বর্তমান প্রতিযোগিতামূলক যুগে শুধুমাত্র বই পড়ে সাফল্য অর্জন সম্ভব নয়—প্রয়োজন প্রতিনিয়ত দেশ ও বিশ্বের চলমান ঘটনাবলির ওপর দৃষ্টিপাত। ঠিক এখানেই Daily Current Affairs Questions আমাদের নির্ভরযোগ্য সহচর। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন তথ্য ও খবর যেমন রাজনীতি, পরিবেশ, বিজ্ঞান, অর্থনীতি কিংবা খেলাধুলা—সবকিছুই এই কারেন্ট অ্যাফেয়ার্সের মাধ্যমে জানা যায়, যা পরীক্ষায় সঠিক উত্তর দেওয়ার পাশাপাশি জীবনযাপনের দৃষ্টিভঙ্গিও পরিশীলিত করে তোলে।
তাই শুধু পরীক্ষা নয়—জীবন ও সমাজে সক্রিয় অংশগ্রহণের জন্যও কারেন্ট অ্যাফেয়ার্স অপরিহার্য। তাহলে আর দেরি কেন? চলুন, দেখে নেওয়া যাক ৮ই মে ২০২৫-এর গুরুত্বপূর্ণ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স যা আপনাকে আরও এক ধাপ এগিয়ে রাখবে আপনার লক্ষ্যপথে।
১) World Laughter Day 2025 is observed on ________.
বিশ্ব হাসি দিবস ২০২৫ ________ তারিখে পালিত হয়।
a)May 5
b)May 4
c)May 7
d)May 6
উত্তর: b)May 4
২) Which country has topped in Human Development Index 2025?
২০২৫ সালের মানব উন্নয়ন সূচকে কোন দেশ শীর্ষে রয়েছে?
a)Norway
b)Switzerland
c)Iceland
d)Australia
উত্তর: c)Iceland
৩) International Leopard Day 2025 is observed on ________.
আন্তর্জাতিক চিতাবাঘ দিবস ২০২৫ ________ তারিখে পালিত হয়।
a)May 2
b)May 3
c)May 5
d)May 6
উত্তর: b)May 3
৪) _________ has appointed as new MD of National Film Development Corporation (NFDC).
_________ ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (NFDC)-এর নতুন এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন।
a)Pankaj Mudgal
b)Parakh Magdum
c)Pradeep Magathi
d)Pratip Murmu
উত্তর: b)Parakh Magdum
৫) DRDO Conducts Maiden Flight-Trials of Stratospheric Airship Platform in ___________.
ডিআরডিও ___________-তে স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্মের প্রথম ফ্লাইট-পরীক্ষা পরিচালনা করেছে।
a)Andhra Pradesh
b)Uttar Pradesh
c)Madhya Pradesh
d)Arunachal Pradesh
উত্তর: c)Madhya Pradesh
৬) Salem Saleh Bin Braik has appointed as new PM of ________.
সালেম সালেহ বিন ব্রাইক ________-এর নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন।
a)Oman
b)Yemen
c)Qatar
d)Iran
উত্তর: b)Yemen
৭) TCS & IBM has partnered to develop Quantum Valley Tech Park in ________.
TCS এবং IBM ________-তে কোয়ান্টাম ভ্যালি টেক পার্ক তৈরির জন্য অংশীদারিত্ব করেছে।
a)Arunachal Pradesh
b)Madhya Pradesh
c)Odisha
d)Andhra Pradesh
উত্তর: d)Andhra Pradesh
৮) Yoga Guru & Padma Shri awardee Swami Sivananda has passed away at the age of __________.
যোগগুরু ও পদ্মশ্রী পুরষ্কারপ্রাপ্ত স্বামী শিবানন্দ ________ বছর বয়সে মারা গেছেন।
a)106
b)135
c)128
d)111
উত্তর: c)128
9) India’s progress in Human Development Index 2025. What is the rank of India according to HDI 2025?
২০২৫ সালের মানব উন্নয়ন সূচকে ভারতের অগ্রগতি। ২০২৫ সালের মানব উন্নয়ন সূচক অনুসারে ভারতের স্থান কত?
a)132
b)131
c)130
d)129
উত্তর: c)130
10) The Indian government has initiated a major nationwide scheme to provide cashless treatment worth up to ₹____ lakh for victims of road accidents.
ভারত সরকার সড়ক দুর্ঘটনার শিকারদের জন্য ₹____ লক্ষ পর্যন্ত নগদহীন চিকিৎসা প্রদানের জন্য একটি বৃহৎ দেশব্যাপী প্রকল্প চালু করেছে।
a)2
b)2.5
c)1
d)1.5
উত্তর: d)1.5
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...