এখনকার সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে সাফল্য পাওয়ার জন্য শুধুমাত্র পুঁথিগত জ্ঞানেরই প্রয়োজন নেই; সমসাময়িক নানা ধরনের ঘটনাবলী অর্থাৎ Daily Current Affairs Questions-এর উপরও গভীর জ্ঞান থাকা অপরিহার্য। Daily Current Affairs Questions এমন একটি বিষয় যেখানে নিয়মিত আপডেট থাকা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করা হয়। কারণ বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির পরীক্ষায় প্রায়ই সাম্প্রতিক ঘটনাবলী থেকে প্রচুর প্রশ্ন আসে। blog.bssei.in প্রতিদিন আপনাদের জন্য জাতীয়, আন্তর্জাতিক, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে Daily Current Affairs Questions, Weekly Current Affairs Questions ও Monthly Current Affairs Questions এর আপডেট দিয়ে থাকে।
১) SBI’s _________ elected as chairman of Indian Banks’ Association.
ভারতীয় ব্যাংক সমিতির চেয়ারম্যান নির্বাচিত হলেন এসবিআইয়ের _________।
a)C K Gopalakrishnan
b)C S Shetty
c)R M Shammukham
d)P S Pillai
উত্তর- b)C S Shetty
২) ________ awarded for exemplary performance in TB Mukt Bharat Abhiyaan by Ministry of Health and Family Welfare (MoHFW).
________ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (MoHFW) দ্বারা টিবি মুক্ত ভারত অভিযানে অনুকরণীয় পারফরম্যান্সের জন্য পুরস্কৃত।
a)Gujarat
b)Tamil Nadu
c)Tripura
d)Nagaland
উত্তর- c)Tripura
৩) Maruti Suzuki has appointed _______ as director.
মারুতি সুজুকি _______কে পরিচালক হিসেবে নিযুক্ত করেছে।
a)Rahul Bhave
b)Sunil Kakkar
c)Ronojoy Aharwal
d)Rakhesh Sharma
উত্তর- b)Sunil Kakkar
৪) Under which operation, the Government of India sent 15 tons of relief material to the people of Myanmar affected by the severe earthquake?
কোন অভিযানের অধীনে ভারত সরকার ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারের জনগণের জন্য ১৫ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে?
a)Operation Gatishakti
b)Operation Brahmastra
c)Operation Brahma
d)Operation Trisul
উত্তর- c)Operation Brahma
৫) ISRO Successfully Tests Semi-Cryogenic Engine and Electric Propulsion Thruster. Indian Space Research Organisation (ISRO) was established in ______.
ISRO সফলভাবে সেমি-ক্রায়োজেনিক ইঞ্জিন এবং ইলেকট্রিক প্রোপালশন থ্রাস্টার পরীক্ষা করেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) ______ সালে প্রতিষ্ঠিত হয়।
a)1970
b)1969
c)1968
d)1967
উত্তর- b)1969
৬) World Piano Day 2025 was observed on March 29, 2025, marking the ________ th anniversary of its establishment in 2015.
বিশ্ব পিয়ানো দিবস ২০২৫ পালিত হয়েছিল ২৯শে মার্চ, ২০২৫ তারিখে, যা ২০১৫ সালে প্রতিষ্ঠার ________ তম বার্ষিকী উপলক্ষে পালিত হয়েছিল।
a)11
b)18
c)10
d)15
উত্তর- c)10
৭) _________ has successfully tested India’s 1st Kamikaze FPV Drones with Kamikaze Anti-Tank Munitions.
_________ ভারতের প্রথম কামিকাজে ট্যাঙ্ক-বিরোধী যুদ্ধাস্ত্র সহ কামিকাজে এফপিভি ড্রোনের সফল পরীক্ষা করেছে।
a)Indian Navy
b)DRDO
c)Indian Army
d)DRDO + Indian Army
উত্তর- c)Indian Army
৮) 14th edition of India-Russia naval exercise ‘INDRA’ commences off __________.
ভারত-রাশিয়া নৌ-মহড়া ‘ইন্দ্র’-এর সংস্করণ __________ থেকে শুরু হচ্ছে।
a)Tamil Nadu
b)Kerala
c)Odisha
d)Andhra Pradesh
উত্তর- a)Tamil Nadu
৯) Ministry of Defence (MoD) has signed two contracts worth Rs 62,700 Crore with HAL for supply of 156 LCH, prachand to the armed force. Hindustan Aeronautics Limited (HAL) was established in _______.
প্রতিরক্ষা মন্ত্রণালয় (MoD) সশস্ত্র বাহিনীকে ১৫৬টি এলসিএইচ, প্রচন্ড সরবরাহের জন্য HAL-এর সাথে ৬২,৭০০ কোটি টাকার দুটি চুক্তি স্বাক্ষর করেছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) _______ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
a)1950
b)1940
c)1945
d)1955
উত্তর- b)1940
১০) India has launched its nuclear mission, aiming for 100 gigawatts of energy production by _______.
ভারত তার পারমাণবিক মিশন শুরু করেছে, যার লক্ষ্য _______ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা।
a)2030
b)2047
c)2027
d)2035
উত্তর- b)2047
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...