২০২৪ সালের শেষে কোন কোন সেরা চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন

২০২৪ সালের শেষে কোন কোন সেরা চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন
ডিসেম্বর 6, 2024
চাকরির আপডেট

এ.পি. জে আব্দুল কালাম বলেছিলেন- ‘স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না।’ তাই স্বপ্নকে বাস্তবায়িত করতে দেরি করা উচিত নয়। মানুষ ছোটো থেকে স্বপ্ন দেখে পড়াশোনা শিখে একটি ভালো চাকরি করবে। কিন্তু অনেক সময় মানুষ তাদের স্বপ্ন পূরণ করতে পারে না সঠিক খোঁজ খবরের অভাবে। সেই কারণেই ডিসেম্বর মাসে যে যে পরীক্ষার ফর্ম ফিলাপ চলছে রইল সেইসব চাকরি সংক্রান্ত বিভিন্ন বিস্তারিত খবর আলোচ্য ব্লগে।

১) ICG (Indian Coast Guard) Recruitment 2024 

প্রথমেই দেখে নিন ICG অর্থাৎ Indian Coast Guard বিভাগের জন্য কর্মী নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। নীচে দেখে নিন এই পরীক্ষা সম্পর্কে  বিস্তারিত তথ্য-

ICG Recruitment 2024 (Indian Coast Guard)

আবেদন শুরু

৫/১২/২০২৪

আবেদন শেষ

২৪/১২/২০২৪

আবেদনের পদ্ধতি

অনলাইন

পদ

  • জেনারেল ডিউটি

  • টেকনিক্যাল 

বেতন

৫৬,১০০

বয়সসীমা

২১-২৫

আবেদন মূল্য

 (UR/OBC/EWS) ৩০০ টাকা

SC/ST - NIL

শিক্ষাগত যোগ্যতা

জেনারেল ডিউটি- স্নাতক পাশ সঙ্গে  উচ্চমাধ্যমিকে ফিজিক্স ও ম্যাথ বিষয়টি থাকতে হবে।

টেকনিক্যাল- টেকনিক্যাল বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে।  


 শূন্যপদ 

জেনারেল ডিউটি- ১১০

টেকনিক্যাল- ৩০

কারা আবেদন করতে পারবে 

শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে।

২) RRB Group D Recruitment

RRB GRUOP D

 

এরপর দেখুন RRB Group D Recruitment অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পরিচালিত গ্রুপ ডি পরীক্ষার খবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সাধারণত ট্র্যাক মেইনটেইনার, গ্রেড-IV, হেল্পার/অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান, লেভেল ১ পদে প্রার্থী নিয়োগ করে থাকে। কেন্দ্রীয় সরকারের চাকরি করার ইচ্ছা যাদের, তাদের জন্য এই সুবর্ণ সুযোগ। তাড়াতাড়ি আবেদন করে, নিজের প্রস্তুতি শুরু করে দিন, কারণ হাতে সময় বড়ো অল্প। RRB Group D Recruitment সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলি দেখে নিন নীচের সারণী থেকে-

RRB Group D Recruitment

পরিচালনা সংস্থা

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)

পদ

  • ট্র্যাক মেইনটেইনার,

  • গ্রেড-IV,

  • হেল্পার/অ্যাসিস্ট্যান্ট,

  • অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান,

  • লেভেল ১ 

মোড অফ অ্যাপ্লিকেশন

অনলাইন

যোগ্যতা

মাধ্যমিক

অথবা

মাধ্যমিকের সাথে ITI পাশ করে থাকতে হবে

শূন্যপদ

প্রায় ৫০,০০০

বেতন

১৮,০০০ – ৫৬,৯০০

বয়সসীমা

UR ১৮-৩৬ 

OBC ১৮-৩৯ 

SC / ST ১৮-৪১

নির্বাচন পদ্ধতি

Computer Based Test (CBT 1) 
Physical Efficiency Test (PET) 
Document Verification and Medical

আবেদন মূল্য 

UR / OBC / EWS- ৫০০

SC/ ST / মহিলা- ২৫০

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 

ডিসেম্বরে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে 

৩)ITBPF Recruitment 2024

ITBPF কিছু পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই নোটিফিকেশনে সাব- ইন্সপেক্টর, হেড কনস্টেবল, কনস্টেবল পদের উল্লেখ করা হয়েছে। এখন সবিস্তারে বুঝে নিন এই পদে কাজ করতে গেলে কী কী প্রয়োজন- 

সবার আগে জেনে নিন এই পরীক্ষার ফর্ম ফিলাপ কবে থেকে শুরু হচ্ছে আর কতদিন পর্যন্ত সেটি করা যাবে- 

অনলাইন ফর্ম ফিলাপ

শুরু- ১৫/১১/২৪

শেষ- ১৪/১২/২৪

পদ 


  • সাব ইন্সপেক্টর 

  • হেড কনস্টেবল,

  • কনস্টেবল

যোগ্যতা 

প্রথমে দেখে নিন SI ( Telecommunication) পদের কিরকম যোগ্যতা দরকার

ITBPF SI ( Telecommunication)

বিষয়

পুরুষ

মহিলা

বয়স

২০-২৫

ফি

২০০

ভ্যাকেন্সি

৭৮

১৪

পে স্কেল

৩৫,৪০০-১,১২,৪০০

শিক্ষাগত যোগ্যতা

B.Tech ডিগ্রি 

এরপর চোখ রাখা যাক ITBPF Head Constable (Telecommunication) পদের যোগ্যতার দিকে

ITBPF Head Constable (Telecommunication)

বিষয়

পুরুষ

মহিলা

ভ্যাকেন্সি

৩২৫

৫৮

বয়স

১৮-২৫

ফি

১০০

পে স্কেল

২৫,০০০-৮১,১০০

শিক্ষাগত যোগ্যতা

পিয়র সাইন্সে উচ্চমাধ্যমিক পাশ / মাধ্যমিক পাশ সেইসঙ্গে দুবছরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং/মাধ্যমিক পাশ সেইসঙ্গে তিন বছরের ডিপ্লোমা 

  নির্বাচন পদ্ধতি

Phase 1→ Phase 2

জানুন ITBPF Constable (Telecommunication) পদের জন্য কী কী যোগ্যতা লাগে

ITBPF Constable (Telecommunication)

বিষয়

পুরুষ

মহিলা

ভ্যাকেন্সি

৪৪

০৭

বয়স

১৮-২৩

ফি

১০০

পে স্কেল

২১,৭০০-৬৯,১০০

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক পাশ

    নির্বাচন পদ্ধতি

Phase 1→ Phase 2

৪)DRDO Recruitment 

DRDO হল Defence Research & Development Organisation। কেন্দ্রীয় সরকারের অধীন DRDO-তে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ হতে চলেছে খুব তাড়াতাড়ি। DRDO-এর অধীন CEPTAM (Centre for Personal Talent Management)-তে কর্মী নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। গ্রুপ সি (Group- C) পদে নিয়োজিত হয়ে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইলে এখনই দেখে নিন এই চাকরি সম্পর্কে বিশদ কিছু তথ্য-

CEPTAM (Centre for Personal Talent Management)

অধীনস্থ সংস্থা

DRDO

শূন্যপদের নাম

  • Assistant

  • Admin

  • Steno 1 & 2

  • Store

  • Security

শিক্ষাগত যোগ্যতা

উচ্চমাধ্যমিক পাশ/স্নাতক পাশ

বয়সসীমা

UR- ১৮-২৭ 

OBC- ১৮-৩০

SC/ST- ১৮-৩২


বেতন কাঠামো 

লেভেল ২ – ১৯,৯০০-৬৩,২০০

নির্বাচনী পরীক্ষা পদ্ধতি

CBT

পরীক্ষার প্যাটার্ন

দেখে নিন আলোচ্য পরীক্ষার এক্সাম প্যাটার্ন

বিষয়

মোট প্রশ্নের সংখ্যা

মোট প্রশ্নের নাম্বার

সময়

গণিত


৭৫

৭৫

৬০ মিনিট

রিজনিং

জেনারেল সায়েন্স

জেনারেল ইংরেজি

এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। এই নিয়োগ প্রক্রিয়াতে কোনো রকম ইন্টারভিউ হয় না। তবে আলোচ্য পরীক্ষার জন্য টাইপিং স্পিড লাগে- 35 WPM।

৫) AOC (Army Ordnance Corps) Recruitment 2024 

Army Ordnance Corps

 

খুব তাড়াতাড়ি Army Ordnance Corps তে রিক্রুটমেন্ট হতে চলেছে। কোন কোন পদের জন্য আবেদন করা যাবে, কারাই বা এই উল্লিখিত পদ গুলির জন্য যোগ্য দেখে নিন সবিস্তারে এখনই-

Army Ordnance Corps

আবেদন শুরু

২/১২/২০২৪

আবেদন শেষ

২২/১২/২০২৪

মোট শূন্যপদ 

৭২৩

বেতন

১৯,৯০০ – ৬৩,২০০

পরীক্ষা পদ্ধতি

স্কিল টেস্ট ও লিখিত পরীক্ষা

আবেদন মূল্য

নেই

এখন দেখে নিন পদ অনু্যায়ী শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা

AOC Recruitment 2024

পদ

শূন্যপদ

শিক্ষাগত যোগ্যতা

বয়স

মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট

১৯

যে কোনো শাখায় স্নাতক

১৮-২৭

জুনিয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট

২৭

উচ্চমাধ্যমিক পাশ সেইসঙ্গে টাইপিং জানতে হবে।

১৮ - ২৫

সিভিল মোটর ড্রাইভার

মাধ্যমিক সঙ্গে হেভি ভেহিক্যল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

১৮ - ২৭

টেলি অপারেটর

১৪

উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে ইংরেজিতে সাবলীল ভাবে কথা বলতে হবে।

১৮ - ২৫

ফায়ারম্যান

২৪৭

মাধ্যমিক পাশ

১৮ – ২৫

কার্পেন্টার অ্যান্ড জয়েনার

মাধ্যমিক সঙ্গে ৩ বছরের ITI থাকতে হবে।

১৮ – ২৫

পেন্টার অ্যান্ড ডেকরেটার

মাধ্যমিক সঙ্গে ৩ বছরের ITI থাকতে হবে।

১৮ – ২৫

MTS

১১

মাধ্যমিক সঙ্গে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

১৮ – ২৫

ট্রেডসম্যান মেট

৩৮৯

মাধ্যমিক সাথে যে কোন ট্রেডে ITI থাকতে হবে।

১৮ – ২৫

৬) CDFD Recruitment 2024

দ্য সেন্টার ফর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং অ্যান্ড ডায়াগনস্টিকস (CDFD) বেশ অনেকগুলি পদের যোগ্য প্রার্থী নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ করেছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইন মোডে এই চাকরির জন্য আবেদন করতে পারেন। টেকনিক্যাল অফিসার , টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট , জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখন বিস্তারিত জেনে নিন এই চাকরি সম্পর্কে বিস্তারিত-

CDFD Recruitment 2024

আবেদন শুরু

২/১২/২০২৪

আবেদন শেষ

৩১/১২/২০২৪

পদ

  • টেকনিক্যাল অফিসার

  • টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট

  • জুনিয়র অ্যাসিস্ট্যান্ট

  • ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট

বয়সসীমা

১৮ - ৩০

বেতন

৩৫,০০০ – ৭০,০০০

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক / উচ্চমাধ্যমিক / স্নাতক

আবেদন মূল্য

২০০ ( UR/OBC/EWS)

SC/ST – NIL

পরীক্ষা পদ্ধতি

Written > Skill> Interview

৭) ESIC Recruitment 2024

ESIC এর পক্ষ থেকে বিভিন্ন পদে নিয়োগের জন্য একটি স্পষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। আপনার স্বপ্নের চাকরিটিকে সঙ্গী ভবিষ্যৎ নিয়োজিত করতে আবেদন করুন শীঘ্রই, আর নিজের প্রস্তুতিকে  দৃঢ় করুন

ESIC Recruitment 2024

নিয়োগকারী সংস্থা

ESIC

শূন্যপদ

১৭০০০+

পদ

  • MTS

  • UDC

  • SSO

  • Head Clerk

  • LDC

বয়সসীমা

১৮-৩০

পরীক্ষা পদ্ধতি

Written > Skill > Interview

শূন্যপদ

  • MTS- 3341

  • UDC- 6435

  • LDC- 1923

  • Head Clerk- 3415

  • SSO- 2596

শিক্ষাগত যোগ্যতা 

MTS- মাধ্যমিক পাশ। 

 UDC- স্নাতক পাশ সাথে কম্পিউটারে দক্ষ হতে হবে। 

LDC- উচ্চমাধ্যমিক সাথে কম্পিউটারে দক্ষ হতে হবে। 

Head Clerk- স্নাতক পাশ সাথে কম্পিউটারে দক্ষ হতে হবে। 

SSO - স্নাতক পাশ সাথে কম্পিউটারে দক্ষ হতে হবে।

বেতন

MTS- 18,000 - 56,900

UDC- 25,500 - 81,100

LDC- 19,900 – 63,200

Head Clerk- 34,400 – 1,12,400

SSO - 44,900 – 1,42,400

অনলাইন আবেদনের নোটিফিকেশন 


খুব তাড়াতাড়ি সম্ভবত ডিসেম্বরে আসবে

৮) Karnatak Bank Recruitment 2024

কর্ণাটক ব্যাঙ্ক আবারও একটি নিয়োগের বার্তা প্রকাশ করেছে। পিও অর্থাৎ প্রবেশনারি অফিসারের পদটির জন্য প্রার্থী নিয়োগ করা হবে এমন কথাই জানা গিয়েছে। কর্ণাটক ব্যাঙ্ক পিও পদের জন্য আগ্রহী এবং আবেদন করতে ইচ্ছুক স্নাতক প্রার্থীদের অবশ্যই 10 ডিসেম্বর 2024 এর আগে কর্ণাটক ব্যাঙ্ক-এর ওয়েবসাইটে গিয়ে তাদের অনলাইন আবেদনপত্র জমা দিতে পারবে।  সম্পূর্ণ বিবরণ কর্ণাটক ব্যাঙ্ক পিও বিজ্ঞপ্তির মাধ্যমে শেয়ার করেছে নিয়োগ সংস্থা। আপনি যদি সম্প্রতি  স্নাতকোত্তীর্ণ হন  এবং নিজের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাওয়ার জন্য একটি স্থিতিশীল চাকরির সুযোগ খুঁজছেন,  খুব শীঘ্রই আবেদন   করতে হবে। সবিস্তারে দেখুন এই চাকরি সংক্রান্ত খবর-

Karnatak Bank Recruitment 2024

আবেদন শুরু

৩০/১১/২০২৪

আবেদন শেষ

১০/১২/২০২৪

পদ

প্রবেশনারি অফিসার (PO)

বয়সসীমা

১৮ – ২৮

বেতন

৪৮,৪৮০

শিক্ষাগত যোগ্যতা

যে কোন শাখায় স্নাতকোত্তর  / আইন বা কৃষিবিদ্যাতে স্নাতক

আবেদন মূল্য

৮০০ (UR/OBC/EWS)

৭০০ ( SC/ST)

পরীক্ষা পদ্ধতি

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ 

 অনলাইন আবেদন পদ্ধতি

দেখে নিন এই পরীক্ষার অনলাইন আবেদন পদ্ধতির বিভিন্ন ধাপ গুলি-

  • www.karnatakabank.com-এ অফিসিয়াল ওয়েবসাইট যান
  • ‘ক্যারিয়ার পেজ’-এ “অনলাইনে আবেদন করুন” অপশনে ক্লিক করুন
  • “প্রবেশনারি অফিসারদের জন্য নিবন্ধন (স্কেল-I)” অপ্শনে ক্লিক করুন। আবেদন প্রক্রিয়ার জন্য একটি নতুন পৃষ্ঠা খোলা হবে।
  • রেজিস্ট্রেশনের জন্য সমস্ত প্রয়োজনীয় বিবরণ অত্যন্ত সতর্কতার সঙ্গে পূরণ করুন এবং রেজিস্টারে ক্লিক করুন।
  •  নিবন্ধন সফলভাবে সম্পন্ন হলে, আপনার নিবন্ধিত ইমেল আইডিতে একটি ওটিপি পাঠানো হবে।
  • তারপর  সমস্ত প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্যাবলি উল্লিখিত বিবরণসহ আপনাকে পূরণ করতে হবে।
  •  প্রয়োজনীয় নথিগুলি আপলোড করুন  সাবমিটে  ক্লিক করুন।
  • একবার আবেদন ফর্মটি পূরণ করার পরে আবেদন মূল্য পেমেন্ট করার অপশনে  ক্লিক করুন এবং আবেদন ফর্মটি সম্পূর্ণ পূরণ করার জন্য নির্ধারিত অর্থমূল্য প্রদান করুন।
  • পেমেন্ট চালিয়ে যেতে ক্লিক করার আগে এই পর্যায়ে প্রয়োজনীয় সংশোধনের অনুমতি দেওয়া যেতে পারে।
  • ‘কন্টিনিউ পেমেন্ট’ এ ক্লিক করলে, বিশদে সেটি  স্ক্রিনে প্রদর্শিত হবে এবং অর্থ প্রদান করুন।
  • এর পরে আপনার আবেদনপত্র জমা দিন এবং  এটি ডাউনলোড করুন।

৯)  AFCAT Recruitment 2024

AFCAT Recruitment

 

বিমান বাহিনী  AFCAT তে আবারও কয়েকটি পদের জন্য প্রার্থী প্রয়োজন রয়েছে। AFCAT পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রার্থীদের অবশ্যই যে যে বিষয় গুলি জানা আবশ্যক জেনে নিন এক নজরে-

AFCAT Recruitment 2024

আবেদন শুরু

২/১২/২০২৪

আবেদন শেষ

৩১/১২/২০২৪                  

মোট শূন্যপদ

৩৩৬

পদ

  • AFCAT Entry

  • Administration & Logistics

  • Accounts

বেতন

 প্রায় ৮৫,০০০

শিক্ষাগত যোগ্যতা

AFCAT Entry- যে কোনো শাখায় স্নাতক সঙ্গে উচ্চমাধ্যমিকে ফিজিক্স ও ম্যাথ বিষয়টি থাকতে হবে 

Administration & Logistics- ৬০%নম্বর সহ যে কোনো শাখায় স্নাতক

 Accounts- ৬০% নম্বর সহ B.Com পাশ



বয়সসীমা

AFCAT Entry-২০ - ২৪, 

Administration & Logistics- ২০ – ২৬,

 Accounts- ২০ – ২৬ 

১০) WBCS Recruitment 2024

WBCS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস,  রাজ্যস্তরের উচ্চপদের একটি চাকরির পরীক্ষা। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দ্বারা এই পরীক্ষাটি পরিচালিত হয়। আলোচ্য পরীক্ষার মাধ্যমে গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C, গ্রুপ D পদে নিয়োগ করা  হয়ে থাকে।

শিক্ষাগত যোগ্যতা

রাজ্যস্তরের উচ্চপদের এই চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কি কি লাগে এক ঝলকে চোখ বুলিয়ে নিন

  • যেকোনো শাখায় স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • বাংলা ভাষায় লিখতে , পড়তে, বলতে জানতে হবে।(নেপালিদের জন্য নয় )

বয়সসীমা

আলোচ্য চাকরিতে আবেদনের জন্য বয়সসীমা কত প্রয়োজন জেনে নিন-

পদ

বয়সসীমা

গ্রুপ A

UR- ২১ - ৩৬

OBC- ২১ - ৩৯

SC/ ST ২১ - ৪১

PwD- ৪৫


গ্রুপ B

UR- ২০ - ৩৬

OBC- ২০ - ৩৯

SC/ ST ২০ - ৪১

PwD- ৪৫

গ্রুপ C

UR- ২১ - ৩৬

OBC- ২১ - ৩৯

SC/ ST ২১ - ৪১

PwD- ৪৫

গ্রুপ D

UR- ২১ - ৩৯

OBC- ২১ - ৪২

SC/ ST ২১ - ৪৪

PwD- ৪৫

বেতন কাঠামো

এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োজিত হলে কোন পদে কত বেতন কাঠামো হবে চোখ বুলিয়ে নিন-

পদ

বেতন

গ্রুপ A

Level 16 – 56, 100 – 1, 44, 300

গ্রুপ B

Level 16 – 56, 100 – 1, 44, 300

গ্রুপ C

পোস্ট অনু্যায়ী বিভিন্ন

Level 15 – 42,600 – 1,09,800

Level 14 – 39,900 – 1,02,800

Level 12 – 35,800 – 92,100

গ্রুপ D

Level 10 – 32,100 – 82,900

পরীক্ষার প্যাটার্ন

প্রথমে দেখে নিন প্রিলিমস পরীক্ষার প্যাটার্ন-

বিষয়

প্রশ্নের নম্বর

English Language

25

General Science

25

Current Affairs of National & International Importance

25

Indian History

25

Geography

25

Indian Polity & Economics

25

National Movement

25

Mental Ability

25

Total

200

এখন দেখে নেওয়া যাক মেন্স পরীক্ষার প্যাটার্ন-

বিষয় 

গ্রুপ A

গ্রুপ B

গ্রুপ C

গ্রুপ D

Language (Bengali/ Hindi / Santhali / Urdu)

200

200

200

200

English

200

200

200

200

General Science 1

200

200

200

200

General Science 2

200

200

200

200

Indian Polity & Economics

200

200

200

200

Arithmetic & Reasoning

200

200

200

200

Optional Paper 1

200

200

-

-

Optional Paper 2

200

200

-


-


Total

1600

1600

1200

1200

নির্বাচন পদ্ধতি

  • তিনটি ধাপে এই পরীক্ষা হয়।
  • প্রিলিমস , মেন্স, ইন্টারভিউ ।
  • অফলাইনে পরীক্ষা হয়।
  • নেগেটিভ মার্কিং আছে।
  • প্রিলিমস এর প্রশ্ন MCQ type হয় ।
  • OMR এ পরীক্ষা দিতে হয়।
  • মেন্স পরীক্ষা Descriptive type হয়।
  • প্রিলিমসে শুধুমাত্র পাশ করতে হয়। এর নাম্বার যোগ হয় না।
  • মেন্স ও ইন্টারভিউতে  প্রাপ্ত নম্বরের নিরিখে কাট অফ নির্ধারিত হয়।

বছরের শেষ মাসে সেরা ১০টি চাকরির খোঁজ দেওয়া হল। নতুন বছরে নতুন পথে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে নিজেদের পছন্দ মতো চাকরির ফর্ম ফিলাপ করে প্রস্তুতি শুরু করুন আজ থেকেই।

december 2024 job updates
december job updates
job updates
NET Paper 1 and Paper 2 Batch AD

Connect with Us