকে পালন করা হয়।
a)January 9 to January 14
b)January 10 to January 15
c)January 11 to January 17
d)January 17 to January 23
উত্তর- c)January 11 to January 17
৩) Veteran Soldier Havaldar Baldev Singh has passed away at the age of __________.
প্রবীণ সৈনিক হাভালদার বলদেব সিং __________ বছর বয়সে মারা গেছেন।
a)84
b)93
c)81
d)90
উত্তর- b)93
৪) _______ cricketer 38-year-old Martin Guptill announced his retirement from international cricket.
_______ ক্রিকেটার 38 বছর বয়সী মার্টিন গাপটিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
a)South Africa
b)New Zealand
c)Cologne
d)Brazil
উত্তর- b)New Zealand
৫) Pixxel announced partnership with SIIS to supply Hyperspectral Satellite Data in Korea. Where is the headquarters of Pixxel located?
পিক্সেল কোরিয়াতে হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট ডেটা সরবরাহ করতে SIIS-এর সাথে অংশীদারিত্ব ঘোষণা করেছে। Pixxel এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
a)Mumbai
b)Hyderabad
c)Bengaluru
d)Noida
উত্তর- c)Bengaluru
৬) Who was appointed as the Chairman-cum-Managing Director (CMD) of National Aluminium Company (NALCO)?
কে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি (NALCO) এর চেয়ারম্যান-কাম-ম্যানেজিং ডিরেক্টর (CMD) হিসেবে নিযুক্ত হন?
a)Bhudeb Singh Rajput
b)Brijendra Pratap Singh
c)Lalit Sharma
d) Brajendra Garg
উত্তর- b)Brijendra Pratap Singh
৭) Joseph Khalil Aoun elected as the _______ President of Lebanon.
জোসেফ খলিল আউন লেবাননের _______ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
a)12nd
b)13th
c)14th
d)15th
উত্তর- c)14th
৮) Nicolas Maduro Moros Sworn in as President of Venezuela for 3rd consecutive term. He was sworn in as the ______ president of Venezuela?
নিকোলাস মাদুরো মোরোস টানা ৩য় মেয়াদে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন। তিনি ভেনিজুয়েলার ______ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন?
a)50th
b)51st
c)52nd
d)53rd
উত্তর- d)53rd
৯) Kerala’s Kappad and Chal Beaches Earn ‘Blue Flag’ Certification. India is now the ____ country with ‘blue flag beaches’.
কেরালার কাপ্পাড এবং চাল সৈকতগুলি ‘নীল পতাকা’ শংসাপত্র অর্জন করে। ভারত এখন ‘নীল পতাকা সৈকত’ সহ ____ দেশ।
a)3rd
b)4th
c)2nd
d)5th
উত্তর- b)4th
১০) According to UN-DESA’s WESP 2025 Report, Indian Economy likely to Grow ________ in 2025.
UN-DESA-এর WESP 2025 রিপোর্ট অনুসারে, 2025 সালে ভারতীয় অর্থনীতি ________ বৃদ্ধি পাবে।
a)6.4%
b)6.6%
c)6.9%
d)6.1%
উত্তর- b)6.6%
১১) __________ and ICICI Lombard Unite for Maha Kumbh Mela Insurance.
__________ এবং ICICI Lombard মহা কুম্ভ মেলা বীমার জন্য একত্রিত হয়েছে।
a)G-Pay
b)PhonePe
c)BharatPe
d)BHIM
উত্তর- b)PhonePe
আজ থেকেই শুরু করে দিন Daily Current Affairs Questions সম্পর্কে আপডেট রাখা। নিজের স্বপ্নের পথে অগ্রসর হতে আজ থেকেই সংগ্রহ করুন Daily Current Affairs Quiz । নিজের লক্ষ্যে পৌঁছে যান Daily Current Affairs Questions-এর হাত ধরে।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...