Daily Current Affairs Questions বর্তমানে প্রায় প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে পরিগণিত হয়। চাকরিপ্রার্থী ছাত্র-ছাত্রীরা যদি প্রতিনিয়ত Current Affairs Questions-এর প্র্যাক্টিস চালিয়ে যেতে থাকে তাহলে জে কোন পরীক্ষায় সফলতার স্বাদ গ্রহণ থেকে তাদের কেউ বঞ্চিত করতে পারবে না। Daily Current Affairs Questions-মাধ্যমে আমরা দেশ বিদেশের বিভিন্ন প্রাসঙ্গিক খবরের সাথে পরিচিত হতে পারি। রাজনৈতিক পরিবর্তন থেকে শুরু করে দেশে ও দেশের বাইরে ঘটে চলা নানা অর্থনৈতিক ঘটনা প্রবাহ, জানা অজানা যাবতীয় তথ্যের সমাহার নিয়েই আমাদের এই Daily Current Affairs Questions-এর সম্ভার সাজানো হয়ে থাকে প্রতিদিন। প্রার্থীরা যদি তাদের প্রস্তুতির সময় থেকে প্রতিদিন কিছুটা সময় বের করে এই প্রশ্নগুলির অনুশীলন করে তাহলে লক্ষ পূরণের পথে তারা আরও একধাপ এগিয়ে যেতে সক্ষম হবে।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক 8 মার্চ ২০২৫-এর দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স-
১. Civil Accounts Day is celebrated every year on __________ in India to commemorate the Foundation Day of the Indian Civil Accounts Service (ICAS).
ভারতীয় সিভিল অ্যাকাউন্টস সার্ভিস (ICAS) এর প্রতিষ্ঠা দিবস স্মরণে ভারতে প্রতি বছর ________ তারিখে সিভিল অ্যাকাউন্টস দিবস পালিত হয়।
a)February 27
b)March 3
c)March 1
d)February 28
উত্তর: c )March 1
২. Indian Civil Accounts Service (ICAS) has seen in news recently. It was established in _________.
ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্টস সার্ভিস (ICAS) সম্প্রতি খবরে প্রকাশিত হয়েছে। এটি _________ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
a)1986
b)1976
c)1996
d)1966
উত্তর: b)1976
৩. The Government of India has provided ________ million dollars in aid to the Lao People’s Democratic Republic (Laos).
ভারত সরকার লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক (লাওস) কে ________ মিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে।
a)3
b)4
c)2
d)1
উত্তর: d)1
৪. NASA has launched the _______ mission on February 28 via SpaceX recently.
নাসা সম্প্রতি স্পেসএক্সের মাধ্যমে ২৮শে ফেব্রুয়ারী _______ মিশন উৎক্ষেপণ করেছে।
a)MARS
b)PUNCH
c)LUNAR
d)SATURN
উত্তর: b)PUNCH
৫. _______ appoints Dorababu Daparti as Deputy CEO.
_______ ডোরাবাবু দাপার্টিকে ডেপুটি সিইও হিসেবে নিযুক্ত করেছেন।
a)Kotal Mahindra Bank
b)HDFC Life
c)SBI Life
d)Axis Life
উত্তর: c)SBI Life
৬. World Civil Protection Day is observed annually on _________ across the globe.
বিশ্ব নাগরিক সুরক্ষা দিবস প্রতি বছর _________ তারিখে বিশ্বজুড়ে পালিত হয়।
a)March 3
b)March 1
c)March 2
d)March 4
উত্তর: b)March 1
৭. International Civil Defence Organisation (ICDO) has seen in news recently. ICDO was established in ___________.
আন্তর্জাতিক বেসামরিক প্রতিরক্ষা সংস্থা (ICDO) সম্প্রতি খবরে প্রকাশিত হয়েছে। ICDO ___________ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
a)1935
b)1937
c)1931
d)1934
উত্তর: c)1931
৮ . United Nations Environment Programme (UNEP) is related to the World Seagrass Day 2025, which was observed recently on 1st March. UNEP has how many members?
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) বিশ্ব সমুদ্র ঘাস দিবস ২০২৫-এর সাথে সম্পর্কিত, যা সম্প্রতি ১লা মার্চ পালিত হয়েছিল। UNEP-এর সদস্য সংখ্যা কত?
a)190
b)193
c)195
d)197
উত্তর: b)193
৯. EPFO’s board recommends ______ % interest rate for FY25, same as FY24.
EPFO-এর বোর্ড FY25-এর জন্য ______% সুদের হার সুপারিশ করেছে, FY24-এর মতোই।
a)7.75
b)8.36
c)8.25
d)7.50
উত্তর: c)8.25
১০. This year (2025) marks the observance of the _____ th World Civil Defence Day (WCDD).
এই বছর (২০২৫) _____ তম বিশ্ব নাগরিক প্রতিরক্ষা দিবস (WCDD) পালন করা হচ্ছে।
a)35
b)36
c)37
d)38
উত্তর: b)36
উপরোক্ত Daily Current Affairs Question-এর pdf ডাউনলোড করে প্রতিদিন অনুশীলন করুন ও নিজের সাফল্যকে নিশ্চিত করুন।
প্রতিযোগিতামূলক পরীক্ষা বা Competitive Exam আজকাল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ...
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...