Daily Current Affairs Questions: 30th January 2025

Daily Current Affairs Questions: 30th January 2025

সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, ভাবছেন কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটি পড়বেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আপনার জন্য রয়েছে সঠিকভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার পথ নির্দেশনা। প্রথমে আপনি শুরু করতে পারেন Daily Current Affairs Questions দিয়ে। Daily Current Affairs Questions থেকে আপনি ধীরে ধীরে পেয়ে যাবেন Weekly Current Affairs Questions এবং তারপর  Weekly Current Affairs Questions একত্রিত করে পেয়ে যাবেন Monthly Current Affairs Questions। প্রাথমিকভাবে Daily Current Affairs Questions আপনার সাফল্যের ভিত্তি প্রস্তুত করতে সাহায্য করবে। সাফল্য কখনো একদিনে আসে না। কঠিন অধ্যয়ন ও পরিশ্রমকে সঙ্গী করলে তবেই সফলতা ধরা দেবে। চলুন দেখে নেওয়া যাক আজকের Daily Current Affairs Questions-

১) International Day of Commemoration in Memory of the Victims of the Holocaust 2025 is celebrated in ________.

হোলোকাস্ট 2025-এর ভিক্টিমস অফ মেমোরি ইন মেমোরেশনের আন্তর্জাতিক দিবস ________ এ পালিত হয়।

a) January 24

b) January 26

c) January 21

d) January 27

উত্তর- d) January 27

২) World Leprosy Day (WLD) is observed annually on January _____, 2025 across the globe.

বিশ্ব কুষ্ঠ দিবস (WLD) প্রতি বছর _____ জানুয়ারী, 2025 সারা বিশ্বে পালিত হয়।

a) 24

b) 25

c) 26

d) 27

উত্তর- c) 26

৩) Indian Grand Master Iniyan Panneerselvam wins ____ th Johor International Chess title.

ভারতীয় গ্র্যান্ড মাস্টার ইনিয়ান পানিরসেলভাম ____ তম জোহর আন্তর্জাতিক দাবা শিরোপা জিতেছেন।

a) 8

b) 9

c) 10

d) 7

উত্তর- b) 9

৪) Australian Open 2025: Jannik Sinner & Madison Keys Win Men’s and Women’s Singles Title. The total prize money for the tournament was USD _____ million.

অস্ট্রেলিয়ান ওপেন 2025: জনিক সিনার এবং ম্যাডিসন কী পুরুষ ও মহিলাদের একক শিরোপা জিতেছে। টুর্নামেন্টের মোট পুরস্কারের অর্থ ছিল USD _____ মিলিয়ন।

a) 93.5

b) 96.5

c) 98.5

d) 91.5

উত্তর- b) 96.5

৫) Three Indian Women Make It to Forbes 50 Over 50 Global List 2025, with Quarraisha Abdool Karim Ranking First. When was Forbes founded?

তিনজন ভারতীয় মহিলা ফোর্বসের ৫০ ওভার গ্লোবাল লিস্ট 2025-এ জায়গা করে নিয়েছে, যেখানে কোয়ারাইশা আবদুল করিম প্রথম স্থান অধিকার করেছে৷ ফোর্বস কবে প্রতিষ্ঠিত হয়?

a)1915

b)1917

c)1919

d) 1921

উত্তর- b)1917

৬) Ministry of Finance (MoF) notified unified pension scheme for central government employees. The scheme will come into effect from _________.

কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিম ঘোষণা করেছে অর্থ মন্ত্রক (MoF)। স্কিমটি _________ থেকে কার্যকর হবে।

a)1st March 2025

b)1st April, 2025

c)1st March, 2026

d)1st April, 2026

উত্তর- b)1st April, 2025

৭)____ th Annual Meeting of World Economic Forum held in Switzerland.

____ সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা।

a)54

b)55

c)56

d)57

উত্তর- b)55

৮) World Health Organisation (WHO) declares Georgia as the ______ th Malaria-Free Country.

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জর্জিয়াকে ______ তম ম্যালেরিয়া মুক্ত দেশ হিসাবে ঘোষণা করেছে।

a)45

b)46

c)47

d)48

উত্তর- a)45

৯) RBI Announced Series of Steps to Inject Rs. ______ lakh Crore into the Banking System.

RBI রুপি ইনজেক্ট করার পদক্ষেপের সিরিজ ঘোষণা করেছে। ব্যাংকিং সিস্টেমে ______ লাখ কোটি টাকা

a)1.25

b)1.50

c)1.75

d)2

উত্তর- b)1.50

১০) HSBC bank has launched ‘HSBC TravelOne Credit Card’ for Frequent Travelers. The joining fee of the card is Rs.______.

HSBC ব্যাঙ্ক ঘন ঘন ভ্রমণকারীদের জন্য ‘HSBC TravelOne ক্রেডিট কার্ড’ চালু করেছে। কার্ডের জয়েনিং ফি Rs. ______.

a)4396

b)4999

c)4865

d)4899

উত্তর- b)4999

প্রতিদিন সংগ্রহ করতে থাকুন Daily Current Affairs Questions। আপনার সফলতাকে নিশ্চিত করতে সঙ্গী হিসেবে বেছে নিন Daily Current Affairs Questions-কে। ছোটো ছোটো পদক্ষেপ ফেলুন এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে নিজের ভিত্তি প্রস্তুত করতে থাকুন Daily Current Affairs Questions-এর মাধ্যমে।

daily current affairs
daily current affairs questions
daily current affairs quiz

Downloads

Daily Current Affairs Questions

NET Paper 1 and Paper 2 Batch AD

Connect with Us