বর্তমানের যে যে চাকরির পরীক্ষাগুলি অনুষ্ঠিত হচ্ছে তার প্রশ্নগুলির মধ্যে Current Affairs হল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই Current Affairs দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে ক্রমাগত আপডেট হতে থাকে। Daily Current Affairs Questions-গুলিতে প্রতিদিন প্রতিনিয়ত ঘটে চলা উল্লেখযোগ্য বেশ কিছু ঘটনাকেন্দ্র করে তৈরি করা হয়ে থাকে। সারা সপ্তাহের যা যা জরুরী ঘটনা ঘটছে, সেইগুলির মধ্যে থেকে আবার বাছাই করে তৈরি করা হয়ে থাকে Weekly Current Affairs Questions। এইগুলি থেকে যেকোনো চাকরির ক্ষেত্রেই খুব মূল্যবান ভূমিকা রাখে।
যে ব্যক্তি যত বেশি এই Current Affairs-কে ভালো করে বুঝবে, নিজের স্মৃতিতে ধরে রাখতে পারবে, সেই ব্যাক্তিই এই চাকরির বাজারে প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে অনেকাংশে এগিয়ে থাকে। Weekly Current Affairs Quiz-এর মাধ্যমে যেমন এক সপ্তাহের মধ্যে যেগুলি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলিকে বুঝতে পারা যায় সেই সঙ্গে নিজের মূল্যায়ন সম্পর্কেও কিছুটা ধারণা পাওয়া যায় অতি সুস্পষ্টভাবে। তাই বলা যায় Weekly Current Affairs Quiz যেকোনো চাকরি প্রার্থীদের প্রস্তুতিকে আরও মজবুত করে তোলে।
নীচে প্রায় ৫০টি বাছাই Current Affairs Questions-এর PDF দেওয়া হল। ডাউনলোড করে দেখে এই সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু Current Affairs Quiz।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...