Daily Current Affairs Question: 18th January 2025

Daily Current Affairs Question: 18th January 2025

Daily Current Affairs Questions এখনকার দিনের প্রায় বেশিরভাগ চাকরির পরীক্ষার ক্ষেত্রেই অন্যতম স্তম্ভ বলা যেতে পারে। তাই বলা যায় Current Affairs কে অবহেলা করে যেকোনো চাকরির পরীক্ষা দিয়ে সাফল্য লাভ করা অসম্ভব। নিজের যোগ্যতা প্রমাণ করতে গেলে প্রয়োজন বর্তমান যুগে বিভিন্ন বিষয় সম্পর্কে নিয়মিত অবগত থাকা ও নিজেকে আপডেটেড রাখা।  সেই জন্যই রোজ কিছু সংখ্যক গুরুত্বপূর্ণ  Daily Current Affairs Questions এখানে  দেওয়া হচ্ছে। এই Daily Current Affairs Quiz-এর মাধ্যমে আজ থেকেই শুরু করুন নিজের প্রস্তুতিকে। দেখে নিন আজকের অর্থাৎ ১৮ জানুয়ারি ২০২৫-এর Daily Current Affairs Questions-

১) Larsen & Toubro (L&T) launched the second multi-purpose vessel INS _________ for the Indian Navy.

Larsen & Toubro (L&T) ভারতীয় নৌবাহিনীর জন্য দ্বিতীয় বহুমুখী জাহাজ INS _________ চালু করেছে।

a)Rihand

b)Utkarsh

c)Shivalik

d)Vageer

উত্তর- b)Utkarsh

২) Piyush Goyal Launches _________ Factbook and Startup Challenge recently.

পীযূষ গোয়াল সম্প্রতি _________ ফ্যাক্টবুক এবং স্টার্টআপ চ্যালেঞ্জ চালু করেছেন।

a)SAMARTH

b)PRABHAAV

c)SHIKSHA

d)UNNAT

উত্তর- b)PRABHAAV

৩) The Union Cabinet, chaired by Prime Minister Narendra Modi, has approved the constitution of the _______ th Central Pay Commission.

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা _______তম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে।

a)7

b)8

c)9

d)10

উত্তর- b)8

৪) NPCI and Magnati has partnered to Boost UPI Use in ___________.

NPCI এবং Magnati ___________ UPI ব্যবহার বুস্ট করতে অংশীদারিত্ব করেছে।

a)Iran

b)Iraq

c)UAE

d)Israel

উত্তর- c)UAE

৫) Prime Minister Narendra Modi inaugurated the Sri Sri Radha Madanmohanji Temple of ISKCON in ____________, Navi Mumbai.

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ____________, নাভি মুম্বাইতে ইসকনের শ্রী শ্রী রাধা মদনমোহনজি মন্দিরের উদ্বোধন করেছেন।

a)Ghansoli

b)Airoli

c)Kharghar

d)Thane

উত্তর- c)Kharghar

৬) Who was sworn in as the newest judge of the Supreme Court of India?

ভারতের সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে কে শপথ নিয়েছেন?

a)Sanjiv Challa

b)Krishnan Vinod Chandran

c)Ajay Mehta

d)Naren Singh Garg

উত্তর- b)Krishnan Vinod Chandran

৭) India Set to Surpass Japan as World’s Fourth-Largest Economy by _______.

ভারত _______ দ্বারা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসাবে জাপানকে ছাড়িয়ে যাবে।

a)2026

b)2030

c)2047

d)2035

উত্তর- a)2026

৮) Who appointed as the MD and CEO of Punjab National Bank (PNB)?

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) এর MD এবং CEO হিসাবে কে নিযুক্ত হয়েছেন?

a)Binod Kumar

b)Abinash Dasgupta

c)Ashok Chandra

d)Ramsaran Sharma

উত্তর- c)Ashok Chandra

৯) FICCI has revised India’s GDP growth forecast to ______ % for FY 2024-25, down from earlier estimates due to global uncertainties and domestic challenges.

বৈশ্বিক অনিশ্চয়তা এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জের কারণে FICCI FY 2024-25-এর জন্য ভারতের GDP বৃদ্ধির পূর্বাভাস ______ %-এ সংশোধন করেছে, যা পূর্বের অনুমান থেকে কম।

a)6.7

b)6.4

c)6.9

d)6.1

উত্তর- b)6.4

১০) The Union Cabinet, led by Prime Minister Narendra Modi, has approved a ₹ _________ crore project to build a third launchpad at ISRO’s Satish Dhawan Space Centre in Sriharikota.

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা শ্রীহরিকোটায় ISRO-এর সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে একটি তৃতীয় লঞ্চপ্যাড নির্মাণের জন্য ₹ _________ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে৷

a)3,627

b)3,985

c)3,128

d)3,756

উত্তর- b)3,985

তাহলে আর দেরি না করে শুরু করে দিন আজ থেকেই নিজের প্রস্তুতি। কারণ যেকোনো চাকরি ক্ষেত্রের প্রতিযোগিতা খুব বেশি। তাই এই প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে নিজেকে টিকিয়ে রাখতে গেলে অবশ্যই  Daily Current Affairs Questions পড়ে নিজেকে আপডেটেড রাখতে হবে। আর প্রতিদিন নিজেকে একটু একটু করে তৈরি করতে দেখতে থাকুন Daily Current Affairs Quiz এই ওয়েবসাইটে।

daily current affairs
daily current affairs questions
daily current affairs quiz
NET Paper 1 and Paper 2 Batch AD

Connect with Us