Daily Current Affairs Questions বর্তমান বিষয়ের জ্ঞান প্রার্থীদের সচেতনতা স্তর বাড়াতে সাহায্য করে। তাই জন্যেই Daily Current Affairs Questions যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে একটি অবিচ্ছেদ্য অংশ এবং মোট নম্বরের সর্বোচ্চ গুরুত্ব রাখে। UPSC, WBPSC, ব্যাঙ্কিং, প্রতিরক্ষা, রেলওয়ে, SSC এবং অন্যান্য সরকারি পরীক্ষাগুলিতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য Daily Current Affairs Questions-এর সম্পর্কে ভালো জ্ঞান থাকা অপরিহার্য।
Daily Current Affairs Questions হল যেকোনো গুরুত্বপূর্ণ সমস্ত সরকারি প্রবেশিকা মূলক পরীক্ষার ক্ষেত্রে একটি জরুরি বিভাগ। আসন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন সমস্ত প্রার্থীদের অবশ্যই এই বিভাগের জন্য ভালোভাবে প্রস্তুত হতে হবে। তাই দেরি না করে দেখে নিন আজকের অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ২০২৫-এর গুরুত্বপূর্ণ কিছু Daily Current Affairs Questions-
১) India’s first AI university to be set up in _______.
ভারতের প্রথম এআই ইউনিভার্সিটি _______ এ প্রতিষ্ঠিত হবে।
a)Gujarat
b)Odisha
c)Maharashtra
d)Assam
উত্তর- c)Maharashtra
২) According to the Henley Index, Singapore’s passport is the strongest passport in the world, India at _______ th place.
হেনলি সূচক অনুসারে, সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট, ভারত _______তম স্থানে রয়েছে।
a)81
b)80
c)86
d)89
উত্তর- b)80
৩) Former Namibian President Sam Nujoma dies at the age of ________.
নামিবিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি স্যাম নুজোমা ________ বছর বয়সে মারা যান।
a)81
b)90
c)86
d)89
উত্তর- b)90
৪) Coal India Limited (CIL) received the Golden Peacock CSR Award 2024 at the _______ th International Conference on Corporate Social Responsibility in Mumbai.
কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল) মুম্বাইতে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার _______তম আন্তর্জাতিক সম্মেলনে গোল্ডেন পিকক সিএসআর পুরস্কার 2024 পেয়েছে।
a)20
b)26
c)19
d)16
উত্তর- c)19
৫) Maimoon Alam (IRS) has been appointed as the Director in the Ministry of Steel, Delhi, under the Central Staffing Scheme, based on the recommendation of the _________ Department.
মাইমুন আলম (IRS) কে _________ বিভাগের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় স্টাফিং স্কিমের অধীনে ইস্পাত মন্ত্রণালয়, দিল্লিতে পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
a)Industrial
b)Revenue
c)Telecommunication
d)Transport
উত্তর- b)Revenue
৬) India-Egypt Joint Military Exercise ‘Cyclone 2025’ Kicks Off in _____.
ভারত-মিশর যৌথ সামরিক মহড়া ‘ঘূর্ণিঝড় 2025’ _____ এ শুরু হয়।
a)Uttar Pradesh
b)Odisha
c)Gujarat
d)Rajasthan
উত্তর- d)Rajasthan
৭) BIMSTEC Youth Summit 2025 to kick off in _____.
BIMSTEC Youth Summit 2025 _____ এ শুরু হবে।
a)Gujarat
b)Odisha
c)Rajasthan
d)Nagaland
উত্তর- a)Gujarat
৮) Which state CM quits after 21 months of crisis?
২১ মাস সঙ্কটের পর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেন?
a)Manipur
b)Assam
c)Nagaland
d)Mizoram
উত্তর- a)Manipur
৯) National Deworming Day 2025 is celebrated in ______.
জাতীয় কৃমিনাশক দিবস 2025 ______ এ পালিত হয়।
a)February 11
b)February 10
c)February 9
d)February 12
উত্তর- b)February 10
১০) World Pulses Day 2025 is celebrated in _______.
বিশ্ব ডাল দিবস 2025 _______ এ পালিত হয়।
a)February 11
b)February 10
c)February 9
d)February 12
উত্তর- b)February 10
এমনই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু Daily Current Affairs Questions প্রতিদিন আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো, ব্লগের মাধ্যমে। আর সেই জন্যই সর্বদা আমাদের ওয়েবসাইট blog.bssei.in এর সঙ্গে যুক্ত থাকতে হবে। মনে রাখবেন একমাত্র Daily Current Affairs Quiz-ই পারে আপনাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে।
প্রতিযোগিতামূলক পরীক্ষা বা Competitive Exam আজকাল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ...
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...